Connect with us

ঢালিউড

‘যাদুর বাঁশী’র চিত্রগ্রাহক-পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আব্দুল লতিফ বাচ্চু (জন্ম: ১৯৪২ সালের ৯ জানুয়ারি, মৃত্যু: ৪ জানুয়ারি ২০২৬)

স্বনামধন্য চিত্রগ্রাহক ও সিনেমা পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ (৪ জানুয়ারি, ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। 

দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন আব্দুল লতিফ বাচ্চু। ফুসফুসে সংক্রমণ ছাড়াও ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগতে হয়েছে তাঁকে। উন্নত চিকিৎসার জন্য গত বছরের জুলাইয়ে দেশের বাইরে গিয়েছিলেন তিনি। আজ সন্ধ্যায় তাঁর শরীরে একটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিলো। কিন্তু দুপুরেই গুণী এই ব্যক্তিত্ব চলে গেলেন না ফেরার দেশে।

আব্দুল লতিফ বাচ্চুর শ্যালক প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু জানান, আজ সকাল থেকে অসুস্থ বোধ করায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করলেও শেষ রক্ষা হয়নি।

জানা গেছে, আব্দুল লতিফ বাচ্চুর তিন ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তাঁদের দেশে ফেরা পর্যন্ত বাবার মরদেহ থাকবে হাসপাতালের হিমঘরে। ছেলেদের ফেরার পর দাফনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আব্দুল লতিফ বাচ্চুর মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি।

১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। দেশ স্বাধীনের আগে ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’ সিনেমায় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমায় চিত্রগ্রাহক হিসেবে একক ক্যারিয়ার শুরু হয় তাঁর। স্বাধীনতার পর চিত্রা জহিরের প্রযোজনা ও কাজী জহিরের পরিচালনায় ‘অবুঝ মন’ সিনেমার চিত্রগ্রহণ করেন তিনি। বড় প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে কালজয়ী অনেক সিনেমার ক্যামেরা চালিয়েছেন গুণী মানুষটি।

আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত কিছু সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। ‘বলবান’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান তিনি। এটি ছিলো অভিনেতা জাহিদ হাসানের অভিষেক সিনেমা। আব্দুল লতিফ বাচ্চুর হাত ধরে ‘নতুন বউ’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আসেন ছোটপর্দার তারকা সুবর্ণা মুস্তাফা। এ তালিকায় রয়েছে ‘যাদুর বাঁশী’, ‘দ্বীপকন্যা’, ‘মিস্টার মাওলা’, ‘প্রতারক’, ‘স্বামীর ঘর’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার (আহমদ জামান চৌধুরী), শ্রেষ্ঠ সুরকার (আজাদ রহমান) ও শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (রুনা লায়লা) বিভাগে ট্রফি জেতে ‘যাদুর বাঁশী’।

আব্দুল লতিফ বাচ্চু দীর্ঘদিন সিনেমাটোগ্রাফারদের সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। বর্ষীয়ান চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। সর্বশেষ তিনি বাংলাদেশ চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ