ছবিঘর
মেহজাবীন গিয়েছিলেন সাজতে, বেরিয়ে এলেন…
নতুন ফটোশুটে অংশ নিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এসব ছবিতে শীতের আগমনী বার্তা ছড়িয়ে দিয়েছেন তিনি। রাজধানীর উত্তরায় অভিনেত্রী রিচি সোলায়মানের বিউটি সেলুনে সাজগোজ করে এগুলো তুলেছেন মেহজাবীন। সোশ্যাল মিডিয়ায় তার ঝলমলে রূপ মন কেড়েছে ভক্তদের।

জিন্সের টপ, উলের সোয়েটার ও প্যান্টে মেহজাবীন চৌধুরী। তার ঢেউ খেলানো চুলে সাদা গোলাপ। হাতে সোনালি চুড়ি। নায়িকা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, পোশাকটি সেলিব্রিটি’স চয়েস থেকে নিয়েছেন তিনি।

দুটি ছবিতে মেহজাবীনকে ফুলের সুবাসে ডুবে থাকতে দেখা গেছে।

নতুন ফটোশুট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘ইটারনাল বিউটি লাউঞ্জে মেকওভারের জন্য গিয়েছিলাম, একটা মিনি ফটোশুট করে বেরিয়ে এসেছি…। রিচি সোলায়মান আপুর মেকওভার টিম অসাধারণ। যখন রফিকুল ইসলাম র্যাফ ভাইয়া আশেপাশে থাকে, তখন ছবি না তুললে কী হয়? আমার প্রিয় ফটোগ্রাফারের কিছু প্রিয় ক্লিক এখানে দেওয়া হলো।’

মেহজাবীনের নতুন ছবিগুলো ভক্তদের মন কেড়েছে। কেউ লিখেছেন, ‘দারুণ তো ছবিগুলো!’ কেউবা মন্তব্য করেছেন, ‘অন্যরকম লাগছে, সুন্দর দেখাচ্ছে।’

মেহজাবীনের নতুন ছবিগুলো ভক্তদের মন কেড়েছে। কেউ লিখেছেন, ‘দারুণ তো ছবিগুলো!’ কেউবা মন্তব্য করেছেন, ‘অন্যরকম লাগছে, সুন্দর দেখাচ্ছে।’

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে গত বছরের ২০ ডিসেম্বর বড় পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীনের। তবে নিজের দ্বিতীয় সিনেমা হিসেবে ‘প্রিয় মালতী’র শুটিং করেছিলেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ এই তারকার দ্বিতীয় সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে গত ২৬ সেপ্টেম্বর।

গত ফেব্রুয়ারিতে ভিকি জাহেদের ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ ও এপ্রিলে প্রবীর রায় চৌধুরীর ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকের মাধ্যমে মেহজাবীনের অভিনয় সর্বশেষ ছোট পর্দায় দেখা গেছে।

২০০৯ সালে ‘লাক্স সুপারস্টার’ বিজয়ী হয়ে শোবিজে পা রাখেন মেহজাবীন চৌধুরী। কয়েক মাস ধরে ‘লাক্স সুপারস্টার ২০২৫’ প্রতিযোগিতার বিচারক হিসেবে ব্যস্ত তিনি। তার পাশাপাশি অন্য দুই বিচারক অভিনেত্রী জয়া আহসান ও নির্মাতা রায়হান রাফী।

সোশ্যাল মিডিয়ায় এর আগে পলকা পোশাকে স্নিগ্ধতা আমেজ ছড়িয়েছেন মেহজাবীন।

পলকা মেজাজে মেহজাবীনকে সাজিয়েছে জাহিদ খান ব্রাইডাল মেকওভার।

পলকা পোশাকে মেহজাবীনের ছবিগুলো তুরেছেন এমএইচ বিপু।

নতুন সিনেমা প্রসঙ্গে সিনেমাওয়ালা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেহজাবীন বলেন, ‘আমি কথা বলতে পছন্দ করি না। আমি চাই, আমার কাজই যেন আমার হয়ে কথা বলে। তাই যখন কোনো কিছু পুরোপুরি প্রস্তুত হবে ও আমরা টিম হিসেবে ঘোষণা দিতে পারবো, তখনই সেই বিষয়ে বলবো। তার আগে নয়।’

নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ের পর জীবনের নতুন অধ্যায় উপভোগ করছেন মেহজাবীন। স্বামীর সঙ্গে বিদেশে বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন তিনি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
