বিশ্বসংগীত
গ্র্যামিতে লামার, গাগা ও কে-পপের মনোনয়ন

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৮তম আসরে মনোনীত কয়েকজন সংগীতশিল্পী
২০২৬ সালের ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো। এবারের আসরে সর্বাধিক ৯টি শাখায় মনোনীত হয়েছেন আমেরিকান র্যাপার কেন্ড্রিক লামার। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি শাখায় মনোনয়ন পেয়েছেন আমেরিকান গায়িকা লেডি গাগা। কোরিয়ার ব্ল্যাকপিঙ্ক ব্যান্ডের রোজে ও আমেরিকান সংগীতশিল্পী ব্রুনো মার্সের গান ‘আপাতে’ মনোনীত হয়েছে পাঁচটি শাখায়। এবারের আসরের নির্বাচিত কিছু বিভাগে মনোনীতদের তালিকা দেখে নিন একঝলকে।
রেকর্ড অব দ্য ইয়ার: দেবি তিরার মাস ফতোস (ব্যাড বানি), ম্যানচাইল্ড (সাবরিনা কার্পেন্টার), অ্যাংজায়েটি (ডোচি), ওয়াইল্ডফ্লাওয়ার (বিলি আইলিশ), অ্যাব্রাকাড্যাব্রা (লেডি গাগা), লুথার (কেন্ড্রিক লামার ফিচারিং সিজা), দ্য সাবওয়ে (চ্যাপেল রোন), আপাতে (রোজে ও ব্রুনো মার্স)
অ্যালবাম অব দ্য ইয়ার: দেবি তিরার মাস ফতোস (ব্যাড বানি), সোয়েগ (জাস্টিন বিবার), ম্যান’স বেস্ট ফ্রেন্ড (সাবরিনা কার্পেন্টার), লেট গড সর্ট এম আউট (ক্লিপস, পুশা টি, ম্যালিস), মেহেম (লেডি গাগা), জিএনএক্স (কেন্ড্রিক লামার), মাট (লিয়ন টমাস), ক্রোমাকোপিয়া (টাইলার, দ্য ক্রিয়েটর)
সং অব দ্য ইয়ার: অ্যাব্রাকাড্যাব্রা (লেডি গাগা), অ্যাংজায়েটি (ডোচি),আপাতে (রোজে ও ব্রুনো মার্স), দেবি তিরার মাস ফতোস (ব্যাড বানি), গোল্ডেন – কেপপ ডেমন হান্টার্স (হান্টার/এক্স; ইজেএই, অড্রে নুনা ও রেই আমি), লুথার (কেন্ড্রিক লামার ফিচারিং সিজা), ম্যানচাইল্ড (সাবরিনা কার্পেন্টার), ওয়াইল্ডফ্লাওয়ার (বিলি আইলিশ)

(বাঁ থেকে) কেন্ড্রিক লামার, লেডি গাগা, সাবরিনা কার্পেন্টার ও ব্যাড বানি (ছবি: এক্স)
সেরা নতুন শিল্পী: অলিভিয়া ডিন, ক্যাটস আই, দ্য ম্যারিয়াস, অ্যাডিসন রেই, সাম্বার, লিয়ন টমাস, অ্যালেক্স ওয়ারেন, লোলা ইয়াং
সেরা র্যাপ অ্যালবাম: লেট গড সর্ট এম আউট (ক্লিপস, পুশা টি, ম্যালিস), গ্লোরিয়াস (গরিলা), গড ডাজ লাইক আগলি (জেআইডি),জিএনএক্স (কেন্ড্রিক লামার), ক্রোমাকোপিয়া (টাইলার, দ্য ক্রিয়েটর)
সেরা র্যাপ পারফরম্যান্স: আউটসাইড (কার্ডি বি), চেইন্স অ্যান্ড হুইপস (ক্লিপস, পুশা টি, ম্যালিস ফিচারিং কেন্ড্রিক লামার ও ফ্যারেল উইলিয়ামস), অ্যাংজায়েটি (ডোচি), টিভি অফ (কেন্ড্রিক লামার ফিচারিং লেফটি গানপ্লে), ডার্লিং, আই (টাইলার, দ্য ক্রিয়েটর ফিচারিং টিজো টাচডাউন)
সেরা পপ ভোকাল অ্যালবাম: সোয়েগ (জাস্টিন বিবার), ম্যান’স বেস্ট ফ্রেন্ড (সাবরিনা কার্পেন্টার), সামথিং বিউটিফুল (মাইলি সাইরাস), মেহেম (লেডি গাগা), আই হ্যাভ ট্রাইড এভরিথিং বাট থেরাপি পার্ট ওয়ান (টেডি সুইমস)
সেরা পপ সলো পারফরম্যান্স: ডেইজিস (জাস্টিন বিবার), ম্যানচাইল্ড (সাবরিনা কার্পেন্টার), ডিজিজ (লেডি গাগা), দ্য সাবওয়ে (চ্যাপেল রোন), মেসি (লোলা ইয়াং)
সেরা পপ ডুয়েট/গ্রুপ পারফরম্যান্স: ডিফায়িং গ্র্যাভিটি (সিনথিয়া এরিভো ও আরিয়ানা গ্র্যান্ডে), গোল্ডেন – কেপপ ডেমন হান্টার্স (হান্টার/এক্স: ইজেএই, অড্রে নুনা ও রেই আমি), গ্যাব্রিয়েলা (ক্যাটস আই), আপাতে (রোজে ও ব্রুনো মার্স), থার্টি ফর থার্টি (সিজা ও কেন্ড্রিক লামার)
সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম: বিলাভেড (গিভেন), হোয়াই নট মোর? (কোকো জোন্স), দ্য ক্রাউন (লেডিসি), এস্কেপ রুম (টিয়ানা টেলর), মাট (লিয়ন টমাস)

রেকর্ডিং অ্যাকাডেমির গ্রামোফোন (ছবি: গ্র্যামি)
সেরা রক অ্যালবাম: প্রাইভেট মিউজিক (ডেফটোন্স), আই কোয়েট (হাইম), ফ্রম জিরো (লিনকিন পার্ক), নেভার এনাফ (টার্নস্টাইল), আইডলস (ইয়াংব্লাড)
সেরা রক গান: অ্যাজ অ্যালাইভ অ্যাজ ইউ নিড মি টু বি (নাইন ইঞ্চ নেইলস), ক্যারামেল (স্লিপ টোকেন), গ্লাম (হেইলি উইলিয়ামস), নেভার এনাফ (টার্নস্টাইল), জোম্বি (ইয়াংব্লাড)
সেরা রক পারফরম্যান্স: ইউ শুড নট বি ডুয়িং দ্যাট (অ্যামিল অ্যান্ড দ্য স্নিফার্স), দ্য এম্পটিনেস মেশিন (লিনকিন পার্ক), নেভার এনাফ (টার্নস্টাইল), মের্টাজাপিন (হেইলি উইলিয়ামস), চেঞ্জেস (লাইভ ফ্রম ভিলা পার্ক) ব্যাক টু দ্য বিগিনিং (ইয়াংব্লাড ফিচারিং নুনো বেটেনকোর্ট, ফ্রাঙ্ক বেলো, অ্যাডাম ওয়েকম্যান ও টু)
সেরা মেটাল পারফরম্যান্স: নাইট টেরর (ড্রিম থিয়েটার), ল্যাকরামা (গোস্ট), ইমার্জেন্স (স্লিপ টোকেন), সফট স্পাইন (স্পিরিটবক্স), বার্ডস (টার্নস্টাইল)
সেরা আফ্রিকান মিউজিক পারফরম্যান্স: লাভ (বার্না বয়), উইথ ইউ (ডেভিডো ফিচারিং ওমা লে), হোপ অ্যান্ড লাভ (এডি কেনজো ও মেহরান মতিন), গিমে দ্যাট (আইরা স্টার ফিচারিং উইজকিড), পুশ টু স্টার্ট (টাইলা)
সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া): অ্যা কমপ্লিট আননোন (টিমোথি শ্যালামে), এফওয়ান দ্য অ্যালবাম (বিভিন্ন শিল্পী), কেপপ ডেমন হান্টার্স (বিভিন্ন শিল্পী), সিনার্স) (বিভিন্ন শিল্পী), উইকেড (বিভিন্ন শিল্পী)
সেরা আবহসংগীতের অ্যালবাম (ভিজ্যুয়াল মিডিয়া): হাউ টু ট্রেইন ইউর ড্রাগন (জন পাওয়েল), সেভারেন্স: সিজন টু (থিওডোর শাপিরো), সিনার্স (লুডবিগ গোরানসন), উইকেড (জন পাওয়েল ও স্টিফেন শোয়ার্ৎজ), দ্য ওয়াইল্ড রোবট (ক্রিস বাওয়ার্স)
সেরা সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া: অ্যাজ অ্যালাইভ অ্যাজ ইউ নিড মি টু বি (ট্রন: অ্যারেস), গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স), আই লাইড টু ইউ (সিনার্স), নেভার টু লেট (এলটন জন: নেভার টু লেট), পেল, পেল মুন (সিনার্স), সিনার্স (সিনার্স)
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
