হলিউড
ঢাকায় ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’

‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ সিনেমার পোস্টার (ছবি: ডিজনি)
মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) সুপারহিরো সিনেমা ‘ব্ল্যাক প্যান্থার’ মুক্তি পায় ২০১৮ সালে। কৃষ্ণাঙ্গ অভিনয়শিল্পীদের প্রাধান্য দেওয়ায় এটি বিশ্বব্যাপী প্রশংসিত হয়। একইসঙ্গে অভাবনীয় ব্যবসায়িক সাফল্য এসেছে। ফলে এর সিক্যুয়েল দর্শকদের কাছে প্রত্যাশিতই ছিলো। কিন্তু করোনা মহামারি এবং অভিনেতা চ্যাডউইক বোজম্যানের অকাল মৃত্যু বাধা হয়ে দাঁড়ায়। অনেকটা অনিশ্চয়তার মুখে পড়ে যায় সিনেমাটি। তবে হাল ছাড়েনি সংশ্লিষ্টরা।
সব শঙ্কা কাটিয়ে অবশেষে সিনেমা হলে আসছে বহুল আলোচিত ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’। ডিজনির পরিবেশনায় আজ (১১ নভেম্বর) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে এটি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এই সিনেমা। এর মাধ্যমে শেষ হবে মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩০তম সিনেমা ও চতুর্থ অধ্যায়। ২ ঘণ্টা ৪১ মিনিট ব্যাপ্তির ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ পরিচালনা করেছেন রায়ান কুগলার।

‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ সিনেমার পোস্টার (ছবি: ডিজনি)
‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় কাল্পনিক আফ্রিকান দেশ ওয়াকান্ডার রাজা টি’চালা চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী কোটি কোটি ভক্তের হৃদয় কাড়েন চ্যাডউইক বোজম্যান। চার বছর কোলন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ২০২০ সালে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিলো ৪৩ বছর। টি’চালা চরিত্রে নতুন কাউকে নেওয়া হয়নি। পৃথিবী এখনো তাকে মিস করছে। নতুন গল্পে সেটা ফুটিয়ে তোলা হয়েছে।
টি’চালার মৃত্যুর একবছর পরের সময় দেখা যাবে নতুন পর্বে। ট্রেলারে তাঁর মৃত্যুর কথা জানানো হয়েছে। অভিনেত্রী লুপিতা নিয়োঙ্গোর ভাষায়, ‘আগের সিনেমায় অভিনয়শিল্পীদের দল আমাদের জন্য ছিলো একটা ব্যান্ডের মতো। চ্যাডউইক সেখানে ছিলেন প্রধান কণ্ঠশিল্পী। ফলে তাঁকে ছাড়া ব্যান্ড গাইতে পারে এমন একটা গান খোঁজার মতো অবস্থা আমাদের।’
নতুন পর্বে ওয়াকান্ডার হাল ধরবে টি’চালার বোন প্রিন্সেস শুরি (লেটিসিয়া রাইট)। ‘ব্ল্যাক প্যান্থার’-এর অধিকাংশ চরিত্রকেই ‘ওয়াকান্ডা ফরএভার’ সিনেমায় ফিরিয়ে এনেছে মারভেল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ডানাই গারিরা, অ্যাঞ্জেলা ব্যাসেট, মার্টিন ফ্রিম্যান, ফ্লোরেন্স ক্যাসুম্বা ও উইনস্টন ডুক। এছাড়া নতুন যুক্ত হয়েছেন টেনোচ হুয়ের্তা, ডমিনিক থর্ন, ম্যাকেলা কোল, মাবেল কাডেনা ও অ্যালেক্স লিভিনালি।
সিনেমাটির আরেক আকর্ষণ ছয় বছর পর রিয়ানার নতুন গান এবং নাইজেরিয়ান গায়িকা টেমসের কণ্ঠে কিংবদন্তি বব মার্লের গান ‘নো ওম্যান, নো ক্রাই’।
- 
																	   ছবিঘর2 years ago ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি 
- 
																	   বলিউড3 years ago বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ! 
- 
																	   নাটক3 years ago নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড় 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা 
- 
																	   ঢালিউড3 years ago ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস 

 
								 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											