ওটিটি
মোশাররফ করিমের ‘দাগ’ আসছে চরকিতে

‘দাগ’ ওয়েব ফিল্মে মোশাররফ করিম (ছবি: চরকি)
দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এবার দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘দাগ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে।
মোশাররফ করিম উল্লেখ করেছেন, দর্শকরা এবার তাকে ভিন্ন একটি চরিত্রে আবিষ্কার করবে। গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কেউ দাগ রাখতে চাই না। সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক ধরনের দাগ মুছে ফেলেছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম, কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্প এটি।’

‘দাগ’ ওয়েব ফিল্মে মোশাররফ করিম (ছবি: চরকি)
চরকিতে পরিচালক সঞ্জয় সমাদ্দারের এটাই প্রথম কাজ। তার বিশ্বাস, ‘এমন গল্প আগে কখনো নির্মাণ হয়নি। এখানে কেন্দ্রীয় চরিত্র কে তা না দেখা পর্যন্ত বলা যাবে না! গল্পটির হিরো সামাজিক ইস্যু। দাগ মানে এখানে আমরা কোনো স্পটকে বোঝাইনি। বরং সমাজের বাধাগুলোকে বোঝাতে চেয়েছি, যেসব বাধা আমরা এখনো পেরোতে পারিনি। আমি বিশ্বাস করি, পরিবার ও সমাজের সবাই সচেতন হলে এগুলো পেরোনো সম্ভব। গল্পটি যথাযথভাবে তুলে ধরতে সবাই মিলে চেষ্টা করেছি।’

আইশা খান (ছবি: ফেসবুক)
অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মোশাররফ করিমের সঙ্গে কাজ করা আমার জন্য বরাবরই আনন্দের। অন্যরা সবাই দুর্দান্ত কাজ করেছেন। বিশেষ করে আইশা খানের কথা আলাদাভাবে বলতেই হবে। তিনি আমাকে মুগ্ধ করেছেন।’
চরকি প্রযোজিত ‘দাগ’ সিনেমায় আরও অভিনয় করেছেন নিশাত প্রিয়ম, সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, ফখরুল বাশার মাসুম ও সাবেরী আলম।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস