Connect with us

সিনেমা হল

বেগম রোকেয়ার সেই “সুলতানা’স ড্রিম” ঢাকায়

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

“সুলতানা’স ড্রিম” সিনেমার দৃশ্য (ছবি: স্টার সিনেপ্লেক্স)

বাঙালি নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা ১২১ বছরের পুরনো গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ অবলম্বনে নির্মিত স্প্যানিশ ভাষার অ্যানিমেটেড সিনেমা “সুলতানা’স ড্রিম” আসছে ঢাকায়। অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে আগামীকাল (১৬ জানুয়ারি) মুক্তি পাবে এটি। ফলে বাংলাদেশের দর্শকদের কাছে দারুণ এই কাজ দেখার সুযোগ এসেছে।

নিজেদের অধিকারের জন্য অনগ্রসর বাঙালি সমাজে অবহেলিত নারীদের পরিবর্তনের স্বপ্ন দেখানো গল্পটি পর্দায় তুলে আনেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল এর্গেরা। ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই অ্যানিমেটেড সিনেমার নাম ‘এল সুয়েনো দে লা সুলতানা’।

২০২৩ সালের সেপ্টেম্বরে স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে “সুলতানা’স ড্রিম”-এর প্রিমিয়ার হয়। এরপর ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ভারতে আইএফএফআই, ফিল্মফেস্ট হামবুর্গ, লিডস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন উৎসবে দেখানো সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে।

“সুলতানা’স ড্রিম” সিনেমার পোস্টার (ছবি: স্টার সিনেপ্লেক্স)

১৯০৫ সালে ইংরেজিতে প্রকাশিত বেগম রোকেয়ার “সুলতানা’স ড্রিম” রচনাটি পুরো ভারতবর্ষে, বিশেষ করে বাঙালি নারীবাদী আন্দোলনে একটি বৈপ্লবিক কল্পকাহিনি হিসেবে বিখ্যাত। ১৯২২ সালে তিনি নিজেই কিছু পরিবর্তন ও পরিবর্ধন করে উপন্যাসটি ‘সুলতানার স্বপ্ন’ নামে বাংলায় অনুবাদ করেন।

২০১২ সালে ভারতের দিল্লিতে গিয়ে একদিন প্রচন্ড বৃষ্টিতে একটি আর্ট গ্যালারিতে আটকা পড়ে বইটি খুঁজে পান নির্মাতা ইসাবেল এর্গেরা। তিনি বলেন, ‘এতো বছর আগে লেখা একটি গ্রন্থে নারীদের জন্য নতুন এক পৃথিবীর স্বপ্ন দেখানো হয়েছে। বইটি পড়ে আমার বিস্ময়ের অন্ত ছিলো না। একেবারে প্রথম দেখায় প্রেমে পড়ার মতো ব্যাপার। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, এটি নিয়ে সিনেমা বানাবো।’

“সুলতানা’স ড্রিম” প্রযোজনা করেছে স্পেন ও জার্মানির পাঁচটি প্রতিষ্ঠান। এটি ইসাবেল হারগুয়েরার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তার সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন জিয়ানমার্কো চেরা। বাংলা, ইংরেজি, হিন্দি, ইতালিয়ান, স্প্যানিশ ও বাস্কসহ এই সিনেমায় পাঁচটি ভাষা ব্যবহার করা হয়েছে। এতে ভারতীয় সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের লেখা একটি গান আছে। তাজদির জুনায়েদের সংগীতায়োজনে এটি গেয়েছেন দীপান্বিতা আচার্য।

সিনেমাওয়ালা প্রচ্ছদ