গান বাজনা
স্পটিফাই থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলিউডের অনেক গান

আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান অভিনীত ‘কলঙ্ক’ সিনেমার টাইটেল গান স্পটিফাইতে এখন আর নেই (ছবি: টুইটার)
মিউজিক অ্যাপ স্পটিফাই লাইসেন্স সংক্রান্ত জটিলতায় ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান জি মিউজিকের সব গান সরিয়ে নিয়েছে। ফলে এই প্ল্যাটফর্মে বলিউডের অনেক জনপ্রিয় গান খুঁজে পাচ্ছেন না শ্রোতারা।
দুই সপ্তাহ ধরে ভারতে স্পটিফাই অ্যাপে শীর্ষে থাকা ‘ভেড়িয়া’ সিনেমার ‘আপনা বানা লে’ গানটি আর স্পটিফাইতে নেই। এছাড়া ‘পিকু’ এবং ‘সাইরাত’ সিনেমার গানের অ্যালবামও পাওয়া যাচ্ছে না।
এ প্রসঙ্গে আমেরিকান সংগীত ও বিনোদনমূলক ম্যাগাজিন বিলবোর্ডকে স্পটিফাই উল্লেখ করেছে, স্পটিফাই এবং জি মিউজিক লাইসেন্স নবায়নের চুক্তি বিষয়ে আলোচনা করে সমাধানে পৌঁছাতে পারেনি।
মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মটি যোগ করেছে, জি মিউজিকের সঙ্গে চুক্তির জন্য নানান উপায় খুঁজে পেতে চেষ্টা করেছে স্পটিফাই। শিগগিরই একটি পারস্পরিক সম্মতিতে সমাধান খুঁজে পাওয়ার আশায় দুই পক্ষের আলোচনা অব্যাহত থাকবে।
বিলবোর্ড জানিয়েছে, জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেসের চিফ বিজনেস অফিসার অনুরাগ বেদি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার গান এখন শোনা যাচ্ছে না স্পটিফাইতে (ছবি: টুইটার)
ভারতের জন্য স্পটিফাইয়ের দৈনিক শীর্ষ ২০০ গানের চার্টে জি মিউজিকের অসংখ্য গান রয়েছে। এরমধ্যে অন্যতম ‘কালা চশমা’ (বার বার দেখো), ‘মালহারি’ (বাজিরাও মাস্তানি), ‘মেইয়া ম্যায়নু’ (জার্সি), ‘কলঙ্ক’ সিনেমার টাইটেল গান, ‘পাল পাল দিল কে পাস’, ‘মাখনা’ (ড্রাইভ), ‘নমো নমো’ (কেদারনাথ), ‘জালিমা’ (রইস)।
কিন্তু স্পটিফাই ও জি মিউজিকের মধ্যে সৃষ্ট জটিলতার কারণে নতুন চুক্তি না হওয়া পর্যন্ত এসব গান এই প্ল্যাটফর্মে পাওয়া যাবে না।
অন্যদিকে জি মিউজিক কোম্পানির সব ক্যাটালগ স্পটিফাই বাদ দেওয়ায় শ্রোতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেন এ বিষয়টি তুলে ধরেছেন।
টি-সিরিজের পর সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার থাকা ভারতীয় মিউজিক চ্যানেল হলো জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস