ঢালিউড
গোয়েন্দা কার্যালয়ে শাকিব

শাকিব খান (ছবি: ফেসবুক)
ঢালিউড সুপারস্টার শাকিব খান এখন ঢাকার মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে। ব্যক্তিগত বিষয় নিয়ে গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি। আজ (১৯ মার্চ) বিকেলে গোয়েন্দা কার্যালয়ে তার যাওয়ার খবর পাওয়া গেছে বিভিন্ন সূত্রে।
ধারণা করা হচ্ছে, রহমত উল্ল্যাহ নামের একজন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজকের ব্যাপারে কথা বলবেন শাকিব। ১৫ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ এফডিসির কয়েকটি সংগঠনে শাকিব খানের বিরুদ্ধে অপেশাদার আচরণ, ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ওই প্রযোজক। সেই অভিযোগপত্রে তিনি দাবি করেন, ২০১৮ সালে ‘সুপার হিরো’ সিনেমার শুটিং করতে গিয়ে অস্ট্রেলিয়ায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন শাকিব।

শাকিব খান (ছবি: ফেসবুক)
গত ১৬ মার্চ বিকেলে রহমত উল্ল্যাহর সঙ্গে বৈঠকে বসে সমঝোতার চেষ্টা করেন শাকিব। কিন্তু তাতে কোনও ফল হয়নি। তাই গতকাল (১৮ মার্চ) দিবাগত রাতে ওই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে ঢাকার গুলশান থানায় যান শাকিব। তবে পুলিশ মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে।
থানা থেকে বেরিয়ে শাকিব অভিযোগ তোলেন, রহমত উল্ল্যাহ নিজেকে প্রযোজক দাবি করলেও তিনি তা নন। ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার মূল প্রযোজক জানে আলম। চুক্তিপত্রে তার নাম আছে। রহমত উল্ল্যাহকে ‘ভুয়া প্রযোজক’ হিসেবে আখ্যা দেন তিনি।

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)
অস্ট্রেলিয়ায় গ্রেফতার হওয়ার দাবি প্রসঙ্গে শাকিব বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমার বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে সেখানে আমার বিচার না হওয়া পর্যন্ত তো আমি আসতে পারতাম না। অস্ট্রেলিয়া থেকে যদি পালিয়ে আসা যায়, তাহলে সেখানকার আইনের প্রতি কারও আস্থা থাকতো না। সে (রহমত উল্ল্যাহ) যে মামলার নম্বর উল্লেখ করেছে, ওটা মূলত একটি ইভেন্ট নম্বর। তার কথার পরতে পরতে মিথ্যা।’
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস