Connect with us

গান বাজনা

কোক স্টুডিও বাংলা’য় ‘মাস্ত কালান্দার’ গানে মুগ্ধতা ছড়ালেন রুনা লায়লা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘মাস্ত কালান্দার’ গানে রুনা লায়লা (ছবি: কোক স্টুডিও বাংলা)

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ‘কোক স্টুডিও বাংলা’র তৃতীয় মৌসুমের শেষ গান নিয়ে হাজির হলেন। তার গাওয়া ‘মাস্ত কালান্দার’ শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় সংগীতাঙ্গনের অনেক কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক এই পরিবেশনা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন।

রুনা লায়লার ৭৩তম জন্মদিন আজ (১৭ নভেম্বর)। এ উপলক্ষে তার প্রতি সম্মান জানিয়ে গতকাল (১৬ নভেম্বর) রাতে কোক স্টুডিও বাংলা’র ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে ‘মাস্ত কালান্দার’। একদিনেই এটি দেখা হয়েছে ১০ লাখ বার।

‘মাস্ত কালান্দার’ প্রসঙ্গে রুনা লায়লা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার জন্মদিনে সবার জন্য উপহার।’

আমির খসরুর লেখা ও সুর করা জনপ্রিয় এই সুফি গান নতুন আঙ্গিকে গেয়েছেন রুনা লায়লা। এর শুরুতে হাছন রাজার একটি গানের অংশবিশেষ গেয়ে শোনান মাখন মিয়া। এছাড়া এতে কণ্ঠ দিয়েছেন মুর্শিদিবাদী, রিপন বগা, অনিমেষ রয়, জান্নাত, সুনিধি নায়েক, শানিলা ইসলাম ও রুবায়েত রেহমান।

‘মাস্ত কালান্দার’ গানে কাওয়ালির আধ্যাত্মিক সুর, বাংলার লোকজ ভাব ও আধুনিক সংগীতের মিশ্রণ ঘটানো হয়েছে। এটি প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব ও অদিত রহমান।

রুনা লায়লা (ছবি: ফেসবুক)

রুনা লায়লার সংগীত জীবনে ‘মাস্ত মালান্দার’ গানটি বিশেষ স্থান দখল করে আছে। ছয় দশকের বেশি সময় ধরে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি, ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় দশ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। গায়িকার পাশাপাশি সুরকার হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

সর্বশেষ গত ২৪ অক্টোবর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের অষ্টম গান হিসেবে প্রকাশিত হয় ‘ক্যাফে’। মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের জনপ্রিয় এই গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন আভাস ব্যান্ডের তানযীর তুহীন। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন মহীনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা ও ক্যাফে গানের গায়ক গৌতম চট্টোপাধ্যায়ের ছেলে গৌরব চট্টোপাধ্যায় ও ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ