Connect with us

ছবিঘর

অস্ট্রেলিয়ায় সাগরপাড়ে দক্ষিণী এই নায়িকার বিয়েবার্ষিকী উদযাপন

ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল পঞ্চম বিয়েবার্ষিকী উদযাপন করলেন অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহর ও কুইন্সল্যান্ড রাজ্যে। স্বামী গৌতম কিচলু ও সাড়ে তিন বছর বয়সী একমাত্র পুত্রসন্তানকে নিয়ে মনের আনন্দে ঘুরে বেড়িয়েছেন তিনি। এর ফাঁকে ক্যাঙ্গারুদের দেশে ক্রিকেট ম্যাচ উপভোগ করেছেন ৪০ বছর বয়সী এই তারকা। 

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

লাল রঙের একগুচ্ছ বেলুন হাতে উড়ে দূর নীলিমায় ভেসে যেতে হাত বাড়িয়েছেন সাগরে পা ভেজানো কাজল আগারওয়াল।

লাল রঙের বডিকন ড্রেসে ভক্তদের চোখে মোহনীয় লেগেছে কাজলকে।

সৈকতে যেন ডানা মেলে লাল পরীর মতো ভেসে বেড়িয়েছেন কাজল!

অস্ট্রেলিয়ায় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কাজল লিখেছেন, ‘গোল্ড কোস্ট, কুইন্সল্যান্ডে দারুণ সময় কাটালাম। রোদ্দুর, সাগর ও চারপাশে হাসিখুশি মানুষের মাঝে দারুণ উপভোগ্য ভ্রমণ। নির্মল সৈকত, মনোরম অলিগলি ও আরামদায়ক ক্যাফেগুলোতে কাটানো প্রতিটি মুহূর্ত যেন ছিলো একেকটি পোস্টকার্ডের দৃশ্য।’

অস্ট্রেলিয়ায় স্বামী গৌতম কিচলুর সঙ্গে কাজল আগারওয়াল।

২০২০ সালের ৩০ অক্টোবর মুম্বাইয়ে ঘরোয়া পরিসরে গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল।

ব্রিসবেনের গ্যাব্বায় গ্যালারি থেকে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দেখেছেন কাজল আগারওয়াল।

খেলা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে কাজল লিখেছেন, ‘ভাগ্যিস, ভারত জিতেছে! এটি সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা।’

অনেক দুর্দান্ত সব ম্যাচের সাক্ষী গ্যাব্বা স্টেডিয়ামের গ্যালারিতে কাজল।

গ্যালারিতে স্বামীর সঙ্গে কাজল আগারওয়াল।

২০০৪ সালে হিন্দি সিনেমা ‘কিউ! হো গ্যায়া না…’য় ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত দিয়া মালহোত্রার বোনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কাজল আগারওয়ালের।

এস.এস. রাজামৌলি পরিচালিত তেলুগু সিনেমা ‘মাগাধিরা’ (২০০৯) কাজল আগারওয়ালের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এরপর প্রভাসের বিপরীতে ‘ডার্লিং’ (২০১০) ও থালাপতি বিজয়ের বিপরীতে ‘থুপাক্কি’ (২০১২) তাকে অভূতপূর্ব সাফল্য এনে দেয়।

তেলুগু ও তামিলের পাশাপাশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন কাজল আগারওয়াল। ২০১১ সালে রোহিত শেঠির ‘সিংঘাম’ সিনেমায় অজয় দেবগণের নায়িকা হন তিনি। তার অভিনীত হিন্দি সিনেমার তালিকায় আরো রয়েছে ‘স্পেশাল ২৬’ (২০১৩), ‘দো লাফজো কি কাহানি’ (২০১৬), ‘মুম্বাই সাগা’ (২০২১) ও ‘সিকান্দার’ (২০২৫)।

হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মাণাধীন ‘রামায়ণ: পার্ট ওয়ান’ ও ‘রামায়ণ: পার্ট টু’ সিনেমায় রাবণের রাজমহিষী মন্দোদরী চরিত্রে অভিনয় করছেন কাজল আগারওয়াল। রামের ভূমিকায় রণবীর সিং, রাবণ চরিত্রে ‘কেজিএফ’ তারকা যশ ও সীতা হিসেবে থাকছেন সাই পল্লবী। সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালে।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিনেমাওয়ালা প্রচ্ছদ