
আদনান আল রাজীব ও তৌফিক বারহোম (ছবি: কান উৎসব)
কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম অর্জন। তাই অভিনন্দনে ভাসছেন আদনান আল রাজীব। শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তার পরিচালিত ‘আলী’র কলাকুশলীরা। ৭৮তম কান উৎসবের শর্টফিল্ম প্রতিযোগিতায় স্পেশাল মেনশন সম্মান পেয়েছে বাংলাদেশের ছবিটি। আদনান আল রাজীবকে তার ও ‘আলী’র নাম সংবলিত একটি সনদ দিয়েছে আয়োজকরা।
গতকাল (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানের শুরুতে শর্টফিল্ম বিভাগের পুরস্কার বিতরণ করা হয়। এবারের আসরের শর্টফিল্ম ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে ‘আলী’ ও আদনান আল রাজীবকে স্পেশাল মেনশন প্রদানের ঘোষণা দেন। তখন মিলনায়তন ভর্তি অতিথিরা করতালি দিলে আদনান আল রাজীব আসন থেকে উঠে দাঁড়ান। তাকে জড়িয়ে ধরেন ‘আলী’র অন্যতম প্রযোজক তানভীর হোসেন।

কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনে আদনান আল রাজীবের সঙ্গে ‘আলী’ টিম (ছবি: রানআউট ফিল্মস)
শর্টফিল্ম বিভাগে স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’। শর্টফিল্ম ও লা সিনেফ শাখায় মারেন আদের নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া, ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ। গতকাল গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে তারাও ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে পালে দে ফেস্টিভ্যাল ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনে অংশ নেন আদনান আল রাজীব। তিনি বলেন, “যারা নিপীড়িত ও চুপ থাকতে বাধ্য হয় তাদের প্রতি এই শর্টফিল্ম উৎসর্গ করছি। আমরা সোচ্চার হওয়া, বলিষ্ঠ ও স্পষ্টভাবে কথা বলায় গুরুত্বারোপ করতে চাই। এটাই সবার জন্য গুরুত্বপূর্ণ। ‘আলী’ সবাইকে উৎসর্গ করছি যারা নীরব থাকতে বাধ্য হন। মানুষ যেন নিজেদের কণ্ঠস্বরে সব বলতে পারে সেজন্যই আমরা এই শর্টফিল্ম বানিয়েছি।”
স্পেশাল মেনশন সম্মান প্রাপ্তির পর সোশ্যাল মিডিয়ায় আদনান আল রাজীব লিখেছেন, ‘এটি বাংলাদেশের জন্য। কান উৎসবে ধন্যবাদ।’
এবারের আসরে জমা পড়ে ৪ হাজার ৭৮১টি শর্টফিল্ম। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১১টি শর্টফিল্ম। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি। ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারীকণ্ঠেও গাইতে পারে!

‘আলী’র দৃশ্য (ছবি: রানআউট ফিল্মস)
গত ২৩ মে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দুবুসি থিয়েটারে স্থানীয় সকাল ১১টায় ও বাজিন থিয়েটারে দুপুর ১টায় এবারের আসরে নির্বাচিত শর্টফিল্মগুলোর প্রদর্শনী হয়েছে। ‘আলী’র প্রদর্শনীতে আদনান আল রাজীবের সঙ্গে ছিলেন নাম ভূমিকায় অভিনয় করা নোয়াখালীর ছেলে আল আমিন, প্রযোজক তানভীর হোসেন, নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, শিল্প নির্দেশক শিহাব নুরুন নবী, কস্টিউম ডিজাইনার আনিকা জাহিন, লাইন প্রোডিউসার নিকিতা আহমেদ ও প্রধান সহকারী পরিচালক মিরাজ হোসেন।
কানের অফিসিয়াল সিলেকশনে শর্টফিল্ম বিভাগে ‘আলী’র মাধ্যমে প্রথমবার জায়গা পেয়েছে বাংলাদেশ। ২০২১ সালে আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ছিল কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে প্রয়াত তারেক মাসুদের ‘মাটির ময়না’ সমান্তরাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে ফিপরেসি পুরস্কার জিতেছে। আগের সব অর্জন ছাপিয়ে গেলো ‘আলী’।