ছবিঘর
সমুদ্র সৈকতে মিমের উত্তাপ
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সম্প্রতি মালদ্বীপ ভ্রমণ করেন। মনোরম দেশটিতে অবকাশযাপন উপভোগ করেছেন তিনি। সাগরপাড়ে বেড়ানোর সময় তোলা কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই তারকা। এগুলো ভক্তদের মনে সাড়া ফেলেছে।

সমুদ্র সৈকত ও মিমের সৌন্দর্য মিলেমিশে একাকার।

গত ১৪ ডিসেম্বর বিকেলে সোশ্যাল মিডিয়ায় নীল রঙের হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে ছবিগুলো পোস্ট করেছেন মিম।

সমুদ্রের ঢেউয়ে পা ভিজিয়ে সময় কাটিয়েছেন মিম।

প্রকৃতির সান্নিধ্যে শান্ত পরিবেশে মিমের প্রশান্তি।


মিমের ছবিগুলোতে ফেসবুকে ২১ হাজার লাইক ও লাভ আর ইনস্টাগ্রামে লাভ প্রতিক্রিয়া এসেছে ২৭ হাজারের বেশি।

সাগরপাড়ে তোলা মিমের স্থিরচিত্রগুলো ভক্তদের মনে সাড়া ফেলেছে। অনেকে বলেছেন, ‘বিউটিফুল।’ কারও চোখে, ‘গর্জিয়াস।’ কেউবা লিখেছেন, ‘আবেদনময়ী।’

মিমের সৌন্দর্য দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। তাদের অনেকের মন্তব্য, শীতে উষ্ণতা ছড়ালেন নায়িকা।

মালদ্বীপ থেকে ফিরে ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র নাম চূড়ান্ত না হওয়া একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। এটি পরিচালনা করবেন কাজী আসাদ।


সম্প্রতি সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ নামের একটি সিনেমার কাজ শুরু করেছেন মিম। এতে আরিফিন শুভ’র সঙ্গে তার রসায়ন দেখা যাবে। এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ ও গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা।

বড় পর্দায় সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায় দেখা গেছে মিমকে। সেই বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মিম অভিনীত ‘পরাণ’ ব্যবসায়িক সাফল্য পায়।

বিদ্যা সিনহা মিম অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এতে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের ভূমিকায় দেখা যাবে তাকে। শহীদুল্লা কায়সার চরিত্রে থাকছেন মোস্তফা মনওয়ার। সিনেমাটি প্রযোজনা করেছেন শহীদুল্লা কায়সার ও পান্না কায়সারের মেয়ে অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘দিগন্তে ফুলের আগুন’ পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
