Connect with us

ঢালিউড

ঢালিউড ২০২৫: ব্যবসাসফল ৫, মুক্তিপ্রাপ্ত সব সিনেমার তালিকা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

২০২৫ সালে ঢালিউডের ৫ ব্যবসাসফল সিনেমার পোস্টারের কোলাজ

দেশীয় বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমায় ২০২৫ সাল কেটেছে ভালো-মন্দে। গত ১২ মাসে হাতেগোনা কয়েকটি সিনেমা ব্যবসা করতে পেরেছে ও দর্শকদের হৃদয়-পাড়ে দাগ কেটেছে। কেবল দুই ঈদেই প্রাণ ফিরে পেয়েছিলো সিনেমাহল। এর অন্যতম কৃতিত্ব ঢালিউড তারকা শাকিব খানের। ঈদুল ফিতরে তার ‘বরবাদ’ ও ঈদুল আজহায় ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে ঢালিউডে চাঙা ভাব দেখা গেছে।

নায়িকাদের মধ্যে জয়া আহসানের সর্বাধিক ৪টি সিনেমা মুক্তি পেয়েছে ২০২৫ সালে। এরমধ্যে ‘উৎসব’ ও ‘তাণ্ডব’ ব্যবসাসফল হয়েছে। অন্যদিকে ‘ফেরেশতে’ ও ‘জয়া আর শারমিন’ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ‘সাবা’ও প্রশংসিত হয়েছে।

দেশের অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স ২০২৫ সালের সালতামামি (বার্ষিক হিসাব-নিকাশ) প্রকাশ করেছে। গত বছর স্টার সিনেপ্লেক্সে দর্শকরা যত বাংলা সিনেমা উপভোগ করেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখা হয়েছে ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘দাগি’ ও ‘জংলি’। মূলত এই পাঁচ সিনেমাই গত বছর ব্যবসা করতে পেরেছে।

‘সাবা’ সিনেমার দৃশ্যে মেহজাবীন চৌধুরী (ছবি: ফিউশন পিকচার্স)

সিনেমাওয়ালা নিউজ বাছাই
ব্যবসাসফল ৫ সিনেমা: বরবাদ, উৎসব, তাণ্ডব, জংলি, দাগি।
প্রশংসিত ৫ সিনেমা:
সাবা, বলী, রিকশা গার্ল, ফেরেশতে, বাড়ির নাম শাহানা।
আলোচিত ৫ সিনেমা: দেলুপি, এশা মার্ডার, চক্কর ৩০২, জয়া আর শারমিন, অন্যদিন…।
ফ্লপ/হতাশা: অন্তরাত্মা, ইনসাফ, নীলচক্র।

২০২৫ সালে বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকা
* মধ্যবিত্ত (৩ জানুয়ারি)
পরিচালক: তানভীর হাসান। অভিনয়ে শিশির সরদার, মায়িশা প্রাপ্তি, প্রয়াত মাসুম আজিজ, বড়দা মিঠু, সমু চৌধুরী, এলিনা শাম্মি, ওমর মালিক, আমির সিরাজী, সোহেল রানা, শবনম পারভীন।

* মেকাপ (১০ জানুয়ারি)
পরিচালক: অনন্য মামুন। অভিনয়ে তারিকা আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি।

* কিশোর গ্যাং (১৭ জানুয়ারি)
পরিচালক: আব্দুল মান্নান। অভিনয়ে নীলিমা ইসলাম মুন, আয়ান সজিব, ইশতিয়াক আহমেদ সাদ, কাজী হায়াৎ, শিবা সানু, দুলারি, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর।

* রিকশা গার্ল (২৪ জানুয়ারি)
পরিচালক: অমিতাভ রেজা চৌধুরী। অভিনয়ে নভেরা রহমান, চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র, নাসির উদ্দিন খান, অশোক বেপারী, জাহাঙ্গীর আলম। অতিথি চরিত্রে সিয়াম আহমেদ।

* বলী (৭ ফেব্রুয়ারি)
পরিচালক: ইকবাল হোসাইন চৌধুরী। অভিনয়ে নাসিরউদ্দিন খান, প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম, তাহাদিল আহমেদ।

* দায়মুক্তি (৭ ফেব্রুয়ারি)
পরিচালক: বদিউল আলম খোকন। অভিনয়ে সাইমন সাদিক, সুস্মি রহমান, সুচরিতা, আবুল হায়াত, দিলারা জামান, সুব্রত।

* জলে জ্বলে তারা (১৪ ফেব্রুয়ারি)
পরিচালক: অরুণ চৌধুরী। অভিনয়ে রাফিয়াত রশিদ মিথিলা, এফ এস নাঈম, মোস্তাফিজুর নূর ইমরান, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, শাহেদ আলী, সাদিকা মালিহা শখ, ইকবাল খন্দকার।

* ময়না (১৪ ফেব্রুয়ারি)
পরিচালক: মঞ্জুরুল ইসলাম মেঘ। অভিনয়ে রাজ রিপা, আমান রেজা, কায়েস আরজু।

ঈদুল ফিতরে মুক্তি (৩০ মার্চ)
** বরবাদ: মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শ্যাম ভট্টাচার্য, মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, নাদের চৌধুরী, জাহিদ ইসলাম, মানব সাচদেব, রিয়া গাঙ্গুলী। আইটেম গানে নেচেছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান।
** জংলি: এম. রাহিমের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, শিশুশিল্পী নৈঋতা, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু, মনির আহমেদ শাকিল, জাহিদ ইসলাম, সুব্রত।
** দাগি: শিহাব শাহীনের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, মিলি বাশার।
** চক্কর ৩০২: শরাফ আহমেদ জীবনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিন জাহান, ইন্তেখাব দিনার, মৌসুমী নাগ, রওনক হাসান, সুমন আনোয়ার, শাশ্বত দত্ত, রীকিতা নন্দিন শিমু, সারা আলম, আহমেদ গোলাম দোস্তগির শান, ফারজানা বুশরা, আরিয়ান সরোয়ার, জান্নাতুন নূর মুন, ডিকন নূর, শাহাদাত খান।
** অন্তরাত্মা: ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, দর্শনা বণিক, শাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরী, অরুণা বিশ্বাস, এস এম মহসীন, মারুফ খান।
** জ্বীন-৩: কামরুজ্জামান রোমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন সজল নূর, নুসরাত ফারিয়া, তানিয়া আহমেদ, আহসানুল হক মিনু, নাদের চৌধুরী, হারুন রশিদ, মোস্তফা হীরা।

* জয়া আর শারমিন (১৬ মে)
পরিচালক: পিপলু আর. খান। অভিনয়ে জয়া আহসান, মহসিনা আক্তার, তানজিম সাইয়ারা তটিনী।

‘ইনসাফ’ সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ (ছবি: তিতাস কথাচিত্র)

ঈদুল আজহায় মুক্তি (৭ জুন)
** তাণ্ডব: রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজুল ইসলাম, রাকিব হোসেন ইভন, নাওভি। অতিথি চরিত্রে আফরান নিশো ও সিয়াম আহমেদ।
** উৎসব: তানিম নূরের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।
** ইনসাফ: সঞ্জয় সমদ্দার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম।
** নীলচক্র: মিঠু খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার।
** টগর: আলোক হাসান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ, পূজা চেরি, আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল।
** এশা মার্ডার-কর্মফল: সানী সানোয়ারের পরিচালনায় এতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, নিবিড় আদনান, মিশা সওদাগর, ফারুক আহমেদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু।

* অন্যদিন… (১১ জুলাই)
পরিচালক: কামার আহমাদ সাইমন।

* আলী (১৮ জুলাই)
পরিচালক: বিপ্লব হায়দার। অভিনয়ে ইরফান সাজ্জাদ, মিলিতা মেহজাবিন অর্পা, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, ক্রিস্টিয়ানো তন্ময়, মো. ইকবাল।

* উড়াল (১ আগস্ট)
পরিচালক: জোবায়দুর রহমান। অভিনয়ে মাহাফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কেএম আব্দুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুল।

* জলরঙ (৮ আগস্ট)
পরিচালক: কবিরুল ইসলাম রানা। অভিনয়ে সাইমন সাদিক, উষ্ণ হক, কায়েস আরজু, শহীদুজ্জামান সেলিম।

* ডট (৫ সেপ্টেম্বর)
পরিচালক: বড়ুয়া সুনন্দা কাঁকন। অভিনয়ে বড়ুয়া মনোজিত ধীমন।

* আমার শেষ কথা (৫ সেপ্টেম্বর)
পরিচালক: কাজী মোহাম্মদ ইসলাম। অভিনয়ে জয় চৌধুরী ও কাজী জারা।

* নন্দিনী (১২ সেপ্টেম্বর)
পরিচালক: সোয়াইবুর রহমান রাসেল। অভিনয়ে নাজিরা মৌ, ইন্দ্রনীল সেনগুপ্ত, ফজলুর রহমান বাবু, কাজী আসিফ, আব্দুল্লাহ রানা, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহর, সাঈদ বাবু, আনন্দ খালেদ, সঞ্চিতা দত্ত, আজম খান, মো. ইকবাল হোসেন, নিকুল কুমার মণ্ডল, নার্গিস, লীনা আহমেদ, শেলী আহসান।

* ফেরেশতে (১৯ সেপ্টেম্বর)
পরিচালক: মর্তুজা অতাশ জমজম। অভিনয়ে জয়া আহসান, সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।

* বাড়ির নাম শাহানা (১৯ সেপ্টেম্বর)
পরিচালক: লিসা গাজী। অভিনয়ে আনান সিদ্দিকা, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী, মুগ্ধতা মোরসেদ, হৃদ্ধি আরিফ ইসলাম।

* সাবা (২৬ সেপ্টেম্বর)
পরিচালক: মাকসুদ হোসেন। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মোস্তফা মন্ওয়ার।

* স্বপ্নে দেখা রাজকন্যা (২৬ সেপ্টেম্বর)
পরিচালক: মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয়ে আদর আজাদ, নিশাত সালওয়া, আলীরাজ, মৌসুমী আক্তার মিথিলা, প্রয়াত সাংকো পাঞ্জা, শামীম খান চিকন আলী, রেবেকা, মারুফ আকিব, সুব্রত ফারদিন, শিমুল খান, আমিন সরকার।

* উদীয়মান সূর্য (২৬ সেপ্টেম্বর)
পরিচালক: এস. এম. শফিউল আযম। অভিনয়ে সাদমান সামীর, তুলি রহমান, সুব্রত, আমিরুল ইসলাম, আবিদ রেহান, গুলশান আরা পপি, শাহেলা, সোহেল রশিদ, শিশির, আসলাম আলি, আবু জাফর, বিপুল রহমান, সাজু আহম্মেদ, আহম্মেদ সাজু, তৌফিক ডলার, সাদিয়া, জুলি, আপন, মিষ্টি, আজম খান, আমিরুল ইসলাম আওরাদ, আজাদ।

* ব্যাচেলর ইন ট্রিপ (৩ অক্টোবর)
পরিচালক: নাসিম সাহনিক। অভিনয়ে সজল নূর, কায়েস আরজু, শিরিন শিলা, কচি খন্দকার, তারেক মাহমুদ, সুবর্ণা সাঈদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, আফফান মিতুল।

* বান্ধব (৩ অক্টোবর)
পরিচালক: সুজন বড়ুয়া। অভিনয়ে মৌ খান, গাজী রাকায়েত, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান।

* ডাইরেক্ট অ্যাটাক (১৭ অক্টোবর)
পরিচালক: সাদেক সিদ্দিকী। অভিনয়ে আমিন খান, পপি, ইমন, শিরিন শীলা, হেলাল খান, রিপা, অনিক রহমান অভি।

* সাত ভাই চম্পা আদি পার্ট-১ ও পার্ট-২ (১৭ অক্টোবর)
পরিচালক: রিপন নাগ। অভিনয়ে কাজী নওশাবা আহমেদ, শানারেই দেবী শানু, দিলরুবা দোয়েল, মুনমুন আহমেদ, আহমেদ শরীফ, মানস বন্দ্যোপাধ্যায়, অমিত সিনহা।

* কন্যা (২৪ অক্টোবর)
পরিচালক: মোহাম্মদ রফিকুল ইসলাম খান। অভিনয়ে ইরা শিকদার, রাশেদ মুর্শেদ, শামীম, কাজী হায়াৎ, রেবেকা রউফ, আরিয়ান শুভ, ইলিন সাথী, মারুফ।

* বেহুলা দরদী (৩১ অক্টোবর)
পরিচালক: সবুজ খান। অভিনয়ে ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, সূচনা সিকদার, আশরাফুল আশীষ, আফফান মিতুল, শেখ মেরাজুল ইসলাম, আজিজুন মিম।

* দেলুপি (৭ নভেম্বর)
পরিচালক: মোহাম্মদ তাওকীর ইসলাম। অভিনয়ে চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেন।

* সাউন্ড অব সাইলেন্স (৭ নভেম্বর)
পরিচালক: ইমন সাহা। অভিনয়ে সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম।

* মন যে বোঝে না (৭ নভেম্বর)
পরিচালক: আয়েশা সিদ্দিকা। অভিনয়ে আরিফিন শুভ ও তমা মির্জা।

* গোঁয়ার (১৪ নভেম্বর)
পরিচালক: রকিবুল আলম। অভিনয়ে রাসেল মিয়া, জলি, মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর, বড়দা মিঠু।

* খিলাড়ি (১২ ডিসেম্বর)
পরিচালক: মো. শফিউল্লাহ। অভিনয়ে জারা জামান, নানা শাহ, শাহেন শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলি, আনোয়ার হোসেন, তানভীর শেখ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ