ওটিটি
প্রীতম যখন মসজিদের মুয়াজ্জিন

মসজিদের মুয়াজ্জিন চরিত্রে প্রীতম হাসান (ছবি: চরকি)
গায়ে পাঞ্জাবি। গালভর্তি দাড়ি। গোফ নেই। মাথায় টুপি। কপালে কালো দাগ। মসজিদের মুয়াজ্জিন ভাবলেই এমন একজনের ছবি ভেসে ওঠে। সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান ঠিক এমন রূপে পর্দায় আসছেন। নাজমুল নবীন পরিচালিত ‘আড়াল’-এ মসজিদের মুয়াজ্জিন সিদ্দিক চরিত্রে দেখা যাবে তাকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আজ (২৭ অক্টোবর) রাত ৮টায় মুক্তি পাচ্ছে এটি।
গল্পে দেখা যায়, মনপুরা দ্বীপের স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন সিদ্দিক ভোর রাতে নিজের ঘরের মেঝেতে আবিষ্কার করে এক নারীর মরদেহ। গ্রামে যদি জানাজানি হয় ঘরে মরদেহ তাহলে কী কী হতে পারে সেসব ভেবে হয়রান সিদ্দিক। কিন্তু ঘটনা বাঁক নেয় যখন পুলিশ এই মরদেহ খুঁজে পায় না। এটি হলো আত্ম-উপলব্ধি ও নিজেকে আয়নায় দেখার গল্প।

‘আড়াল’-এর দৃশ্যে কাজী নওশাবা আহমেদ ও প্রীতম হাসান (ছবি: চরকি)
মসজিদের মুয়াজ্জিন চরিত্রে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘গতানুগতিক চরিত্র আমার পছন্দ না। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলে বেশ উপভোগ করি। যে কাজটা একবার হয়ে যায় সেটা পুনরাবৃত্তি করার কোনো মানে হয় না। সেক্ষেত্রে আড়াল-এর গল্পটা পুরোপুরি ইউনিক। এতে খুব ভালো ও ভিন্ন কিছু দেখবে দর্শকরা।’
মুয়াজ্জিন চরিত্রের জন্য প্রস্তুতি প্রসঙ্গে প্রীতম হাসান উল্লেখ করেন, নিজের লুক তৈরির জন্য গোফ কেটে ফেলতে হয়েছে। সেই সঙ্গে হাঁটা-চলা, কথা বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ বদলেছেন তিনি। তার কথায়, ‘এসব কাজ আমার জন্য সহজ ছিলো না।’

‘আড়াল’-এর দৃশ্যে কাজী নওশাবা আহমেদ (ছবি: চরকি)
পরিচালক নাজমুল নবীন বলেন, ‘আমাদের চারপাশের মনস্তাত্ত্বিক গল্প সাধারণত শহরের প্রেক্ষাপটে ভাবা হয়। কিন্তু এই গল্পটা গ্রামীণ পটভূমিতে সাজিয়েছি। সমাজের যেসব চরিত্র খুব কম দেখানো হয়, চেষ্টা করেছি সেগুলোকে তুলে আনতে। মনপুরার যে এলাকায় শুটিং করেছি সেখানে আগে কখনো শুটিং হয়নি। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি ভালো কিছু নির্মাণের।’
‘আড়াল’-এ আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, সুমন আনোয়ার প্রমুখ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
