বলিউড
আইটেম গানে ফিরছেন মালাইকা

মালাইকা অরোরা (ছবি: ইনস্টাগ্রাম)
চার বছর পর বড় পর্দায় আইটেম গানে ফিরছেন মডেল-অভিনেত্রী মালাইকা অরোরা। ‘অ্যান অ্যাকশন হিরো’তে থাকছে এটি। এর শুটিংয়ের ভাবনা পছন্দ হওয়ায় তিনি সম্মতি জানিয়েছেন। সিনেমা হলের জন্য সাজানো ট্রেলারে গানটির একঝলকে তাকে দেখা যাবে। বরাবরের মতোই জমকালো উপস্থিতি থাকবে তার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। আইটেম গানের সুবাদে তার নতুন সিনেমাটি নিয়ে প্রত্যাশার পারদ বেড়ে গেছে।
আয়ুষ্মান খুরানা সামাজিক বক্তব্যধর্মী কমেডি সিনেমার মাধ্যমে বলিউডে আলাদা জায়গা করে নিয়েছেন। তিনি এখন নির্মাতাদের কাছে একজন নির্ভরযোগ্য অভিনেতা। কিন্তু করোনা-পরবর্তী সময়ে তার সিনেমা আহামারি সাফল্য পায়নি। তবে ৩৮ বছর বয়সী এই তারকার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ফলে ‘অ্যান অ্যাকশন হিরো’ নিয়ে সংশ্লিষ্টরা আশাবাদী। এবারই প্রথম তাকে ধুন্ধুমার অ্যাকশনে দেখা যাবে। এর আরেকটি আকর্ষণীয় দিক মালাইকা অরোরার আইটেম গান।

মালাইকা অরোরা (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউডের বেশ কয়েকটি আইটেম গানে আলো ছড়িয়েছেন মালাইকা অরোরা। শাহরুখ খান অভিনীত ‘দিল সে’ সিনেমার ‘ছাইয়া ছাইয়া’ দিয়ে তার এই পথচলা শুরু হয়েছিলো ১৯৯৮ সালে। এরপর তিনি নেচেছেন ‘কাল’ সিনেমার ‘কাল ধামাল’ (২০০৫), ‘ওয়েলকাম’ সিনেমার ‘হোঠ রসিলে’ (২০০৭), ‘দাবাং’-এর ‘মুন্নি বদনাম’ (২০১০), ‘হাউসফুল টু’র ‘আনারকলি ডিস্কো চলি’ (২০১২) প্রভৃতি। সবশেষ ২০১৮ সালে বিশাল ভরদ্বাজের ‘পাটাখা’তে ‘হ্যালো হ্যালো’ গানে দেখা গেছে তাকে।

মালাইকা অরোরা (ছবি: ইনস্টাগ্রাম)
অনিরুদ্ধ আইয়ারের প্রথম সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’তে আরও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। এতে অতিথি চরিত্রে থাকছেন সুপারস্টার অক্ষয় কুমার। এটি মুক্তি পাবে আগামী ২ ডিসেম্বর।

মালাইকা অরোরা (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে মালাইকা অরোরা গতকাল (১০ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ বলেছি।’ এর সঙ্গে হৃদয় আকৃতির তিনটি ইমোজি জুড়ে দেন তিনি। অনেকের জল্পনা ছিলো, অভিনেতা অর্জুন কাপুর বিয়ের প্রস্তাব দেওয়ায় তিনি সম্মতি জানিয়েছেন। তাই খবরের শিরোনাম হয়ে ওঠেন ৪৯ বছর বয়সী এই তারকা। কিন্তু তিনি এ নিয়ে আর বিস্তারিত কিছু জানাননি।

মালাইকা অরোরা (ছবি: ইনস্টাগ্রাম)
ডিজনি প্লাস হটস্টারে ‘মুভিং ইন উইথ মালাইকা’ অনুষ্ঠানের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে চলেছে মালাইকার। এতে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা জানার সুযোগ পাবে ভক্তরা। এতে অতিথি হিসেবে থাকবেন তার বন্ধু ও পরিবারের সদস্যরা। ‘অ্যান অ্যাকশন হিরো’ মুক্তির তিন দিন পর (৫ ডিসেম্বর) এর প্রিমিয়ার হবে।

আরবাজ খান ও আরহান খান (ছবি: টুইটার)
মালাইকা অরোরা এর আগে আরবাজ খানকে বিয়ে করেন। কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়েছে। প্রাক্তন এই দম্পতির ছেলে আরহান খান এখন নিউ ইয়র্কের লং আইল্যান্ড ফিল্ম স্কুলে দ্বিতীয় বর্ষে প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। বলিউডে ক্যারিয়ার গড়ার ইচ্ছে থেকে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিংয়ে ২০-৩০ দিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। আগামী মাস থেকে আরবাজ খানের নতুন সিনেমা ‘পাটনা শুক্লা’য় (রাভিনা ট্যান্ডন, মানব বীজ) সহকারী হিসেবে কাজ করবে এই তরুণ।
- 
																	   ছবিঘর2 years ago ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি 
- 
																	   বলিউড3 years ago বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ! 
- 
																	   নাটক3 years ago নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড় 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা 
- 
																	   ঢালিউড3 years ago ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস 

 
								 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											