হলিউড
অস্কার উপস্থাপনায় ফিরছেন জিমি কিমেল

জিমি কিমেল (ছবি: টুইটার)
জনপ্রিয় টক শো উপস্থাপক জিমি কিমেল ২০২৩ সালের অস্কার অনুষ্ঠান মাতাবেন। তাকেই আবার উপস্থাপক হিসেবে বেছে নিয়েছেন আয়োজকরা। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর উপস্থাপনা করবেন তিনি। গতকাল (৭ নভেম্বর) এই ঘোষণা দেওয়া হয়।
২০১৭ ও ২০১৮ সালে আরো দুইবার অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন জিমি কিমেল। ৫৪ বছর বয়সী এই আমেরিকান তারকা বলেন, ‘তৃতীয়বারের মতো অস্কারের উপস্থাপনার জন্য আমন্ত্রণ পাওয়া হয় পরম সম্মানের কিংবা জালে আটকানো! যাই হোক না কেনো, সবাই না করে দেওয়ার পর আমাকে দ্রুত প্রস্তাব দেওয়ায় অ্যাকাডেমির কাছে আমি কৃতজ্ঞ।’

জিমি কিমেল (ছবি: টুইটার)
অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আশা, জিমি কিমেলের মজার উপস্থাপনার সুবাদে অনুষ্ঠানটির দর্শক সংখ্যা বাড়বে। একইসঙ্গে উইল স্মিথের চড়-কাণ্ডের কারণে হলিউডের সবচেয়ে মর্যাদাসম্পন্ন এই আয়োজনের ক্ষুণ্ন হওয়া ভাবমূর্তি ফিরিয়ে আনতে সক্ষম হবেন তিনি। স্ত্রী জাডা-পিঙ্কেট স্মিথকে নিয়ে রসিকতা করায় মঞ্চে উঠে ক্রিস রকের গালে চড় মেরে বসেন স্মিথ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়েছিলো এবং ঘটনাটি বেশ কয়েকদিন ধরে বিশ্বব্যাপী খবরের শিরোনাম ছিলো।

অস্কারে উইল স্মিথ (ছবি: টুইটার)
চড়-কাণ্ডের একঘণ্টার কম সময়ের ব্যবধানে ‘কিং রিচার্ড’ সিনেমার সুবাদে অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতেন উইল স্মিথ। পরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু অ্যাকাডেমি কর্তৃপক্ষ তাকে অস্কা অনুষ্ঠানে ১০ বছরে জন্য নিষিদ্ধ করে। তবে তিনি মনোনয়ন কিংবা পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
২০২৩ সালের ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৫তম অস্কারের জমকালো আসর। অন্যান্য দেশের মতো বাংলাদেশে সরাসরি উপভোগ করা যাবে অনুষ্ঠানটি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
