হলিউড
সমালোচকদের তোয়াক্কা না করে ঝড় তুলেছে ‘অ্যাভাটার’

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
খ্যাতিমান পরিচালক জেমস ক্যামেরনের ব্লকবাস্টার সায়েন্স ফিকশন-অ্যাডভেঞ্চার সিরিজ ‘অ্যাভাটার’-এর তৃতীয় সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সমালোচকদের বাহবা না পেলেও দর্শকদের মন ঠিকই জয় করেছে। ফলে উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডা) বক্স অফিসের শীর্ষে আছে এটি। দিন গড়ানোর সঙ্গে বিলিয়ন ডলার ক্লাবের পথে এগিয়ে যাচ্ছে এই কিস্তি।
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির প্রথম তিন দিনে বিশ্বব্যাপী টিকিট বিক্রি থেকে পেয়েছে ৩৪ কোটি ৫০ লাখ ডলার (৪ হাজার ২১৭ কোটি টাকা)। এরমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এসেছে ৮ কোটি ৮০ লাখ ডলার (১ হাজার ৭৬ কোটি টাকা)।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত এই ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ বড় পর্দায় প্রথম তিন দিনে বিশ্বব্যাপী টিকিট বিক্রি থেকে পেয়েছিলো ৪৪ কোটি ১০ লাখ ডলার (৫ হাজার ৩৯০ কোটি টাকা)। এরমধ্যে উত্তর আমেরিকা থেকে আসে ১৩ কোটি ৪০ লাখ ডলার (১ হাজার ৬৩৮ কোটি টাকা) আয় করেছিলো। সেই তুলনায় তৃতীয় কিস্তির সংগ্রহ কিছুটা কমই বলা যায়।
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
তবে বক্স অফিসে ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজের দীর্ঘ সময় ধরে টিকে থাকার নজির রয়েছে। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ টানা সাত সপ্তাহ ধরে বক্স অফিসের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছিলো। এর ধারাবাহিকতায় আগামী কয়েক দিনে তৃতীয় কিস্তিটি বিলিয়ন ক্লাবে ঢুকে পড়বে বলে আশা করা হচ্ছে।
২০২৫ সালে প্রথম তিন দিনে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া সিনেমার তালিকায় দুই নম্বরে রয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ডিজনির অ্যানিমেটেড সিনেমা ‘জুটোপিয়া টু’ ৫৫ কোটি ৬০ লাখ ডলার (৬ হাজার ৭৯৬ কোটি টাকা) পেয়ে শীর্ষে আছে।
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার পোস্টার (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
‘অ্যাভাটার’ সিনেমার নতুন পর্বে যথারীতি ৯ ফুট লম্বা না’ভি প্রজাতির অন্যতম যোদ্ধা নেতিরি চরিত্রে জোয়ি সালদানিয়া ও মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা জ্যাক সুলি চরিত্রে অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন। সবুজ গ্রহ প্যান্ডোরায় সুলির পরিবার হুমকির মুখে পড়ে। এরমধ্যে এক নতুন শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হয় তাদের।
ডিজনির মালিকানাধীন টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওসের পরিবেশনায় গত ১৯ ডিসেম্বর সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ৪০ কোটি ডলার বাজেটে নির্মিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন কেট উইন্সলেট, সিগোর্নি উইভার, স্টিফেন ল্যাং, জিওভান্নি রিবসি, ক্লিফ কার্টিস। নতুন যুক্ত হয়েছেন স্প্যানিশ-সুইস-ব্রিটিশ অভিনেত্রী ওনা চ্যাপলিন।

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার’ প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটায়। এর ভিজ্যুয়াল-জাদু যুগান্তকারী হিসেবে বিবেচিত হয়। তৃতীয় কিস্তিতে অভিনব প্রযুক্তির মাধ্যমে জেমস ক্যামেরন থ্রিডি সিনেমাকে আরেক মাত্রায় নিয়ে গেছেন বলে মনে করেন বোদ্ধারা। কারো চোখে, এটি সত্যিকার অর্থেই মহাকাব্যিক সিনেমা। এতে কল্পনাতীত চোখ-ধাঁধানো কিছু দৃশ্য রয়েছে। কেউবা বলেছেন, এটি তিন ঘণ্টা ১৫ মিনিটের অতুলনীয় সিনেম্যাটিক আতশবাজি!
যদিও নতুন ‘অ্যাভাটার’ সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তাদের একাংশ নতুন সিনেমাটি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। শুরুতে বৈপ্লবিক পরিবর্তন দেখালেও তৃতীয় কিস্তিতে এসে এই ফ্র্যাঞ্চাইজ বিস্ময় হারিয়ে ফেলেছে বলে অভিমত সমালোচকদের। তাদের দৃষ্টিতে, এটি যেন একই ঘটনার পুনরাবৃত্তি। কারো মতে, জেমস ক্যামেরন সৃজনশীলতার কানাগলিতে আটকে আছেন। যদিও দর্শকদের মধ্যে এসবের বিরূপ প্রভাব পড়েনি!

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
জেমস ক্যামেরনের পূর্ব ঘোষণা অনুযায়ী, ২০২৯ ও ২০৩১ সালে ‘অ্যাভাটার ফোর’ ও ‘অ্যাভাটার ফাইভ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু মোট পাঁচটি ‘অ্যাভাটার’ সিনেমা নির্মাণের পরিকল্পনা থেকে সম্প্রতি তিনি কিছুটা পিছিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
১০ বছর আগে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ও ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমা দুটির পাণ্ডুলিপি চূড়ান্ত করেন জেমস ক্যামেরন। ২০১৭ সালে একসঙ্গে এগুলোর শুটিং শুরু করেন তিনি। তার বিখ্যাত সিনেমার তালিকায় আরো আছে ‘দ্য অ্যালিয়েন্স’, ‘টাইটানিক’, ‘টার্মিনেটর’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
