স্টার জোন
কটাক্ষের শিকার হওয়া সেই মেক্সিকান সুন্দরী জিতলেন মিস ইউনিভার্সের মুকুট

মিস ইউনিভার্সের মুকুট জয়ী ফাতিমা বশ (ছবি: মিস ইউনিভার্স)
মিস ইউনিভার্স প্রতিযোগিতার লাইসেন্সধারী মিডিয়া মোগলের ওপর অসন্তুষ্ট হয়ে একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে গিয়েছিলেন মেক্সিকান তরুণী ফাতিমা বশ। তিনিই জিতে নিয়েছেন বিশ্বসেরা সুন্দরীর স্বীকৃতি। আজ (২১ নভেম্বর) থাইল্যান্ডে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। দর্শকদের ভোটে শীর্ষ ৩০ পর্যন্ত পৌঁছাতে পেরেছেন মিস বাংলাদেশ ২০২৫ তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্সের ইতিহাসে এটাই বাংলাদেশের সেরা অর্জন।
বিভিন্ন দেশের ১১৯ জন সুন্দরীকে হটিয়ে মুকুট জিতেছেন ফাতিমা বশ। তাকে ‘মিস ইউনিভার্স ২০২৫’ ঘোষণার আগে প্রশ্ন করা হয়– যদি মিস ইউনিভার্সের মুকুট জয় করতে পারেন, তাহলে এই প্ল্যাটফর্মকে কীভাবে অল্প বয়সী নারীদের ক্ষমতায়নে ব্যবহার করবেন? তার উত্তর ছিলো, ‘মিস ইউনিভার্স হিসেবে তাদের বলবো, তোমাদের আপন সত্তায় যেসব গুণাবলী আছে সেগুলোর ওপর বিশ্বাস রাখো। নিজের ওপর বিশ্বাস রাখো। তোমাদের স্বপ্ন ও হৃদয় গুরুত্বপূর্ণ। কখনো কাউকে তোমাদের মূল্য নিয়ে সংশয় তৈরি করতে দেবে না, কারণ তোমরা সবকিছুর যোগ্য। তোমরা শক্তিশালী। তোমাদের কথা অন্যদের শুনতে হবে। ধন্যবাদ।’
ফাতিমা বশের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স জয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থাইলভিগ। মিস ইউনিভার্সের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফাতিমার প্রশংসা করে বলা হয়েছে, ‘তার মাধুর্য, মনের জোর ও দীপ্তিময় মনোভাব বিশ্বের হৃদয় জয় করেছে।’

মিস ইউনিভার্সের মুকুট জয়ী ফাতিমা বশ (ছবি: মিস ইউনিভার্স)
এ নিয়ে চতুর্থবার মিস ইউনিভার্স প্রতিযোগিতার মুকুট গেলো মেক্সিকোতে। এর আগে এই স্বীকৃতি জিতেছেন লুপিতা জোন্স (১৯৯১), জিমেনা নাভারেতে (২০১০) ও আন্দ্রেয়া মেজা (২০২০)।
এবারের আসরে মিস থাইল্যান্ড ২০২৫ প্রবীনা সিং প্রথম রানার-আপ হয়েছেন মিস ইউনিভার্সে। মিস ভেনেজুয়েলা ২০২৫ স্টেফানি আবাসালি তৃতীয় হয়েছেন। এছাড়া মিস ফিলিপাইন ২০২৫ মা আতিসা মানালো চতুর্থ ও মিস আইভরি কোস্ট ২০২৫ অলিভিয়া ইয়াচি পঞ্চম স্থান পেয়েছেন।

মিস ইউনিভার্সের মুকুট জয়ী ফাতিমা বশ (ছবি: মিস ইউনিভার্স)
নজিরবিহীন বিতর্ক
এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নজিরবিহীন কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। ‘মিস মেক্সিকো ২০২৫’ ফাতিমা বশ একটি অনুষ্ঠানে কটাক্ষের শিকার হন। সোশ্যাল মিডিয়ায় প্রচারণামূলক কনটেন্ট পোস্ট না করায় গত ৫ নভেম্বর মিস ইউনিভার্সের বেশ কয়েকজন প্রতিযোগীর সামনেই তাকে তিরস্কার করেন থাই মিডিয়া মোগল ও মিস ইউনিভার্স প্রতিযোগিতার লাইসেন্সধারী নাওয়াত ইতসারাগ্রাসিল। তখন ২৫ বছর বয়সী এই তরুণী প্রতিবাদ জানালে নিরাপত্তাকর্মীদের ডেকে পাঠান নাওয়াত। এমনকি যেসব প্রতিযোগী ফাতিমার পক্ষ নেবে তাদের এই সৌন্দর্য প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণার হুমকি দেন তিনি। এরপর ফাতিমা বশ হেঁটে বেরিয়ে যান। তার প্রতি সংহতি জানিয়েছেন অনেকে। বিশ্বজুড়ে এই ঘটনা খবরের শিরোনাম হয়ে ওঠে।
নাওয়াতের আচরণকে ‘বিদ্বেষপূর্ণ’ মন্তব্য করে নিন্দা জানিয়েছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন। এছাড়া মিস ইউনিভার্সের প্রেসিডেন্ট রাউল রোচা মেক্সিকো থেকে ভিডিও বার্তায় তার থাই ব্যবসায়িক অংশীদারকে ‘থামতে’ সাফ বলে দেন।
এ ঘটনায় ফাতিমার প্রশংসা করে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবাউম বলেন, ‘হুমকির মুখে আমরা নারীরা কিভাবে মুখ খুলতে পারি তার একটি উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।’
শুক্রবারের ফাইনালে নাওয়াত দর্শকসারি থেকে তোলা একটি ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন। কিন্তু তাকে মঞ্চে দেখা যায়নি। ফাতিমাকে মুকুট পরানোর পর তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে থাই ভাষায় এক লাইনের একটি বিবৃতি পোস্ট করেন, যার অর্থ– ‘বলতে না পারা ১০০ কোটি শব্দ জমা।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘরে বসে থাকা দর্শকদের ওপর চূড়ান্ত ফল বিচারের ভার ছেড়ে দিচ্ছি… মানুষ যেকোনো প্রান্ত থেকে নিজস্ব মূল্যায়ন করতে পারে।’
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকে মনে করেন, নাটকীয় ঘটনােই ফাতিমা বশকে মুকুট জিততে সহায়তা করেছে। একজন মন্তব্য করেছেন, ‘আগামী বছর যে বেরিয়ে যাবে, সেই জিতবে!’ আরেকজনের মন্তব্য, ‘সেদিনের অন্যায়ের ক্ষতিপূরণ দিতে ও মিস ইউনিভার্সকে টিকিয়ে রাখতে ফাতিমা বশকে মুকুট দিতে হলো!’

মেক্সিকোর ঐতিহ্যবাহী পোশাকে মিস ইউনিভার্সের মুকুট জয়ী ফাতিমা বশ (ছবি: মিস ইউনিভার্স)
বিচারকদের পদত্যাগ ও কারচুপির অভিযোগ
সেই নাটকীয় ঘটনার এক সপ্তাহ পর ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার আট বিচারকের মধ্যে দুই জন পদত্যাগ করেন। তাদের মধ্যে লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফোয়ো অভিযোগ তোলেন, আয়োজকরা কারচুপির আশ্রয় নিয়ে ফাইনালের আগে ফাইনালিস্টদের নির্বাচন করে ফেলেছে। কয়েক ঘণ্টার মধ্যে সাবেক ফরাসি ফুটবল তারকা ক্লদ ম্যাকেলেলে অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণে পদত্যাগের ঘোষণা দেন। যদিও ওমর হারফোয়ো অভিযোগ অস্বীকার করেছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন। তাদের দাবি, বিচারকদের বাইরে কোনো দলকে প্রতিযোগীদের মূল্যায়ন কিংবা ফাইনালিস্ট নির্বাচন করার অনুমতি দেওয়া হয়নি। ফাতিমা বশ মিস ইউনিভার্স হওয়ার কয়েক মিনিটের মধ্যে ওমর হারফোয়ো অনলাইনে একটি বিবৃতি পোস্ট করে আবার কারচুপির অভিযোগ তোলেন।
এবারের আসরে মিস মেক্সিকোকে মুকুট পরিয়ে দেওয়ায় বিতর্ক আরো বেড়েছে। কারণ তার জয়ের ঘটনায় অনলাইনে মতবিরোধ দেখা দিয়েছে। অনেক মেক্সিকান তার বিজয় উদযাপন করেছেন। কটাক্ষের প্রতিবাদে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানানো কিছু লোকজনও এই জয় উদযাপন করেছেন। তবে অনেকের ধারণা, আগের বিতর্ককে পুষিয়ে দিতেই আয়োজকরা তাকে মুকুট তুলে দিলো।

মিস ইউনিভার্সের মুকুট জয়ী ফাতিমা বশ (ছবি: মিস ইউনিভার্স)
আহত প্রতিযোগী
ইভেনিং গাউন রাউন্ডে মিস জ্যামাইকা ২০২৫ গ্যাব্রিয়েল হেনরি দুর্ঘটনায় মঞ্চে পড়ে যান। তাকে চিকিৎসার জন্য দ্রুত স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছে। পরে আয়োজকরা জানান, মিস জ্যামাইকা হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তার কোনো হাড় ভাঙেনি কিংবা মচকায়নি। তিনি ভালো আছেন। বিশ্বের অন্যতম প্রাচীন এই সৌন্দর্য প্রতিযোগিতা যখন এর প্রাসঙ্গিকতা ও দর্শকসংখ্যা কমে যাওয়া নিয়ে প্রশ্নের মুখোমুখি, ঠিক তখনই এসব ঘটেছে।
১৯৫২ সাল থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতা হচ্ছে। বিভিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবারের প্রতিপাদ্য ছিলো, ‘ভালোবাসার শক্তি’। সুইমস্যুট রাউন্ডে বেশিরভাগ প্রতিযোগী বিকিনি পরে হাজির হন। তবে পাকিস্তান, ইরানসহ রক্ষণশীল দেশগুলোর প্রতিযোগীদের পুরো দেহ ঢাকার পোশাক পরার অনুমতি দেওয়া হয়েছিলো। আগামী বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পুয়ের্তো রিকোতে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
