Connect with us

গান বাজনা

আলোচিত গান ২০২৫: ‘গুলবাহার’, ‘চাঁদ মামা’, ‘লিচুর বাগানে’সহ তালিকায় কোনগুলো

দেশীয় সংগীতাঙ্গনে ২০২৫ সালে প্রকাশিত হয়েছে বিভিন্ন ধাঁচের বাংলা গান। সারাবছর অডিও, সিনেমা, ওটিটি কন্টেন্ট ও নাটকের জন্য সৃষ্টি হওয়া এসব কাজের মধ্যে কিছু সুর, তাল, ছন্দ ও কথামালায় মেতেছেন শ্রোতারা। গত কয়েক বছরের ধারাবাহিকতায় যথারীতি সিনেমার গান বেশি সাড়া পেয়েছে। পাশাপাশি সংগীতপ্রেমীদের মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছে অন্যান্য মাধ্যমের জন্য তৈরি হওয়া গান। এছাড়া কোক স্টুডিও বাংলার গান নিয়ে দর্শক-শ্রোতাদের আগ্রহ ছিলো লক্ষণীয়। সবক’টির মধ্য থেকে বছরের আলোচিত গানের তালিকা করেছে সিনেমাওয়ালা নিউজ।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘গুলবাহার’ গানে ঈশান মজুমদার ও শুভেন্দু দাস শুভ (ছবি: ইউটিউব)

গুলবাহার
ঢাকার অলিগলির কথা বলা ‘গুলবাহার’ গানটি শ্রোতাদের আনন্দে ভাসিয়েছে। এর কথা লিখেছেন ও সুর করেছেন ঈশান মজুমদার। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন শুভেন্দু দাস শুভ। গানটির সংগীতায়োজনে ব্যানজো ও গিটার বাজিয়েছেন শুভেন্দু। ঈশান বাজিয়েছেন হারমোনিয়াম, ডুবকি ও খমক। ইউটিউবে ঈশান-এর গান চ্যানেলে এটি মুক্তি পায় ১৭ মে। এর ভিউ ছাড়িয়েছে তিন কোটি ৩০ লাখ। টিকটকে ২০২৫ সালে বাংলাদেশে সার্চের শীর্ষে থাকা গানগুলোর মধ্যে রয়েছে ‘গুলবাহার’।

‘মন গলবে না’ মিউজিক ভিডিওতে তাসনিয়া ফারিণ (ছবি: ফড়িং ফিল্মস)

মন গলবে না
অভিনেত্রী তাসনিয়া ফারিণ নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফড়িং ফিল্মস থেকে এনেছেন ‘মন গলবে না’ গানটি। তিনিই গেয়েছেন এটি। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। তিনিও এতে কণ্ঠ দিয়েছেন। এর মিউজিক ভিডিওতে নেচেছেন ফারিণ। এছাড়া ইমরানকে দেখা গেছে কিছুক্ষণ। গানটির কথা লিখেছেন কবির বকুল। গত ৪ ডিসেম্বর মুক্তির পর ইউটিউবে ইমরান মাহমুদুল চ্যানেলে গানটির ভিউ ৩৫ লাখ ও তাসনিয়া ফারিণ চ্যানেলে ৩ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। গত বছর তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হবো’ গানের সাফল্যের পর এবার ‘মন গলবে না’র সুবাদে আলোচনায় ছিলেন তাসনিয়া ফারিণ।

ময়না
কোনাল ও নিলয়ের গাওয়া ‘ময়না’ গানের মাধ্যমে প্রথমবার মিউজিক ভিডিওতে নেচেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার পাশাপাশি অভিনয় করেছেন অভিনেতা-নির্মাতা শরাফ আহমেদ জীবন। গত ২৯ জুলাই ইউটিউবে গানচিল মিউজিক চ্যানেলে প্রকাশের পর এর ভিউ পেরিয়ে গেছে ৬২ লাখ। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন।

অন্যান্য স্বাধীন গান
সাইফ জোহানের কথা, সুর ও গাওয়া ‘কিছু মানুষ মরে যায় পঁচিশে’ গানটি প্রশংসিত হয়েছে। ইউটিউবে তার চ্যানেলে এর লিরিক্যাল ভিডিও গত ১৮ জুলাই মুক্তির পর ২ কোটি ১০ লাখ ভিউ পেরিয়েছে।

দিলশাদ নাহার কনা ও নিশের গাওয়া ‘মেহেন্দি’ গানের মিউজিক ভিডিও গত ৫ ডিসেম্বর ইউটিউবে কাইনেটিক মিউজিক চ্যানেলে প্রকাশিত হয়। এটি ৫৫ লাখ ভিউ পেয়েছে। গান গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে দুই কণ্ঠশিল্পীকে নাচতে দেখা গেছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সানজয়। এর কথা লিখেছেন বাঁধন ও জামশেদ চৌধুরী।

সংগীতশিল্পী সৈয়দ অমির সুর করা ও গাওয়া ‘পরী পাইছি রে’ গানের মিউজিক ভিডিও চলতি বছরের ২ জানুয়ারি ইউটিউবে তার চ্যানেলে প্রকাশের পর ১ কোটি ৭৪ লাখের বেশি ভিউ পেয়েছে। এর কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর, সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ।

তানভীর ইভানের কথা, সুর-সংগীত ও কণ্ঠে ‘শূন্য’র অডিও সংস্করণ ইউটিউবে তার চ্যানেলে প্রকাশিত হয় গত ২৩ মে। এর ভিউ পেরিয়েছে ১ কোটি ৩০ লাখ।

কণ্ঠশিল্পী লুইপার গাওয়া ‘চুড়ি ছাম ছাম’ গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয় গত ১৬ নভেম্বর। ইউটিউবে লুইপা চ্যানেলে এর ভিউ ৮৭ লাখ ছাড়িয়েছে। সিফাত আব্দুল্লাহ আবিরের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তানভীর। মিউজিক ভিডিওতে অভিনেত্রী রোকাইয়া জাহান চমকের পাশাপাশি নেচেছেন গায়িকা লুইপা।

প্রীতম হাসান (ছবি: ফেসবুক)

‘চাঁদ মামা’য় ‘বরবাদ’
২০২৫ সালে ‘বরবাদ’ সিনেমার প্রায় সব গান আলোচিত হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে ‘চাঁদ মামা’। নিজের সুর-সংগীতে এটি গেয়েছেন প্রীতম হাসান। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। ইউটিউবে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসান চ্যানেল দুটিতে গত ২৮ মার্চ প্রকাশিত গানটির ভিউ ১৬ কোটি ১০ লাখ পেরিয়েছে। টিকটকে ২০২৫ সালে বাংলাদেশে সার্চের শীর্ষে থাকা গানগুলোর মধ্যে রয়েছে ‘চাঁদ মামা’।

দোলা রহমান (ছবি: ফেসবুক)

‘বরবাদ’ সিনেমার অন্যান্য গানের মধ্যে জি.এম. আশ্রাফের কথা, সুর ও কণ্ঠে ‘নিঃশ্বাস’ গত ২৪ মার্চ প্রকাশের ৫ কোটি ভিউ (সংগীতায়োজনে আদিব কবির), নোবেলের গাওয়া ‘মহামায়া’ (কথা: সোমেশ্বর অলি, সুর: খায়রুল ওয়াসি, সংগীতায়োজনে আমজাদ হোসেন) গত ১৪ এপ্রিল প্রকাশের পর ১ কোটি ৮১ লাখ, প্রীতম হাসানের সুর ও কণ্ঠে ‘দ্বিধা’ (কথা: ইনামুল তাহসিন) গত ১৪ মার্চ প্রকাশের পর ৭৪ লাখ, ইমরান মাহমুদুল ও কোনালের গাওয়া ‘মায়াবী’ (কথা: ঋতাম সেন, সুর-সংগীত: রথিজিৎ ভট্টাচার্য) গত ৩১ মার্চ প্রকাশের পর ১ কোটি ৩০ লাখ, খায়রুল ওয়াসির সুর-সংগীত ও কণ্ঠে ‘জিন্দা’ (কথা: সোমেশ্বর অলি) গানের লিরিক্যাল ভিডিও গত ১০ মে প্রকাশের পর ১৬ লাখ ভিউ পেয়েছে।

লিচুর বাগানে
শাকিব খান ও সাবিলা নূর অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার গান ‘লিচুর বাগানে’ ইউটিউবে গত ২ জুন প্রকাশের পর চরকি, এসভিএফ ও দীপ্ত টিভি চ্যানেল মিলিয়ে ৫ কোটি ৮৯ লাখ ভিউ পেয়েছে। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন জেফার রহমান, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। গানটির কথা লিখেছেন সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদি আনসারি ও ইনামুল তাহসিন।

ইমরান মাহমুদুল (ছবি: ফেসবুক)

কন্যা
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও অভিনেতা সজল নূর অভিনীত ‘জ্বীন-৩’ সিনেমার গান ‘কন্যা’ ইউটিউবে গত ১৮ মার্চ প্রকাশের পর জাজ মাল্টিমিডিয়া ও ইমরান মাহমুদুল চ্যানেল দুটি মিলিয়ে ৯ কোটি ২০ লাখ ভিউ পেয়েছে। এটি গেয়েছেন ও সুর-সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

হাবিব ওয়াহিদ (ছবি: ফেসবুক)

কোক স্টুডিও বাংলার ‘মহা জাদু’
বছরখানেকের বেশি সময় পর গত আগস্টে ইউটিউবে ফিরেছে ‘কোক স্টুডিও বাংলা’র তৃতীয় মৌসুম। শুরুতে ‘বাজি’ (হাশিম মাহমুদ, ইমন চৌধুরী), এরপর একে একে প্রকাশিত হয়েছে অংকন ও আফরিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’ (কথা: প্রগতা নাওহা, সুর-সংগীত: শুভেন্দু দাস শুভ), হাবিব ওয়াহিদ ও তাজিক গায়িকা মেহরনিগরি রুস্তমের ‘মহা জাদু’ (কথা: বাউল শাহ খৈয়াজ মিয়া, সৈয়দ গাওসুল আলম শাওন ও হাদিস দেহগান), সুর-সংগীত হাবিব ওয়াহিদ), মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের গান ‘আমার প্রিয়া ক্যাফে’ এবং ১৯৬৪ সালে প্রকাশিত রবার্ট গেইটস ও এডি পালমিয়েরি সুরারোপিত জ্যাজ গান ‘ক্যাফে’র সংমিশ্রণে ‘ক্যাফে’ (কণ্ঠ: আভাস ব্যান্ডের তানযীর তুহীন, গৌরব চট্টোপাধ্যায় ও ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস), রুনা লায়লার কণ্ঠে জনপ্রিয় সুফিগান ‘মাস্ত কালান্দার’।

সবচেয়ে বেশি প্রায় ৫ কোটি ভিউ পেয়েছে ‘মহা জাদু’। অন্য গানগুলোর মধ্যে ‘লং ডিসট্যান্স লাভ’ ৪ কোটি ৬০ লাখ, ‘মাস্ত কালান্দার’ ১ কোটি ৪০ লাখ, ‘বাজি’ ১ কোটি ১০ লাখ ও ‘ক্যাফে’ ১ কোটি ভিউ পেরিয়েছে। ‘কোক স্টুডিও বাংলা’র মিউজিক কিউরেটর হিসেবে যথারীতি ছিলেন শায়ান চৌধুরী অর্ণব।

দিলশাদ নাহার কনা (ছবি: শিথিল রহমান)

নাটকের গান
হাবিব-ন্যান্‌সি জুটির ‘আমার দিনগুলো সব যায় হারিয়ে আঁধারে’ (হৃদয়ের কথা) গত ৮ জুন ও ৫ জুলাই প্রকাশের পর ইউটিউবে সুলতান এন্টারটেইনমেন্ট ও সুলতান মিউজিক চ্যানেল মিলিয়ে ৩ কোটি ভিউ পেরিয়েছে। এর কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীতায়োজনে ইমরান মাহমুদুল।

দিলশাদ নাহার কনা ও সজীব দাসের কণ্ঠে ‘যদি মনটা করি চুরি’ (আশিকি) গত ৯ জুন ইউটিউবে সিএমভি মিউজিক চ্যানেলে প্রকাশের পর ১ কোটি ৭০ লাখ ভিউ পেয়েছে। এর কথা লিখেছেন সালাউদ্দিন সাগর, সুর ও সংগীতায়োজনের সজীব দাস।

রেহান রসুল ও অবন্তী সিঁথির গাওয়া ‘এত প্রেম এত মায়া’ (মন দুয়ারী) গত ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে সিএমভি মিউজিক চ্যানেলে প্রকাশের পর ৭৩ লাখ ভিউ ছাড়িয়েছে। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীতায়োজনে সাজিদ সরকার।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ