ফিল্ম ফেস্টিভ্যাল
স্বর্ণপামের জন্য ফেভারিট সিনেমাটি জিতলো ফিপরেসি পুরস্কার

‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমার দৃশ্য (ছবি: এ২৪)
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসরে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেসি) দৃষ্টিতে মূল প্রতিযোগিতা শাখা থেকে সেরা হয়েছে জনাথন গ্লেজার পরিচালিত ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। আজ (২৭ মে) বিকেল ৩টায় ৩০ মিনিটে উৎসবের মূলকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনে এই ঘোষণা দেওয়া হয়।
সমালোচকদের ভূয়সী প্রশংসা পাওয়ায় ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ স্বর্ণপামের দৌড়ে সবচেয়ে ফেভারিট। এটি তৈরি হয়েছে ২০১৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে। গত ১৯ মে কান উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের দিনেই বইটির ব্রিটিশ লেখক মার্টিন অ্যামিস (৭৩) মারা গেছেন।

(বাঁ থেকে) প্রযোজক জেমস উইলসন, সান্ড্রা হুলার, জনাথন গ্লেজার, ক্রিস্টিয়ান ফ্রিডেল ও প্রযোজক এভা পুশসিনস্কা (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)
‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমার গল্প একজন উচ্চপদস্থ এসএস অফিসারের পরিবারকে কেন্দ্র করে, যারা পোল্যান্ডের আউশউইৎস বন্দিশিবিরের পাশেই বসতি গড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেখানে ১১ লাখের বেশি মানুষকে হত্যা করেছিল নাৎসিরা। বন্দিদের ক্রমাগত চিৎকার, বন্দুকের গুলি এবং গ্যাস চেম্বার থেকে ছড়ানো ধোঁয়া পরিবারটিকে তাড়া করে।

সান্ড্রা হুলার ও ক্রিস্টিয়ান ফ্রিডেল (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)
সিনেমাটির পুরো শুটিং হয়েছে আউশউইৎসে। কমান্ড্যান্ট রুডলফ হোস চরিত্রে অভিনয় করেছেন জার্মান অভিনেতা ক্রিস্টিয়ান ফ্রিডেল। রুডলফ হোসের স্ত্রী হেদবিৎসের ভূমিকায় অভিনয় করেছেন জার্মান অভিনেত্রী সান্ড্রা হুলার।
আঁ সাঁর্তা রিগা শাখায় নির্বাচিত সিনেমার মধ্য থেকে চিলির ফেলিপে গালভেজ আবের্লে পরিচালিত ‘দ্য সেটেলার্স’কে সেরার স্বীকৃতি দিয়েছে ফিপরেসি। এটি তার প্রথম সিনেমা। ১৯০১ সালে পটভূমিতে তিন ব্যক্তিকে কেন্দ্র করে এর গল্প। স্প্যানিশ একজন জমির মালিক তার সম্পত্তি চিহ্নিত করতে তাদের ভাড়া করে। এতে নির্মাণশৈলীর মাধ্যমে দক্ষতার সঙ্গে লাতিন আমেরিকান উপনিবেশের ইতিহাসে অন্তর্নিহিত তাৎপর্যপূর্ণ এবং উপেক্ষিত সামাজিক-রাজনৈতিক দ্বন্দ্বের ওপর আলোকপাত করার গল্প বলেছেন তিনি।
ইন্টারন্যাশনাল ক্রিটিকস’ উইক থেকে সেরা হয়েছে ব্রাজিলের লিলা হালাহ পরিচালিত প্রথম সিনেমা ‘পাওয়ার অ্যালি’। এর গল্প প্রতিভাবান ভলিবল খেলোয়াড় সোফিয়াকে কেন্দ্র করে। হঠাৎ নিজেকে গর্ভবতী আবিষ্কার করে সে।
ফিপরেসির জুরি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তাইওয়ানের সিন ওয়াং। তার নেতৃত্বে বিচারক ছিলেনব জার্মানির টমাস আবেলটাউজার, ফ্রান্সের অলিভিয়ের বাশেলার ও লিওঁ ক্যাতোঁ, বেলজিয়ামের কোঁস্তো কার্বোনেল, ইতালির আন্দ্রেয়া ক্রৎসোলি, দক্ষিণ কোরিয়ার ইয়ংমি হোয়াং, কারেন ক্রিজানোভিচ ও উরুগুয়ের নিকোলাস মেদিনা।
আজ বিকেলে পালে দে ফেস্টিভ্যাল ভবনেই মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত সিনেমার মধ্য থেকে ভিম ভেন্ডার্সের ‘পারফেক্ট ডেজ’ সিনেমা পেয়েছে ইকুমেনিকাল জুরি অ্যাওয়ার্ড। এছাড়া স্বীকৃতি দেওয়া হয়েছে কেন লোচের ‘দ্য ওল্ড ওক’ সিনেমাকে।
এদিকে কানের প্যারালাল শাখা ডিরেক্টর’স ফোর্টনাইটে সেরা ইউরোপিয়ান সিনেমা হিসেবে ইউরোপা সিনেমাস লেবেল অ্যাওয়ার্ড জিতেছে স্পেনের এলেনা মার্তিন হিমেনো পরিচালিত ‘ক্রেয়াতুরা’। সেরা ফরাসি ভাষার সিনেমা হিসেবে এসএসিডি অ্যাওয়ার্ড পেয়েছে ফ্রান্সের পিয়ের ক্রোঁতো পরিচালিত ‘অ্যা প্রিন্স’। ক্যারোস দ’র সম্মানে ভূষিত হয়েছেন সুলেমান সিসে।
- 
																	   ছবিঘর2 years ago ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি 
- 
																	   বলিউড3 years ago বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ! 
- 
																	   নাটক3 years ago নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড় 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন 
- 
																	   ওয়ার্ল্ড সিনেমা2 years ago ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত 
- 
																	   ঢালিউড2 years ago ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা 
- 
																	   ঢালিউড3 years ago ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস 

 
								 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											