Connect with us

সিনেমা হল

৩০ দিন বেঁচে থাকার মরণখেলায় ‘দ্য রানিং ম্যান’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘দ্য রানিং ম্যান’ সিনেমায় গ্লেন পাওয়েল (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

নিকট ভবিষ্যতের ডিস্টোপিয়ান (দুঃস্বপ্নলোক) আমেরিকায় ভয়াবহ অর্থনৈতিক সংকট। বেকারত্ব ও সরকারি নিয়ন্ত্রণে পিষ্ট হয়ে পড়েছে সাধারণ জনগণ। তাদের ব্যস্ত ও নিয়ন্ত্রণে রাখতে সরকার আয়োজন করে ভয়ঙ্কর টেলিভিশন গেম শো ‘দ্য রানিং ম্যান’। এতে অংশগ্রহণকারী সমাজের অবাঞ্ছিত, দরিদ্র শ্রেণির মানুষদের বলা হয় ‘রানার’। খেলার নিয়ম অনুযায়ী, ৩০ দিন বেঁচে থাকতে পারলে তারা জিতে যাবে বিপুল অর্থ ও স্বাধীনতা। কিন্তু তাদের পিছু নেয় রাষ্ট্রের হয়ে আয়োজকদের পাঠানো সশস্ত্র হত্যাকারীদের একটি গ্রুপ। এমন রুদ্ধশ্বাস গল্প নিয়ে তৈরি হয়েছে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দ্য রানিং ম্যান’। প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় আজ (১৪ নভেম্বর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে এটি। বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় উপভোগ করা যাচ্ছে এই সিনেমা।

১৯৮২ সালে প্রকাশিত আমেরিকান কথাসাহিত্যিক স্টিফেন কিংয়ের লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘দ্য রানিং ম্যান’। রিচার্ড বাকম্যান ছদ্মনামে এই গ্রন্থ প্রকাশ করেন তিনি। ১৯৮৭ সালে উপন্যাসটি অবলম্বনে যুক্তরাষ্ট্রের পল মাইকেল গ্লেজারের পরিচালনায় ‘দ্য রানিং ম্যান’ সিনেমায় বেন রিচার্ডস চরিত্রে অভিনয় করেন হলিউডের অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার।

‘দ্য রানিং ম্যান’ সিনেমার দৃশ্য (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

নতুন সিনেমা ‘দ্য রানিং ম্যান’ পরিচালনা করেছেন এডগার রাইট। মূল উপন্যাসের মতোই সিনেমার ব্যঙ্গাত্মক ও চিন্তাশীল সমাপ্তি শক্তিশালী একটি প্রভাব দর্শকদের ওপর পড়বে বলে বিশ্বাস করেন এই ব্রিটিশ নির্মাতা। ১১ কোটি ডলার ব্যয়ে তৈরি হয়েছে এটি।

‘দ্য রানিং ম্যান’-এ বেন রিচার্ডস চরিত্রে এবার অভিনয় করেছেন গ্লেন পাওয়েল। গল্পে সাধারণ কারখানার একজন কর্মী সে। অন্যায় রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এদিকে তার ছোট মেয়ে মারাত্মক অসুস্থ। কিন্তু চিকিৎসার খরচ জোগাড় করতে পারে না বেন। পরিবারের দিকে তাকিয়ে দেশজুড়ে সম্প্রচারিত বিপজ্জনক শো’তে অংশ নেয় সে। পুরো শহর হয়ে ওঠে তার জন্য শিকারক্ষেত্র। চারপাশের মানুষ তাকে ধরিয়ে দিলে পুরস্কার পায়। অর্থাৎ পুরো সমাজই যেন তার শত্রু।

‘দ্য রানিং ম্যান’ সিনেমায় গ্লেন পাওয়েল (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

বেন রিচার্ডসকে ধীরে ধীরে বুঝতে পারে এই শো শুধু বিনোদন নয়, এটি জনগণকে নিয়ন্ত্রণ করতে সরকারের একটি হাতিয়ার। সে পালাতে পালাতে একটি আন্ডারগ্রাউন্ড প্রতিরোধ সংগঠনের সঙ্গে যুক্ত হয়, যারা এই শো’র সত্য উন্মোচন করতে চায়। বেন তখন শুধু নিজের জীবনের জন্য নয়, পুরো দেশের মুক্তির জন্য লড়াই করে। টেলিভিশন সম্প্রচারের মাঝেই সরকারের মিথ্যা ফাঁস করে দেয় সে। বেন চোখে আঙুল দিয়ে দেখায়, ‘দ্য রানিং ম্যান’ কিভাবে মানুষের মনোযোগ সরিয়ে রাখার অস্ত্র।

‘দ্য রানিং ম্যান’ সিনেমায় গ্লেন পাওয়েল (ছবি: প্যারামাউন্ট পিকচার্স)

২ ঘণ্টা ১৩ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটিতে আরো অভিনয় করেছেন জোশ ব্রোলিন, কোলম্যান ডোমিঙ্গো, উইলিয়াম এইচ. ম্যাসি, লি পেস, মাইকেল চেরা, এমিলিয়া জোন্স, ড্যানিয়েল এজরা, জেইমি লসন, ক্যাটি ও’ব্রায়ান, শন হেইস।

সিনেমাওয়ালা প্রচ্ছদ