স্টার জোন
ফিরলেন সালমান মুক্তাদির, ‘আমি যদি রাজনীতিবিদ হতাম’ ভাইরাল

সালমান মুক্তাদির (ছবি: স্যালমন দ্য ব্রাউনফিশ)
ভার্চুয়াল দুনিয়ার আলোচিত একটি নাম সালমান মুক্তাদির। একযুগের বেশি সময় আগে ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পথচলা শুরু করেন তিনি। পরে টিকটক ও ইনস্টাগ্রামে নিয়মিত পাওয়া গেছে তাকে। ভিন্নরকম ভাবনা ও খোলামেলা কথা বলায় দ্রুত জনপ্রিয়তা ধরা দেয় তার হাতে। ইউটিউবে এই তরুণের ‘স্যালমন দ্য ব্রাউনফিশ’ চ্যানেলের কন্টেন্টগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মাঝে তিন বছর বিরতি নিয়েছিলেন তিনি। তবে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউটিউবে ফিরেই নজর কেড়েছেন সালমান মুক্তাদির। ইতোমধ্যে তার নতুন কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
‘স্যালমন দ্য ব্রাউনফিশ’ চ্যানেলে গতকাল (২ জানুয়ারি, ২০২৬) অবমুক্ত হওয়া নতুন কন্টেন্টের শিরোনাম, ‘ইফ আই ওয়্যার অ্যা পলিটিশিয়ান’ (আমি যদি রাজনীতিবিদ হতাম)। এতে ব্যবহৃত হয়েছে ‘এই মুহূর্তে দরকার, মুক্তাদিরের সরকার’ স্লোগান। মূলত বাংলাদেশের রাজনীতিবিদদের দেওয়া প্রতিশ্রুতির ধরন ও ক্ষমতায় থাকাকালে সেসব বেমালুম ভুলে যাওয়ার প্রবণতাকে বিদ্রুপ করা হয়েছে এই কন্টেন্টে। এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ৭ লাখ বার। এতে ৫০ হাজারের বেশি লাইক পড়েছে। আর ৪ হাজারের বেশি মন্তব্য এসেছে।
ফেসবুকে ভিডিওটি পোস্ট করে সালমান মুক্তাদির লিখেছেন, ‘মুক্তাদিরের সরকার পাল্টে দিলো বাংলাদেশের রাজনৈতিক রূপ। দেশব্যাপী প্রশান্তির ছায়া, জনগণের মুখে হাসি আর আনন্দ।’
‘আমি যদি রাজনীতিবিদ হতাম’ কন্টেন্টটি ইউটিউবের চেয়ে ফেসবুকে কয়েক গুণ বেশি (৮৫ লাখ) ভিউ পেয়েছে। ফেসবুকে এটি শেয়ার হয়েছে ২৭ হাজার বার। বোঝাই যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সালমান মুক্তাদিরের নতুন কন্টেন্ট তুমুল আলোচনার খোরাক জুগিয়েছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রমের বিদ্রুপও স্থান পেয়েছে এতে। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টার পেঁয়াজ-আলু নিয়ে মন্তব্য, বিভিন্ন সড়কের নাম ও পুলিশের পোশাক পরিবর্তন।

সালমান মুক্তাদির (ছবি: স্যালমন দ্য ব্রাউনফিশ)
২০১২ সালে নিজের নোকিয়া এন৯৫ দিয়ে গিটার বাজিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন সালমান মুক্তাদির। ইউটিউব চ্যানেলের নাম রাখেন ‘স্যালমন দ্য ব্রাউনফিশ’। শুরু থেকেই বিতর্ক ও সমালোচনা তার ছায়াসঙ্গী। প্রায়ই রাজনীতি ও সামাজিক নীতি-নৈতিকতা নিয়ে খোলাখুলি কথা বলায় নেতিবাচক মন্তব্য ও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবু কখনো দমে যাননি তিনি। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত সালমান মুক্তাদির গান গেয়ে থাকেন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
