বলিউড
নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে অমিতাভের সামনে খুদে ভক্ত

অমিতাভ বচ্চনের বাড়ি জলসার সামনে ভক্তদের ভিড় (ছবি: টুইটার)
বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে একঝলক দেখতে ভারতের মুম্বাইয়ে তার বাড়ি জলসার প্রবেশমুখে প্রতি রবিবার ভিড় জমায় ভক্তরা। অনেক বছর ধরে এটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গত রবিবার একই জায়গায় অন্যরকম এক দৃশ্যের অবতারণা দেখা যাওয়ায় অবাক হয়েছেন স্বয়ং বিগ বি।
এক খুদে ভক্ত জলসার বাইরে নিরাপত্তা বেষ্টনীকে ফাঁকি দিয়ে অমিতাভের কাছে ছুটে আসে। ৮০ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে দেখা করে ও তাঁকে শুভেচ্ছা জানিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে ছেলেটি। শুধু তাই নয়, ইনদোর থেকে মুম্বাই আসা এই কিশোর প্রিয় তারকার পায়ে পড়ে নিজের আঁকা স্কেচে তাঁর অটোগ্রাফ নেয়।

অমিতাভ বচ্চনের বাড়ি জলসার সামনে ভক্তদের ভিড় (ছবি: টুইটার)
ঘটনাটি নিজেই অফিসিয়াল ব্লগে শেয়ার করেছেন অমিতাভ। তিনি লিখেছেন, ‘এই ছোট্ট বন্ধুটি ইনদোর থেকে এসেছিলো। চার বছর বয়সে ‘ডন’ দেখে ডুবে গিয়েছিলো সে। আমার সংলাপ বলে নিজেই অভিনয় করতো। আমার সঙ্গে দেখা করার অনেকদিনের ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দে কেঁদেছে ছেলেটি। পরম আনন্দে সে আমার পায়ে পড়েছিলো, যদিও যা আমার এটা পছন্দ নয়। কিন্তু কী আর করা।’
এরপর অমিতাভ যোগ করেন, ‘ছেলেটিকে বুঝিয়েছি, নিরাপত্তা বেষ্টনী ভেঙে এগিয়ে আসা উচিত হয়নি। সে আমাকে নিয়ে আঁকা স্কেচে অটোগ্রাফ নিয়েছে এবং তার বাবার কাছ থেকে আনা একটি চিঠি দিয়েছে। শুভাকাঙ্ক্ষীদের আবেগ এমনই। এগুলো আমাকে একাকিত্বে জলে ভাসা ফুলের মতো অনুভূতি এনে দেয়।’

অমিতাভ বচ্চন (ছবি: টুইটার)
এদিকে অমিতাভ বচ্চনের নতুন সিনেমা ‘উনচাই’ বক্স অফিসে সাফল্য পেয়েছে। সুরজ বরজাতিয়ার পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, বোমান ইরানি, পরিণীতি চোপড়া, নীনা গুপ্তা ও ড্যানি ডেনজংপা।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
