ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২৩: সন্তানসম্ভবা স্ত্রীর ধর্মঘটে থাকার খবর দিলেন স্বামী, প্রধান বিচারকের সংহতি

(বাঁ থেকে) পল ড্যানো, আতিক রহিমি, দামিয়ান সিফ্রন, ব্রি লারসন, জুলিয়া দুকুরনো, রুবেন অস্টলান্ড, মরিয়ম টুজানি, দঁনি মিনোশেঁ ও রুঙ্গানো নিয়োনি (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম বিজয়ী নির্বাচন করবেন যারা, সেই বিচারকদের নেতৃত্ব দেবেন সুইডিশ পরিচালক রুবেন অস্টলান্ড। মূল প্রতিযোগিতা শাখার জুরি প্রেসিডেন্ট ধর্মঘটে থাকা হলিউডের হাজার হাজার চলচ্চিত্র ও টিভি লেখকের প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, ‘কাজের অবস্থা পরিবর্তনের একমাত্র পথ হলো শ্রমশক্তি।’

রুবেন অস্টলান্ড (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)
গত বছর অর্থনৈতিক বৈষম্য বিশ্লেষণের বিদ্রুপাত্মক সিনেমা ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ পরিচালনা করে স্বর্ণপাম জেতেন রুবেন অস্টলান্ড। এর আগে ২০১৭ সালে শিল্পকলা সম্পর্কিত বিদ্রুপাত্মক সিনেমা ‘দ্য স্কয়ার’ তার হাতে এনে দেয় এই পুরস্কার।

রুবেন অস্টলান্ড ও ব্রি লারসন (ছবি: টুইটার)
গতকাল (১৬ মে) কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুবেন অস্টলান্ড বলেন, ‘একই পেশার মানুষের মধ্যে জোরালো সমষ্টিগত অনুভূতি কাজ করে দেখে ভালো লাগছে। সেজন্য রাজপথে নেমে ধর্মঘট করার সাহস মিলছে। এভাবেই নিজেদের পেশার অবস্থার পরিবর্তন করা যাবে। তাই আমি আন্দোলনকারীদের বলতে চাই, এগিয়ে যান।’

(বাঁ থেকে) দঁনি মিনোশেঁ, পল ড্যানো, রুবেন অস্টলান্ড, দামিয়ান সিফ্রন ও আতিক রহিমি (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)
স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফেবলম্যানস’ সিনেমার অভিনেতা পল ড্যানো জানিয়েছেন, ফরাসি উপকূলে চলমান উৎসব শেষে আমেরিকায় ফেরা মাত্রই ধর্মঘটে অংশ নেওয়ার পরিকল্পনা আছে তার। তিনি বলেন, ‘আমার স্ত্রী এখন ধৰ্মঘটে। তার গর্ভে আমাদের ছয় মাসের সন্তান। দেশে ফিরেই আমি তার সঙ্গে আন্দোলনে শামিল হবো।’

(বাঁ থেকে) রুঙ্গানো নিয়োনি, জুলিয়া দুকুরনো, রুবেন অস্টলান্ড ও ব্রি লারসন (ছবি: টুইটার)
নেটফ্লিক্স এবং ওয়াল্ট ডিজনির মতো হলিউডের প্রথম সারির প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারিশ্রমিক বৃদ্ধির ব্যাপারে নতুন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে গত ২ মে ধর্মঘট শুরু করে রাইটার্স গিল্ড অব আমেরিকা (ডব্লিউজিএ)। ১৫ বছরের মধ্যে এবারই প্রথম কাজ বন্ধের আহ্বান জানালো সংগঠনটি। ধারণা করা হচ্ছে, এবারের গ্রীষ্মে এবং সম্ভবত এরপরেও ধর্মঘট অব্যাহত থাকতে পারে।

মূল প্রতিযোগিতা শাখার ৯ বিচারক (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)
স্বর্ণপাম পুরস্কার জয়ী নির্বাচনের বিচারক প্যানেল
-রুবেন অস্টলান্ড (সুইডিশ পরিচালক, ট্রায়াঙ্গেল অব স্যাডনেস)
-জুলিয়া দুকুরনো (ফরাসি পরিচালক, তিতান)
-দামিয়ান সিফ্রন (আর্জেন্টাইন পরিচালক, ওয়াইল্ড টেলস)
-আতিক রহিমি (ফরাসি-আফগান কথাসাহিত্যিক, ব্লাড অ্যান্ড অ্যাশেজ)
-পল ড্যানো (আমেরিকান অভিনেতা, দেয়ার উইল বি ব্লাড)
-ব্রি লারসন (আমেরিকান অভিনেত্রী, ক্যাপ্টেন মারভেল)
-রুঙ্গানো নিয়োনি (জাম্বিয়ান-ওয়েলশ চিত্রনাট্যকার, আই অ্যাম নট অ্যা উইচ)
-দঁনি মিনোশেঁ (ফরাসি অভিনেতা, ইঙ্গলোরিয়াস বাস্টার্ডস)
-মরিয়ম টুজানি (মরোক্কান পরিচালক, দ্য ব্লু কাফতান)
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
