ওটিটি
সঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজে যৌনকর্মী চরিত্রে ছয় নায়িকা

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘হীরামান্দি’ ওয়েব সিরিজের ছয় নায়িকা (ছবি: নেটফ্লিক্স)
বলিউডের খ্যাতিমান নির্মাতা সঞ্জয়লীলা বানসালি প্রথমবার ওয়েব সিরিজ পরিচালনা করছেন। এর নাম রাখা হয়েছে ‘হীরামান্দি’। এতে প্রধান কয়েকটি চরিত্রে দেখা যাবে বলিউডের বিভিন্ন প্রজন্মের অভিনেত্রীদের। তারা হলেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন সিগাল ও সানজিদা শেখ। তাদের রাজকীয় সাজগোজ নিয়ে সাজানো বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক টিজার প্রকাশিত হয়েছে।
ভারতের মুম্বাইয়ে গতকাল (১৮ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে সঞ্জয়লীলা বানসালি বলেন, “১৪ বছর ধরে ‘হীরামান্দি’ আমার ভাবনায় ঘুরপাক খাচ্ছে। গল্পটি আমার মনে বিশেষ জায়গা জুড়ে রয়েছে। সিরিজটির নারী চরিত্ররা নিজের ভুবনে রানি। গল্পে এসব ঐতিহাসিক চরিত্রকে আধুনিক ঢঙে তুলে ধরার চেষ্টা করছি। দৃঢ় মনের নারী চরিত্র আমার যেকোনো কাজের ভিত্তি।”

সঞ্জয়লীলা বানসালি ও টেড সারান্ডস (ছবি: টুইটার)
অনুষ্ঠানে আরো ছিলেন নেটফ্লিক্সের সহ-সিইও টেড সারান্ডস। সিরিজটির অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকা থেকে ভারতে উড়ে এসেছেন তিনি। নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘হীরামান্দি’।
১৯৪০ সালে ভারতের স্বাধীনতা সংগ্রামের উত্তাল পটভূমিতে ধনী খদ্দের থাকা আট যৌনকর্মীর গল্পের পরতে পরতে চাকচিক্যময় জেলা হীরামান্দির গোপন সাংস্কৃতিক বাস্তবতা দেখা যাবে এই সিরিজে। এতে থাকছে প্রেম, বিশ্বাসঘাতকতা, পরম্পরা ও ঘরোয়া রাজনীতির সংমিশ্রণ।

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘হীরামান্দি’ ওয়েব সিরিজের ছয় নায়িকা (ছবি: নেটফ্লিক্স)
সঞ্জয়লীলা বানসালি উল্লেখ করেছেন, ভাবনা ও পরিশ্রমের দিক থেকে ‘হীরামান্দি’ তার ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ। তিনি বলেন, ‘এটি অনেকটা আটটি পৃথক সিনেমা নির্মাণের মতো ব্যাপার। প্রতিটি পর্ব যেন একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মতো। পর্দার আকার যাই হোক, কোনো আপস করিনি। সিরিজটির আটজন নারী দুঃসময়ে লড়াই করা, মর্যাদার জন্য অটল থাকা এবং যৌনকর্মীদের কাছে মর্যাদার মানে কী সেইসব গল্প বলতে আমাকে অনুপ্রাণিত করেছেন। যৌনকর্মীদের কাছে মর্যাদা খুব গুরুত্বপূর্ণ। সিরিজটির আট নারী যৌনকর্মী। পর্দার আড়ালে অন্য নারীদের মতো তাদেরও অনেক বেদনা আছে। তারা অনেক চড়াই-উতরাই পাড়ি দেয়, তবুও সন্ধ্যায় নাচ-গান করে। তাদের জীবনটা দেখুন, তারা যৌনকর্মী। সমাজে তাদের স্থান থাকে না। সমাজ তাদের কাছে যায়। তারা সমাজের উচ্চবিত্তদের খুশি করে ও বিনোদন দিয়ে আবার অন্ধকার জগতে ফেরে। যৌবন শেষ হলেই তাদের চাহিদা ফুরায়। সবাই ভুলে যায়।’

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘হীরামান্দি’ ওয়েব সিরিজের ছয় নায়িকা (ছবি: নেটফ্লিক্স)
নারীকেন্দ্রিক কাজ বেশি করা প্রসঙ্গে সঞ্জয়লীলা বানসালি বলেন, ‘বলিউডের কিংবদন্তি নির্মাতা রাজ কাপুর, যশ চোপড়া, মেহবুব খান, বিমল রায়, গুরু দত্ত ও ভি. শান্তারামের কাজে অনুপ্রাণিত হয়েছি। তারা জানতেন, পুরুষের স্রষ্টা হলো নারী। তাই সাহিত্য ও সিনেমাসহ শিল্পের সবক্ষেত্রে তাকে স্থান দেওয়া প্রয়োজন। তারা বরাবরই নারীদের গল্প বলেছেন পর্দায়।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার দারুণ সাফল্যের পর দর্শকরা সঞ্জয়লীলা বনসালির পরবর্তী কাজ দেখার অপেক্ষায়। অবশেষে নীরবতা ভেঙে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি। এবার ডিজিটাল জগতে নাম লেখাচ্ছেন ৫৯ বছর বয়সী এই নির্মাতা।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
