Connect with us

টেলিভিশন

অভিনয়শিল্পী শাহবাজ সানী মারা গেছেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাহবাজ সানী (ছবি: ফেসবুক)

ছোট পর্দার তরুণ অভিনয়শিল্পী শাহবাজ সানী মারা গেছেন। গতকাল দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের সময় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শাহবাজ সানীর মৃত্যুর খবর আজ (১৬ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার প্রয়াণে শোক জানিয়েছেন টেলিভিশন অঙ্গনের অনেকে।

শাহবাজ সানী (ছবি: ফেসবুক)

জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়েন শাহবাজ সানী। তখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়। এর চার ঘণ্টা পর এই তরুণকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

শাহবাজ সানী (ছবি: ফেসবুক)

ইমরাউল রাফাত পরিচালিত ‘কাছে আসার পর’ নাটকের মাধ্যমে অভিনয়ে যুক্ত হয়েছিলেন শাহবাজ সানী। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর ‘আব্দুল্লাহ’ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে। তার অভিনীত নাটকের তালিকায় রয়েছে ‘চরের মাস্টার, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ