ঢালিউড
বিমানবন্দর থেকে গ্রেফতারের পর কারাগারে মাহি

মাহিয়া মাহি (ছবি: ইনস্টাগ্রাম)
ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আজ (১৮ মার্চ) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কার্যালয়ে নেওয়া হয়। সবশেষে কারাগারে নেওয়া হয়েছে এই তারকাকে।
মাহিয়া মাহির স্বামী রকিব সরকার গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তারা একসঙ্গে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। তবে মাহির সঙ্গে দেশে ফেরেননি রকিব।

মাহিয়া মাহি ও রাকিব সরকার (ছবি: ইনস্টাগ্রাম)
জানা গেছে, গতকাল (১৭ মার্চ) সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শো-রুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন মাহি। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে রাতে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া এর বাদী।

মাহিয়া মাহি (ছবি: ফেসবুক)
এছাড়া জমি দখলের অভিযোগে মাহি-রকিব দম্পতির বিরুদ্ধে হুকুমের আসামি করে আরেকটি মামলা করেছেন গাজীপুরের বাসিন্দা ইসমাইল হোসেন।
ফেসবুক লাইভে মাহি দাবি করেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম আছে। সেখানে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তারা শোরুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাব, দরজা-জানালা, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ড খুলে ফেলেছে। অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

মাহিয়া মাহি (ছবি: ইনস্টাগ্রাম)
ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকার নামে দুইজনের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন মাহি। তার ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন ইসমাইল হোসেন। তিনি পাল্টা অভিযোগ তোলেন, রকিব তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো-রুম বানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দফতরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রকিব সরকারের সঙ্গে ভালোবেসে ঘর বাঁধেন মাহিয়া মাহি। তাদের প্রথম সন্তান দুই মাসের মধ্যে পৃথিবীর আলো দেখার অপেক্ষায়।
এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। গত বছরের জুনে তাদের ডিভোর্স হয়। ০১৫ সালের ১৫ মে কাজী অফিসে গিয়ে শাওন নামে একজনকে বিয়ে করেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস