Connect with us

স্টার জোন

তারেক রহমানের ফেরা: ন্যান্‌সি গাইলেন, পরীমণি-খায়রুল বাসার কী লিখলেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বাংলাদেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত সংবর্ধনা মঞ্চে বক্তব্য রাখেন তারেক রহমান (ছবি: বিএনপি মিডিয়া সেল)

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন (১৭ বছর) পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাসিত জীবনের সমাপ্তি টেনে ঢাকায় এসে সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য প্রশংসিত হয়েছে। চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা খায়রুল বাসার সোশ্যাল মিডিয়ায় ভালো লাগা প্রকাশ করেছেন। এছাড়া তারেক রহমানের বহুল কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন উপলক্ষে ‘নেতা আসছে’ শিরোনামের একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের উদ্দীপনা ছুঁয়ে গেছে বিনোদন অঙ্গনকে।

তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে যুক্তরাজ্যের লন্ডন থেকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি২০২ ফ্লাইট সিলেটে অবতরণ করে সকাল ৯টা ৫৬ মিনিটে। যাত্রাবিরতি শেষে একই ফ্লাইটে সকাল ১১টা ৩৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জিয়া পরিবার। এরপর রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। তখন উপস্থিত ছিলো লাখ লাখ নেতাকর্মী, সমর্থক ও উৎসুক জনতা।

পরীমণি (ছবি: ফেসবুক)

তারেক রহমানের বলা ‘আজ এ দেশের মানুষ চায়’ বক্তব্য উল্লেখ করে ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়লো চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে। আর কিছু চাওয়ার নেই।’

তারেক রহমান সবার প্রতি আহ্বান জানিয়েছেন, ‘যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর ও শান্ত থাকতে হবে।’

খায়রুল বাসার (ছবি: ফেসবুক)

বাংলাদেশের পতাকা ও ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে তারেক রহমানের দুটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তাকে ‘স্বাগত’ জানিয়েছেন ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার। ‍নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘বাংলার শিশির ভেজা ঘাসের স্পর্শে আপনার অন্তর শীতল হোক আর আপনার নেতৃত্বে এদেশে শান্তি ফিরুক। আপনি সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং বাংলার মানুষের আস্থা হয়ে থাকেন এই দোয়া…।’

খায়রুল বাসার যোগ করেন, ‘যখন দেশের মানুষ আপনার হাতে দেশের দায়িত্ব তুলে দেবে, সেদিন থেকে আপনার সকল ভালো কাজের স্তুতি করতে না পারলেও, অসঙ্গতির প্রতি ভরপুর সমালোচনা করবো।’

সেই সঙ্গে তারেক রহমানের প্রতি প্রত্যাশার কথা জানিয়েছেন খায়রুল বাসার, ‘আপনি সবসময় সমালোচনাকে ভালোবাসা হিসেবেই ও সাধারণ মানুষের অস্বস্তি অস্থিরতার প্রকাশ হিসেবে গ্রহণ করবেন।’

নাজমুন মুনিরা ন্যানসি (ছবি: ফেসবুক)

‘নেতা আসছে’
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশিত হয়েছে তারেক রহমানকে নিয়ে নতুন গান ‘নেতা আসছে’। এটি গেয়েছেন নাজমুন মুনিরা ন্যান্‌সি। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন সালমান রাজ। মিজানুর রহমানের কথায় এর সুর করেছেন পলক হাসান সুমন। সংগীতায়োজনে এ এন ফরহাদ। গানটি তৈরির প্রকল্প তত্ত্বাবধান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) অন্যতম সদস্য ও একসময়ের চিত্রনায়ক হেলাল খান। ইতোমধ্যে গানটি বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকদের মাঝে সাড়া ফেলেছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ