ওয়ার্ল্ড সিনেমা
অস্কারের শর্টলিস্টে ভারতের ‘হোমবাউন্ড’, টিকলো না ‘বাড়ির নাম শাহানা’

‘বাড়ির নাম শাহানা’র দৃশ্যে আনান সিদ্দিকা (ছবি: গুপী বাঘা প্রোডাকশন্স)
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’। ভারত থেকে পাঠানো করণ জোহর প্রযোজিত ও নীরাজ গেওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’ টিকে আছে মনোনয়ন পাওয়ার দৌড়ে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সময় ১৬ ডিসেম্বর (বাংলাদেশ সময় ১৭ ডিসেম্বর) এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
এবার বাংলাদেশসহ মোট ৮৬টি দেশের সিনেমা বিবেচিত হয়েছে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখায়। এরমধ্যে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে ১৫টি সিনেমা। সেগুলোর মধ্য থেকেই চূড়ান্ত মনোনয়ন পাবে ৫টি সিনেমা।

(‘হোমবাউন্ড’ সিনেমার দৃশ্যে বিশাল জেটোয়া ও ঈশান খাট্টার (ছবি: ধর্মা প্রোডাকশন্স)
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ চূড়ান্ত করে অস্কারে পাঠায়। গত ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন সিনেমাহলে বাণিজ্যিকভাবে মুক্তি পায় এটি। ২০২৩ সালে জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে ‘জেন্ডার সেন্সিটিভিটি অ্যাওয়ার্ড’ পেয়েছে এই সিনেমা। এছাড়া এটি পুরস্কার জিতেছে লন্ডন, শিকাগো, মেলবোর্ন ও রোমে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে।
নব্বই দশকের পটভূমিতে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’র গল্প দীপা নামের এক নারীকে ঘিরে। কৈশোর পেরোনোর আগেই মেয়েটির বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে লড়াই চালিয়ে যায় সে। দীপা চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্মীট্যারা ব্যান্ডের গায়িকা আনান সিদ্দিকা। তিনি ও লিসা গাজী যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন। যৌথভাবে প্রযোজনা করেছে গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড ও লন্ডনভিত্তিক শিল্পসংগঠন কমলা কালেক্টিভ।
এদিকে অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমাসহ ১২টি শাখার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এগুলো হলো– অ্যানিমেটেড শর্টফিল্ম, কাস্টিং, সিনেমাটোগ্রাফি, ডকুমেন্টারি ফিচার ফিল্ম, ডকুমেন্টারি শর্টফিল্ম, আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা, শর্টফিল্ম, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, মৌলিক আবহ সংগীত, মৌলিক গান, শব্দ, ভিজ্যুয়াল ইফেক্টস। ২০২৬ সালের ২২ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা।

“দ্য প্রেসিডেন্ট’স কেক” সিনেমার দৃশ্য (ছবি: সনি পিকচার্স ক্ল্যাসিকস)
৯৮তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমার সংক্ষিপ্ত তালিকা
• বেলেন (আর্জেন্টিনা)
• দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল)
• ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (ফ্রান্স)
• সাউন্ড অব ফলিং (জার্মানি)
• হোমবাউন্ড (ভারত)
• দ্য প্রেসিডেন্ট’স কেক (ইরাক)
• কোকুহো (জাপান)
• অল দ্যাট’স লেফট অব ইউ (জর্ডান)
• সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে)
• প্যালেস্টাইন ৩৬ (ফিলিস্তিন)
• নো আদার চয়েস (দক্ষিণ কোরিয়া)
• সিরেট (স্পেন)
• লেট শিফট (সুইজারল্যান্ড)
• লেফট-হ্যান্ডেড গার্ল (তাইওয়ান)
• দ্য ভয়েস অব হিন্দ রাজাব (তিউনিসিয়া)
২০২৬ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে ২৪টি শাখায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা সেগুলোরই একটি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
