বলিউড
রণবীর-আলিয়ার মেয়েকে বার্সেলোনার আমন্ত্রণ

রণবীর কাপুর ও আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)
কন্যাশিশু রাহার বাবা-মা হওয়ায় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে অভিনন্দন জানিয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা। নিজেদের অফিসিয়াল টুইটার পেজে সন্তানের সঙ্গে বলিউডের এই অভিনেতা-অভিনেত্রীর একটি ছবি শেয়ার করেছেন তারা।
গত ২৫ নভেম্বর টুইটারে বার্সেলোনা কর্তৃপক্ষ লিখেছে, ‘অভিনন্দন আলিয়া ভাট ও রণবীর কাপুর! নতুন বার্সা ভক্তের জন্ম হলো। বার্সেলোনায় আপনাদের সবার সঙ্গে দেখা করতে আমরা মুখিয়ে আছি।’
Congratulations, @aliaa08 & Ranbir Kapoor!! A new Barça fan is born 👶. We can’t wait to meet you all in Barcelona. pic.twitter.com/Lef3P4DPe2
— FC Barcelona (@FCBarcelona) November 25, 2022
একদিন আগে (২৪ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় মেয়ের নাম জানান আলিয়া। এজন্য একটি ছবি শেয়ার করেন তিনি। এতে তার পাশাপাশি রণবীরের কোলে তাদের মেয়েকে ঝাপসা দেখা যাচ্ছে। ছবিটিতে বার্সেলোনার একটি ছোট্ট জার্সির ওপর ফোকাস করা হয়েছে। তাতে ইংরেজিতে বড় অক্ষরে লেখা ‘রাহা’। নাতনির এই নাম রেখেছেন রণবীরের মা নীতু কাপুর।

আলিয়া ভাট ও রণবীর কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে বার্সেলোনার টুইটটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। রণবীর-আলিয়ার ভক্তরা বিখ্যাত ফুটবল ক্লাবের শুভেচ্ছা নিয়ে মাতামাতি করছে। তারা এই ঘটনাকে বড় করেই দেখছে।
তবে আরেক ভক্ত আলিয়ার সাত বছরের পুরনো একটি টুইট খুঁজে বের করে আলোচনা জমিয়ে দিয়েছে। এতে দেখা যাচ্ছে, বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী আর্সেনালের জার্সি পরে বেশ আনন্দিত তিনি!
Thank you @atulkasbekar for this!!!! Guess this makes me a #Gooner officially. Or is it Goonerette?Come on Arsenal!!! pic.twitter.com/pNu5FsQsId
— Alia Bhatt (@aliaa08) August 13, 2015
অনেকদিন চুটিয়ে প্রেম করার পর গত এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া। এরপর জুনে গর্ভধারণের ঘোষণা দেন আলিয়া। গত ৬ নভেম্বর তাদের প্রথম সন্তান রাহার জন্ম হয়।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় আলিয়া ভাট ও রণবীর কাপুর (ছবি: ধর্মা প্রোডাকশন্স)
মেয়ের জন্মের দুই মাস আগে রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির সিনেমা ‘ব্রহ্মাস্ত্র-পার্ট ওয়ান: শিবা’ মুক্তি পায়। অয়ন মুখার্জি পরিচালিত সিনেমাটি ব্যবসাসফল হয়েছে। বলিউড বক্স অফিসে একের পর এক ফ্লপের ঘটনার পর এটি আশা জাগিয়ে তোলে। এতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রয়। অতিথি চরিত্রে ছিলেন শাহরুখ খান ও নাগার্জুনা।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
