Connect with us

ঢালিউড

‘রাক্ষস’ রূপে সিয়াম বললেন, ‘খাইয়া দিমু!’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘রাক্ষস’ সিনেমার ফার্স্ট লুকে সিয়াম আহমেদ (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

বাথটাবের অর্ধেক জুড়ে রক্ত। একটি বাঘ ক্ষত-বিক্ষত অবস্থায় তাতে পড়ে আছে। বাথটাবে এক পা তুলে মুখে গোলাপ ফুল রেখে বাঘের দিকে গুলি চালালেন সাদা স্যুট পরা এক তরুণ। তার আরেক হাতে কুড়াল। দুই হাতের দুই অস্ত্র ঘাড়ের পেছনে নিয়ে ওপরে তাকিয়ে তিনি বলেন, ‘খাইয়া দিমু!’ এরপর চাঙা হওয়ার অভিব্যক্তি প্রকাশে মাথাচাড়া দেন। ‘রাক্ষস’ সিনেমার ফার্স্টলুকে এমন ভয়ঙ্করভাবে হাজির হলেন ঢালিউড তারকা সিয়াম আহমেদ। তার এমন উপস্থিতি দেখে দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়েছে।

গতকাল (১৭ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে ‘রাক্ষস’ সিনেমার মহরত হয়েছে। অনুষ্ঠানে সিয়ামের পাশেই ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। ‘রাক্ষস’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন তারা। পর্দায় তাদের রসায়ন আলোচনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। বড় পর্দায় দুই বাংলার দুই তারকাকে একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

সুস্মিতা চট্টোপাধ্যায় (ছবি: ইনস্টাগ্রাম)

‘রাক্ষস’ হতে যাচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত দ্বিতীয় সিনেমা। এর আগে ঢালিউড তারকা শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ নির্মাণ করে ব্যাপক আলোচিত হন তিনি। ‘বরবাদ’ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন প্রযোজনা করছেন ‘রাক্ষস’। রিয়েল এনার্জি প্রোডাকশন্সের ব্যানারে চলতি মাসেই ঢাকায় সিনেমাটির শুটিং শুরু করবেন সিয়াম ও সুস্মিতা। নতুন ইংরেজি বছরে এর কিছু অংশের শুটিং হবে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায়। ফার্স্ট লুকে উল্লেখ রয়েছে, ২০২৬ সালের ঈদে (ঈদুল ফিতর) বড় পর্দায় মুক্তি পাবে এটি।

সুস্মিতা চট্টোপাধ্যায় (ছবি: ফেসবুক)

সুস্মিতার গল্প
মেহেদী হাসান হৃদয়ের আগে বাংলাদেশের সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘মানুষ’ সিনেমায় অভিনয় করেন সুস্মিতা চট্টোপাধ্যায়। এতে জিতের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এটি ছিল পশ্চিমবঙ্গের প্রযোজনা। এবার বাংলাদেশের প্রযোজনায় কাজ করতে যাচ্ছেন তিনি।

১৯৯৯ সালের ১৫ নভেম্বর পশ্চিমবঙ্গের আসানসোলে জন্মগ্রহণ করেন সুস্মিতা চট্টোপাধ্যায়। ২০২১ সালে ‘প্রেম টেম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করা এই তারকার। প্রায় পাঁচ বছরের ক্যারিয়ারে পর্দায় নানান চরিত্রে দেখা গেছে তাকে। তার অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য– ‘কাছের মানুষ’, ‘খেলা যখন’, ‘চেঙ্গিস’, ‘শিবপুর’ ইত্যাদি। ‘মৃগয়া: দ্য হান্ট’ সিনেমায় আইটেম গানে নেচেছেন তিনি। সম্প্রতি সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং শেষ করেছেন সুস্মিতা।

‘রাক্ষস’ সিনেমার ফার্স্ট লুকে সিয়াম আহমেদ (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

‘আন্ধার’ শেষে ‘রাক্ষস’
এদিকে রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন সিয়াম আহমেদ। রায়হান রাফীর পরিচালনায় এতে সিয়ামের নায়িকা থাকছেন নাজিফা তুষি। ক্যারিয়ারের প্রথম দুই সিনেমা ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছাড়াও ‘দামাল’-এ রাফীর সঙ্গে কাজ করেন সিয়াম। গত ঈদুল আজহায় রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় স্বল্প উপস্থিতির চরিত্রে চমকে দেন তিনি।

সিয়ামকে সর্বশেষ ‘জংলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। এতে চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে তার রসায়ন দর্শকদের মন কেড়েছে। নায়কের অন্যান্য সিনেমা হলো– ‘বিশ্বসুন্দরী’, ‘শান’, ‘মৃধা বনাম মৃধা’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘পাপ–পুণ্য’, ‘অন্তর্জাল’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ