শুভেচ্ছা
চুপিসারে বিয়ে করলেন সামান্থা

বিয়েতে রাজ নিদিমোরু ও সামান্থা রুথ প্রভু (ছবি: ইনস্টাগ্রাম)
চুপিসারে বিয়ে করে চমকে দিলেন ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নির্মাতাদ্বয়ের একজন তিনি। তার সঙ্গে নতুন পরিবার গড়লেন নায়িকা। আজ (১ ডিসেম্বর) সকালে তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বেতর শহরে লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন তারা।
বিয়েতে লাল শাড়িতে সাজেন ৩৮ বছর বয়সী সামান্থা। বর পরেছেন পাজামা-পাঞ্জাবি। হিন্দু রীতিনীতি মেনে সাদামাটা আয়োজনে বিয়ে করেছেন তারা। অনুষ্ঠানে ছিলেন হাতেগোনা কয়েকজন অতিথি। তাদের সবাই দুই পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধু।

বিয়েতে রাজ নিদিমোরু ও সামান্থা রুথ প্রভু (ছবি: ইনস্টাগ্রাম)
২০২১ সালে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’তে একসঙ্গে কাজ করার পর সামান্থা ও রাজের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন সামান্থা। গত বছর অ্যামাজন প্রাইম ভিডিওর আরেক সিরিজ ‘সিটাডেল: হানি বানি’তে আবার একসঙ্গে কাজ করার পর তাদের সম্পর্ক গাঢ় হয়। এরপর থেকে নির্মাতা ও নায়িকার প্রেম নিয়ে জল্পনা বেড়ে যায়।

বিয়েতে রাজ নিদিমোরু ও সামান্থা রুথ প্রভু (ছবি: ইনস্টাগ্রাম)
সামান্থার প্রযোজনা প্রতিষ্ঠান ট্রালালা পিকচার্সের জন্য রাজের দৃশ্যমান সমর্থন ও ক্রীড়া খাতে নায়িকার বিনিয়োগ শুরুর পর তার প্রতি রাজের উৎসাহ দু’জনের সম্পর্ক নিয়ে ফিসফিস করাকে আরো উসকে দিয়েছে। এরমধ্যে তিরুপতির মন্দিরে একসঙ্গে বেড়াতে দেখা গেছে তাদের। কখনো বিমানে রাজের কাঁধে মাথা রাখার ছবি প্রকাশ্যে এনেছেন সামান্থা নিজেই। সম্প্রতি প্রেমিকের কোমর জড়িয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এসব ভাইরাল মুহূর্ত তাদের মধ্যকার বাড়তে থাকা ঘনিষ্ঠতার ইঙ্গিত দিয়েছে। যদিও প্রেম নিয়ে কেউই মুখ খোলেননি। শুভ কাজ সেরে অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন তারা।

বিয়েতে রাজ নিদিমোরু ও সামান্থা রুথ প্রভু (ছবি: ইনস্টাগ্রাম)
সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিয়েছেন সামান্থা। এগুলো দেখে অবাক ভক্তরা। তারকাদের অনেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রাজ নিদিমোরু ও সামান্থা রুথ প্রভুর বিয়ের আয়োজন (ছবি: ইনস্টাগ্রাম)
২০১৭ সালে গোয়াতে ধুমধাম আয়োজনে তেলুগু তারকা নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেন সামান্থা। ২০২১ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়। এরপর রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সামান্থা। বিয়ের মধ্য দিয়ে তাদের প্রেমের সফল পরিণতি হলো। গত বছরের ডিসেম্বরে অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য।

সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু (ছবি: এক্স)
এদিকে রাজ নিদিমোরু এর আগে শ্যামালী দে’কে বিয়ে করেছিলেন। ২০২২ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
রাজ নিদিমোরু ও কৃষ্ণ দাসারাকোঠাপাল্লি যৌথভাবে পরিচালনার কাজ করেন। পর্দায় তাদের নাম ব্যবহার হয় রাজ অ্যান্ড ডিকে। তাদের জনপ্রিয় আরেকটি সিরিজ অ্যামাজন প্রাইম ভিডিওর ‘ফার্জি’ (শহিদ কাপুর, বিজয় সেতুপতি)।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
