Connect with us

গান বাজনা

আলিয়ঁস ফ্রঁসেজে ‘ফেত দো লা মিউজিক’ সবার জন্য উন্মুক্ত

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ফেত দো লা মিউজিক (ছবি: আলিয়ঁস ফ্রঁসেজ)

বিশ্ব সংগীত দিবসকে সামনে রেখে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা আয়োজন করেছে ‘ফেত দো লা মিউজিক ২০২৩’। এতে থাকছে বাংলা, ইংরেজি এবং ফরাসি ভাষায় একক ও দলীয় গানের পাশাপাশি পিয়ানো, গিটার আর বাঁশির সুরের মূর্ছনা।

ঢাকার ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে আজ (১৭ জুন) বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে সংগীত উৎসবটি। চলবে রাত ৯টা পর্যন্ত। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

নানান আঙ্গিকের গান-বাজনা ছড়িয়ে দেওয়া এবং সুরে সুরে মানুষের মধ্যে বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে উন্মুক্ত পরিবেশে সংগীত পরিবেশনা হলো ফেত দো লা মিউজিকের মূল ধারণা। এটি সবার জন্য উন্মুক্ত থাকে। সেজন্য রাস্তা, পার্ক, জাদুঘর, রেলস্টেশন ও ঐতিহাসিক দুর্গের সামনে খোলা জায়গায় সংগীত পরিবেশন করে থাকে বিভিন্ন অর্কেস্ট্রা, অপেরা ও কয়্যার। এভাবে সংগীত ছড়িয়ে পড়ে শহর ও আশেপাশের এলাকায়। সেই সঙ্গে বন্ধুত্বের বন্ধন গড়ে ওঠে নতুন ও দক্ষ শিল্পীদের মধ্যে।

ফ্রান্সে ফেত দো লা মিউজিক প্রথম উদযাপন হয় ১৯৮২ সালে। ১৯৮১ সালে তৎকালীন ফরাসি সংস্কৃতিমন্ত্রী এই উদ্যোগ নেন। পরবর্তী সময়ে প্রতি বছর ২১ জুন বিশ্বের শতাধিক দেশে বিশ্ব সংগীত দিবস উদযাপন হয়ে আসছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ