ওটিটি
সামান্থার ১৫ কোটির অ্যাপার্টমেন্ট

সামান্থা রুথ প্রভু (ছবি: ইনস্টাগ্রাম)
ভারতের মুম্বাইয়ে নিয়মিত কাজ করতে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন দক্ষিণী সিনেমার তারকা সামান্থা রুথ প্রভু। এজন্য তাকে গুনতে হয়েছে ১৫ কোটি রুপি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার শেয়ার করা একটি পোস্টে সেই আভাস মিলেছে। মুম্বাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বহুতল ভবনে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর নতুন অ্যাপার্টমেন্টে রয়েছে তিনটি বিস্তৃত শোবার ঘর।
দক্ষিণী সিনেমার আরেক অভিনেত্রী রাশ্মিকা মান্দানা কিছুদিন আগে অনেক টাকা দিয়ে মুম্বাইয়ে অ্যাপার্টমেন্ট নিয়েছেন।

সামান্থা রুথ প্রভু (ছবি: ইনস্টাগ্রাম)
সামান্থা এখন মুম্বাইয়ে অ্যামাজন প্রাইম ভিডিওর ‘সিটাডেল’ ওয়েব সিরিজের শুটিং করছেন। রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডিকের পরিচালনায় এর আগে একই ওটিটি প্ল্যাটফর্মের ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে আবার দেখা যাবে তার ঝলক।

সামান্থা রুথ প্রভু (ছবি: ইনস্টাগ্রাম)
‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে সামান্থার সহশিল্পী বলিউড তারকা বরুণ ধাওয়ান। মুম্বাইয়ের পর উত্তর ভারত, সার্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় তারা শুটিং করবেন।
হলিউডের রুশো ভ্রাতৃদ্বয়ের প্রযোজনায় ‘সিটাডেল’-এর ইংরেজি সংস্করণে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি টুচিসহ অনেকে।

সামান্থা রুথ প্রভু (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে সামান্থার তেলুগু সিনেমা ‘শকুন্তলাম’ আগামী ১৭ ফেব্রুয়ারি থ্রিডি প্রযুক্তিতে হিন্দি, তেলুগু, তামিল, মালায়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু পরিবেশনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ্বরা ক্রিয়েশন্স গত ৭ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, এর মুক্তি আবার পিছিয়ে গেছে। গুনাশেখরের পরিচালনায় এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। তার বিপরীতে আছেন দেব মোহন। এছাড়াও আছেন কবির বেদি, প্রকাশ রাজ, যীশু সেনগুপ্ত, অনন্যা নাগালা, অদিতি বালান, গৌতমি। প্রিন্স ভারাতা চরিত্রে অভিনয় করেছে ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা। মহাভারতের শকুন্তলা ও রাজা দুষ্মন্তের মহাকাব্যিক প্রেমের গল্প দেখা যাবে এই সিনেমায়। কালিদাসের সংস্কৃত নাটক ‘অভিজ্ঞান শকুন্তলাম’ অবলম্বনে সাজানো হয়েছে এর চিত্রনাট্য।

বিজয় দেবেরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভু (ছবি: ইনস্টাগ্রাম)
গত বছর ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আনতাভা’ গানে নেচে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন সামান্থা। সম্প্রতি বিরল চর্মরোগ মায়োসাইটিসে আক্রান্ত হওয়ায় খবরের শিরোনাম হয়েছিলেন সামান্থা। তাই তাকে অনেকদিন চিকিৎসা নিতে হয়েছে। এ কারণে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে তার বহুল আলোচিত সিনেমা ‘খুশি’র শুটিংয়ে ব্যাঘাত ঘটেছে। সেজন্য বিজয়ের ভক্তদের কাছে সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। শিবা নির্ভানার পরিচালনায় এই সিনেমায় আরো অভিনয় করবেন জয়ারাম, শচীন খেড়েকর, মুরালি শর্মাসহ অনেকে। এটি মুক্তি পাবে তেলুগু, তামিল, মালায়ালম ও কন্নড় ভাষায়।
- 
																	   ছবিঘর2 years ago ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি 
- 
																	   বলিউড3 years ago বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ! 
- 
																	   নাটক3 years ago নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড় 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা 
- 
																	   ঢালিউড3 years ago ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস 

 
								 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											