Connect with us

ঢালিউড

জয়ার ‘নকশীকাঁথার জমিন’ ছাড়পত্র পেলো বিনা কর্তনে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘নকশীকাঁথার জমিন’ সিনেমায় জয়া আহসান (ছবি: টিএম ফিল্মস)

বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশীকাঁথার জমিন’। প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নী খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আকরাম খান পরিচালিত ‘নকশীকাঁথার জমিন’ দেখে নির্মাতা ও কলাকুশলীদের প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। সরকারি অনুদান ও টিএম ফিল্মস প্রযোজিত সিনেমাটি দর্শকদের ভালো লাগবে বলে তাদের আশা।

‘নকশীকাঁথার জমিন’ সিনেমায় জয়া আহসান (ছবি: টিএম ফিল্মস)

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা তুলে ধরা হয়েছে ‘নকশীকাঁথার জমিন’ সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে ইরেশ যাকের ও রওনক হাসানকে। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

জয়া আহসান

‘নকশিকাঁথার জমিন’ সিনেমায় জয়া আহসান ও সেঁওতি (ছবি: টিএম ফিল্মস)

গত মাসে বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ান কম্পিটিশন শাখায় ১৪টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় ‘ভিরাটাপুরা ভিরাগি’র সঙ্গে যৌথভাবে তৃতীয় হয়েছে ‘নকশীকাঁথার জমিন’। এর আগে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয় ‘নকশীকাঁথার জমিন’।

ঢালিউড

ঈদে আসবে না ‘জংলি’, পেছানোর কারণ কী?

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জংলি’র শুটিংয়ে সিয়াম আহমেদ (ছবি: ফেসবুক)

চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির ‘জংলি’ আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু সিনেমাটি পিছিয়ে গেছে। প্রশ্ন উঠেছে, ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’-এর সঙ্গে পেরে না ওঠার শঙ্কাই কি এর কারণ?

গত ২৯ মার্চ নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ‘জংলি’র প্রচারণামূলক একটি পোস্টার শেয়ার দেন সিয়াম। এতে তাকে নতুন রূপে পাওয়া গেছে। পোস্টারে ঈদুল আজহায় মুক্তির প্রসঙ্গ উল্লেখ ছিলো। সিয়ামও সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘দেখা হবে কোরবানির ঈদে!’

‘জংলি’র ফার্স্টলুকে সিয়াম আহমেদ (ছবি: টাইগার মিডিয়া)

‘জংলি’ পরিচালনা করছেন এম রাহিম। তিনি বলেন, ‘সময়স্বল্পতার কারণে আমাদের পিছিয়ে যেতে হলো। দর্শকদের যে মানের সিনেমা উপহার দিতে চাই আমরা, ঈদে মুক্তি দিতে গেলে সেটি সম্ভব হবে না। আর এ ধরনের সিনেমার মানের সঙ্গে আপস করা ঠিক হবে না।’

আউটডোর শুটিংয়ে প্রচণ্ড গরম ও ঘূর্ণিঝড় রিমালের নেতিবাচক প্রভাবকে ঈদে মুক্তি থেকে পিছিয়ে যাওয়ার আরেকটি কারণ হিসেবে জানিয়েছেন পরিচালক। এরমধ্যেও ভারতে পোস্ট-প্রোডাকশনের কাজ এগিয়ে নেওয়া হয়েছে। আর ঢাকায় শুটিংয়ের পাশাপাশি ডাবিং অব্যাহত ছিলো।

এম রাহিম (ছবি: ফেসবুক)

রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার কারণে কি ‘জংলি’ পিছিয়ে গেলো? এম রাহিম উত্তরে বলেন, “দুটি একই ঘরানার সিনেমা নয়। সেজন্য ‘তুফান’ আসবে জেনেই আমরা ঈদে মুক্তির ঘোষণা দিয়েছিলাম। আমাদের বিশ্বাস, দর্শকরা ‘জংলি’ দেখতে সিনেমাহলে আসবে। তাদের প্রতিশ্রুতি দিচ্ছি, ঈদের আমেজ থাকতে থাকতেই ভালো মানের একটি সিনেমা নিয়ে হাজির হবো আমরা।”

‘জংলি’ সিনেমায় শবনম বুবলী ও সিয়াম আহমেদ (ছবি: ফিলম্যান প্রোডাকশন হাউস)

এম রাহিম পরিচালিত প্রথম সিনেমা ‘শান’ মুক্তি পায় ২০২২ সালে। এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ। তার বিপরীতে ছিলেন পূজা চেরি। ‘জংলি’তে সিয়াম ও শবনম বুবলী জুটি বেঁধেছেন। রায়হান রাফীর ‘টান’ ওয়েব ফিল্মে তাদের রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের।

‘জংলি’তে আরো অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। সিনেমাটির সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।

পড়া চালিয়ে যান

ঢালিউড

জোড়া সিনেমা নিয়ে ফিরছেন আফরান নিশো

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আফরান নিশো (ছবি: ফেসবুক)

‘সুড়ঙ্গ’ পেরিয়ে ফিরছেন অভিনেতা আফরান নিশো। নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দুটিতেই প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। তবে পরিচালক ও ছবি দুটির নাম এখনো জানা যায়নি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এসব ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

নতুন সিনেমা দুটি প্রযোজনা করবে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ও ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও এসভিএফ-এর চেয়ারম্যান মহেন্দ্র সোনি।

২০২৩ সালে ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। এতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এরপর থেকে তার নতুন কাজের ব্যাপারে কৌতূহল ছিলো ভক্ত-দর্শকদের। অবশেষে বড় পর্দায় ফেরার সুখবর দিলেন তিনি।

পড়া চালিয়ে যান

ঢালিউড

‘তুফান’ টিজারে শাকিবের হুংকার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’-এর টিজার প্রকাশ্যে এলো। রায়হান রাফীর পরিচালনায় এতে অপ্রতিরোধ্য গ্যাংস্টারের আমেজে দেখা গেছে তাকে। বিভিন্ন অ্যাকশন দৃশ্যে তার লুক ও মেজাজ আভাস দিচ্ছে, তুফান বয়ে যাবে সিনেমাহলে!

১ মিনিট ২৮ সেকেন্ডের টিজারের শুরুতে শাকিব বলেন, ‌‘পূর্বের কথা মোতাবেক, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবো। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউই রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে…।’ এরপরই শুরু হয় তার আগ্রাসী কর্মকাণ্ড।

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

টিজারে শেষ দৃশ্যের আগে অন্যমাত্রা নিয়ে হাজির হন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি উপহাস মোড়ানো হাসি দিয়ে বলেন, ‘তুফান খুব ভয় পাইছিরে।’ এরপর বাথটাবে পানিতে বসে থাকা শাকিব হুংকার ছাড়েন।

‘তুফান’ সিনেমার টিজারে চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)

গতকাল (৭ মে) বিকেলে সিনেমাটির তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি ও এসভিএফ-এর সোশ্যাল মিডিয়া পেজে ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় টিজার।

টিজারে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে টাইটেল গান। এর কথা এমন– ‘প্রলয়ের তুফান, আসছে এ তুফান, প্রলয়ের তুফান, থামাও এ তুফান’। এটি গেয়েছেন আরিফ রহমান জয়। তার সঙ্গে সহ-কণ্ঠ দিয়েছেন সাম্যব্রত দৃপ্ত। র‍্যাপ গেয়েছেন র‍্যাপস্টা দাদু। এর কথা লিখেছেন তাহসান শুভ, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

টিজার প্রসঙ্গে পরিচালক রায়হান রাফী বলেন, “বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুনভাবে চেনাবে ‘তুফান’। অনেক সিনেমা ইন্ডাস্ট্রি পরিবর্তন করে। ‘তুফান’ তেমন একটি সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার মানদণ্ড অন্য উচ্চতায় নিয়ে যাবে। বলা যায়, ‘তুফান’ আমার জীবনের একটি স্বপ্নের প্রকল্প। শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়া আশীর্বাদ।”

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

‘তুফান’ দর্শকের মধ্যে ঝড় তুলবে বলে আশাবাদী এসভিএফ-এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনজনই জানিয়েছেন, টিজার প্রকাশের পর দারুণ সাড়া মিলছে।

আসন্ন ঈদুল আজহায় সিনেমাহলে মুক্তি পাবে ‘তুফান’। এতে শাকিব ও চঞ্চলের পাশাপাশি অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অনেকেই।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ