শুভেচ্ছা
‘আমরা একটি ফুটফুটে কন্যাসন্তানকে আশীর্বাদ হিসেবে পেয়েছি’

সালহা খানম নাদিয়া (ছবি: ফেসবুক)
অভিনেত্রী সালহা খানম নাদিয়া প্রথমবার মা হলেন। আজ (১ জানুয়ারি, ২০২৬) তার কোল জুড়ে এসেছে একটি কন্যাসন্তান। তার নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’। মা ও মেয়ে উভয়ে সুস্থ আছে।
স্বামী সালমান আরাফাতের সঙ্গে তোলা একটি ছবি বছরের প্রথম দিনের সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবরটি দিয়েছেন সালহা খানম নাদিয়া। মা হওয়ার খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘আল্লাহর রহমতে আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমরা একটি ফুটফুটে কন্যাসন্তানকে (মেহরোজ নূর সানাহ) আশীর্বাদ হিসেবে পেয়েছি। আল্লাহ তাকে রক্ষা করুন, তাকে পথ দেখান ও তার জীবনকে ঈমান, ভালোবাসা আর অফুরান সুখে ভরে দিন। অনুগ্রহ করে আমাদের ছোট্ট রাজকন্যাকে আপনাদের দোয়ায় রাখুন।’

সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাত (ছবি: সাকিন ফটোগ্রাফি)
সালহা খানম নাদিয়ার পোস্ট করা ছবিতে দেখা গেছে, ফুলেভরা গাছের সান্নিধ্যে সালমান আরাফাতের সঙ্গে দাঁড়িয়ে আছেন তিনি। তার কপালে চুম্বন করছেন স্বামী। আর গর্ভধারণের আলট্রাসনোগ্রামের স্ক্যান কপি হাত দিয়ে ধরে আছেন দু’জনে।

সালহা খানম নাদিয়া (ছবি: বিএসআর ফটোগ্রাফি)
মা হওয়ায় সালহা খানম নাদিয়াকে অভিনন্দন জানিয়েছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও বিনোদন অঙ্গনের অনেকে।

সালমান আরাফাত ও সালহা খানম নাদিয়া (ছবি: ক্রিয়েটিভ ফ্রেম)
২০২৪ সালের ২১ জুন বিয়ের বন্ধনে জড়ান সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাত। কন্যাসন্তানকে পেয়ে তাদের পরিবারে এখন খুশির ফোয়ারা!

সালহা খানম নাদিয়া (ছবি: ফেসবুক)
দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। এছাড়া ‘ড্রেসিং টেবিল’ ও ‘আইসক্রিম’ সিনেমায় দেখা গেছে তাকে। ওটিটিতে তার কাজের তালিকায় আছে ভিকি জাহেদ পরিচালিত ‘রেডরাম’ ফিল্ম। কলকাতায় ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি সিনেমায় কাজ করেছেন এই নায়িকা। সালমান আরাফাত নাটক ও বিজ্ঞানপচিত্রে নিয়মিত কাজ করেন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
