নাটক
‘সম্পর্কের গল্প’ দেখে কেন কাঁদছেন দর্শকরা

‘সম্পর্কের গল্প’র দৃশ্যে তানজিম সাইয়ারা তটিনী ও ফারহান আহমেদ জোভান (ছবি: সিনেমাওয়ালা)
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’ দর্শকদের হৃদয় ছুঁয়েছে। পারিবারিক গল্পনির্ভর এই কন্টেন্ট দেখে অনেকে কেঁদেছেন। পারিবারিক সম্পর্কের টান, আবেগ, অভিমান, ভুল আর ভালোবাসার এই গল্পে নিজেদের খুঁজে পেয়েছেন দর্শকরা।সোশ্যাল মিডিয়ায় বাংলা নাটককেন্দ্রিক বিভিন্ন গ্রুপ ও পেজে এটি নিয়ে তুমুল আলোচনা চলছে। অনেকে নিজেদের পেজ ও প্রোফাইলে এর ভূয়সী প্রশংসা করেছেন। ‘সম্পর্কের গল্প’র সুবাদে নতুন বছর দারুণভাবেই শুরু হলো নির্মাতা রাজসহ সংশ্লিষ্টদের।
গত ঈদুল ফিতরে দর্শকদের মন জয় করে ‘তোমাদের গল্প’। ২০২৫ সালে বাংলা ফিকশনের মধ্যে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে এটাই। এখন পর্যন্ত এর ভিউ সংখ্যা ৩ কোটি ৭৩ লাখের বেশি। ‘তোমাদের গল্প’র দারুণ সাফল্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘গল্প’ সিরিজের নতুন নির্মাণ ‘সম্পর্কের গল্প’। গত ১০ জানুয়ারি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। এর দৈর্ঘ্য প্রায় দুই ঘণ্টা।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘সম্পর্কের গল্প’ মুক্তির ৫ ঘণ্টা ৩৫ মিনিটেই ১ মিলিয়ন ভিউ পেয়েছে। ৯ ঘণ্টা ৩৭ মিনিটে এই সংখ্যা ছাড়িয়েছে দুই মিলিয়নের ঘর। ১৩ ঘণ্টা ৩১ মিনিটে এটি ভিউ পেয়েছে তিন মিলিয়ন। ২৪ ঘণ্টা পর সেটি দাঁড়ায় ৬ মিলিয়ন। দুই দিনে ৮০ লাখ বার দেখা হয়েছে এটি। তিন দিনেই রেকর্ড কোটি ভিউ পেয়েছে ‘সম্পর্কের গল্প’। ইউটিউবে মন্তব্য এসেছে ২১ হাজারের বেশি।

‘সম্পর্কের গল্প’র শুটিংয়ে ইসরাত, ফারহান আহমেদ জোভান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: সিনেমাওয়ালা)
‘সম্পর্কের গল্প’ দেখে ফেসবুকে অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে বাংলা নাটক গ্রুপে লাবণ্য আক্তার জেনি লিখেছেন, “শেষ ২০ মিনিট এতো আবেগপ্রবণ ছিলো যে, চোখের কোণে জল আসতে বাধ্য। ‘সম্পর্কের গল্প’র হাহাকার করা কিছু দৃশ্য হৃদস্পন্দন থামিয়ে দিলো।”
নাটক লাভার্স গ্রুপে আহসানুল হক জয় নামের একজন লিখেছেন, ‘এটি এমন একটি ফিল্ম, যেটা দেখে শেষ করার পর কিছু সময় মন ভারী থাকে। নিজের সম্পর্ক, নিজের মানুষগুলোর কথা মনে পড়ে। আর এই অনুভূতিটাই হয়তো এই ফিল্মের সবচেয়ে বড় সাফল্য। পরিবারের বড়দের ভূমিকা যেভাবে দেখানো হয়েছে, সেটা খুব চেনা। গল্পের ভেতরে একটা মায়া আছে। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প বলার ধরন আন্তরিক লেগেছে।’

‘সম্পর্কের গল্প’র দৃশ্যে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিনেমাওয়ালা)
জাকিয়া সুলতানা শিল্পী নামের একজন নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে নাগরিক জীবনের জটিলতা আর গ্রামীণ স্নিগ্ধতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। সম্পর্কের টানাপোড়েন আর ভালোবাসার এই ধ্রুপদী রূপায়ন যেন এক পশলা নস্টালজিক বৃষ্টি।’
স্টার সিনেগল্প পেজে লেখা হয়েছে, “বর্তমান সময়ের নাট্যনির্মাতাদের মধ্যে পারিবারিক গল্পকে সবচেয়ে বেশি বাস্তবসম্মত ও আবেগপ্রবণভাবে তুলে ধরতে পারেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার নির্মাণে একটা ঘরোয়া অনুভূতি থাকে, যা দর্শকের সঙ্গে খুব সহজেই সংযোগ ঘটায়। ‘সম্পর্কের গল্প’ ঠিক তেমনই একটি মন ছুঁয়ে যাওয়া কাজ।”

‘সম্পর্কের গল্প’র দৃশ্যে এমএনইউ রাজু ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিনেমাওয়ালা)
মহিন খান নামের একজন লিখেছেন, ‘চমৎকার গল্প। মুগ্ধ হয়ে দেখলাম। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, আপনি একজন ম্যাজিশিয়ান।’ রনি সিকদার জিতু নামের একজন লিখেছেন, “দিনশেষে পরিবার আর প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই জীবনের সঞ্চয়, ‘সম্পর্কের গল্প’ দেখে এসব বুঝলাম।” রাজকে ধন্যবাদ জানিয়ে মো. নিজাম উদ্দিন নামের একজন লিখেছেন, ‘কিছু গল্প দেখে চোখ ভেজে না, বুকটাই কেঁপে ওঠে। আজ সেটাই হলো।’
রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’, ‘এটা আমাদেরই গল্প’ ও ‘সম্পর্কের গল্প’ কাজ তিনটির নাম উল্লেখ করে রহমান মাসুদ, আব্দুল আলিম, মোহাম্মদ লোকমান ও অতশি পৃথকভাবে পোস্ট দিয়ে প্রশংসা করেছেন। অতশি যোগ করেছেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজ চারপাশের গল্পগুলো যেভাবে পর্দায় তুলে ধরেন, মনে হয় আমরা নিজেরাই সেই গল্পগুলোর ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। এতো সুন্দর উপস্থাপনা, এতো বাস্তব অনুভূতি; প্রতিটি নাটক মন ছুঁয়ে যায়।’

‘সম্পর্কের গল্প’র দৃশ্যে মনিরা মিঠু ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিনেমাওয়ালা)
‘সম্পর্কের গল্প’তে মনিরা মিঠুর অভিনয় দর্শকদের কাঁদাচ্ছে। তাই তিনি এখন প্রশংসায় ভাসছেন। সিনেগল্প পেজে লেখা হয়েছে, “ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’তে সবটুকু আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন মনিরা মিঠু। তটিনীও বেশ ভালো করেছেন, বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলো দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি। দিলারা জামান আর জোভানের অভিনয়ও মন ভরিয়েছে।”
ফারজানা টুম্পা নামের একজন লিখেছেন, “আম্মুর দেখাদেখি আমি কৌতূহল নিয়ে বসে এই ইউটিউব ফিল্ম দেখলাম। বেশ গোছানো সুন্দর গল্প। পরিবারের জেদের কাছে কতো সুন্দর সম্পর্ক বিলীন হয়ে যায়, এ যেন তারই প্রতিচ্ছবি। বিশেষ করে শেষে মনিরা আক্তার মিঠুর কান্না দেখে আম্মু তো হেঁচকি তুলে কাঁদলো, আমারও চোখ ধরে এলো।”
মনিরা মিঠুর কান্নার অভিনয়ের একটি দৃশ্যের ছবি পোস্ট করে মো. সুমন হোসেন নামের একজন লিখেছেন, “এই দৃশ্য শুধু দেখা নয়, অনুভব করার! ‘সম্পর্কের গল্প’ নাটকে মনিরা মিঠুর অসাধারণ অভিনয় দর্শকদের চোখ ভিজিয়ে দিচ্ছে, মন ছুঁয়ে যাচ্ছে বারবার। এমন অভিনয়ই নাটককে স্মরণীয় করে তোলে। অসাধারণ সুন্দর অভিনয়।”

‘সম্পর্কের গল্প’র দৃশ্যে মনিরা মিঠু, সৈয়দা নওশীন ইসলাম দিশা, ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী (ছবি: সিনেমাওয়ালা)
ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে মনিরা মিঠু লিখেছেন, ‘একদিনের মধ্যে অকল্পনীয়, অবিশ্বাস্য রকম প্রশংসা বার্তায় ভরে যাচ্ছে মেসেঞ্জার, মোবাইল ফোন। ভয়ে সন্দিহান হয়ে উঠছে মন, তবে কি আমার দিন ফুরিয়ে এলো? এর চেয়ে আর কি ভালো করতে পারবো না? পরিচালক মোস্তফা কামাল রাজকে কৃতজ্ঞতা আর দোয়া ছাড়া আর কিছুই দেবার সামর্থ্য নেই আমার। কারণ তিনি একজন রাজা।’
‘তোমাদের গল্প’র পর ‘সম্পর্কের গল্প’তে ফিরেছে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী জুটি। তাদের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকরা। আহমেদ ইসতিয়াক নামের একজন লিখেছেন, ‘মনের মতো আর একটা কাজ দেখলাম। ফারহান আহমেদ জোভান জাত অভিনেতা। তটিনীর অভিনয়ে এককথায় মুগ্ধ।’
জোভান, তটিনী ও মনিরা মিঠুর মতো ‘তোমাদের গল্প’তে যারা অভিনয় করেছেন, ‘সম্পর্কের গল্প’তে তাদের বেশিরভাগই আছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য– দিলারা জামান, সাবেরি আলম, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু। নতুন যুক্ত হয়েছেন দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত। সবাইকে নিজেদের চরিত্রে সাবলীল লেগেছে বলে জানিয়েছেন অনেক দর্শক।

‘সম্পর্কের গল্প’র পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)
‘যে বন্ধন হারায় না’ ট্যাগলাইন নিয়ে ইউটিউব ফিল্মটি রচনা করেছেন সিদ্দিক আহমেদ। ‘তোমাদের গল্প’ ছিলো তারই লেখা। সিনেগল্প পেজে লেখা হয়েছে, “পারিবারিক আবহের হারিয়ে যাওয়া গল্পকে ফিরিয়ে এনেছেন মোস্তফা কামাল রাজ ও সিদ্দিক আহমেদের জুটি। ‘তোমাদের গল্প’র পর ‘সম্পর্কের গল্প’– পারিবারিক দর্শকদের জন্য এই কন্টেন্টগুলো দারুণ প্রাপ্তি।”
‘সম্পর্কের গল্প’তে তারিক তুহিনের লেখা একটি নতুন গান রয়েছে। নিজের সুর-সংগীতে এটি গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া। গান আর আবহ সংগীতের কথা আলাদা করে বলেছেন অনেকে। গানটি পুরো ফিল্মের মেজাজের সঙ্গে মানানসই লেগেছে তাদের। কারও মতে, ‘আরফিন রুমির আবহ সংগীত অনেক দৃশ্যকে আরো আবেগী করে তুলেছে। আবহ সংগীতের প্রতিটি মূর্ছনা দর্শককে দৃশ্যের গভীরে নিয়ে যায়।’

‘সম্পর্কের গল্প’র শুটিংয়ে অভিনয়শিল্পীরা (ছবি: সিনেমাওয়ালা)
সুমন হোসেনের চিত্রগ্রহণের প্রশংসা করেছেন অনেকে। ঘরের ভেতরের কিংবা বাইরের দৃশ্য, সবক্ষেত্রে আলো ও ফ্রেম খুব সুন্দরভাবে ব্যবহার করায় গল্পের আবহ আরো বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য তাদের।
সব মিলিয়ে বলা যায়, ‘সম্পর্কের গল্প’ মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ঝুলিতে আরেকটি চমৎকার ও মানসম্পন্ন নির্মাণ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
