Connect with us

বলিউড

এক গানের জন্য ২০ দিন মহড়া

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কিয়ারা আদভানি ও ভিকি কৌশল

‘গোবিন্দ নাম মেরা’য় কিয়ারা আদভানি ও ভিকি কৌশল (ছবি: ধর্মা প্রোডাকশন্স)

বলিউড অভিনেতা ভিকি কৌশল এবার ‘গোবিন্দ নাম মেরা’য় মসলাদার বাণিজ্যিক সিনেমার নায়ক হিসেবে বড় পর্দায় আসছেন। গত সপ্তাহে এর ট্রেলার প্রকাশিত হয়েছে। এবার এলো ‘বিজলি’ শিরোনামের আকর্ষণীয় একটি গান। এতে কিয়ারা আদভানিকে মহারাষ্ট্রীয় সাজে এবং ভিকিকে রংবাজের বেশভূষায় দেখা গেছে। জানেন কি, গানটিতে কাজ করার সময় কতটা উচ্ছ্বসিত ছিলেন এই দুই তারকা?

কিয়ারা আদভানি, ভিকি কৌশল ও ভূমি পেডনেকর

‘গোবিন্দ নাম মেরা’র প্রচারণায় কিয়ারা আদভানি, ভিকি কৌশল ও ভূমি পেডনেকর (ছবি: ইনস্টাগ্রাম)

‘বিজলি’র নৃত্য পরিচালনা করেছেন গনেশ আচার্য। পরিচালক শশাঙ্ক খৈতানের কাছে এই তথ্য জেনে ভিকি ও কিয়ারা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তারা এতে পারফর্ম করার জন্য এতোটাই মুখিয়ে ছিলেন যে, ২০ দিন ধরে নাচের মহড়া করেছেন। এমনকি ছুটির দিনেও বাদ দেননি।

কিয়ারা আদভানি, ভিকি কৌশল ও ভূমি পেডনেকর

‘গোবিন্দ নাম মেরা’র প্রচারণায় কিয়ারা আদভানি, ভিকি কৌশল ও ভূমি পেডনেকর (ছবি: ইনস্টাগ্রাম)

শুটিংয়ের পর শশাঙ্ককে ডেকে গনেশ আচার্য বলেন, কোনো তারকাকে এতো উৎসাহী কখনও দেখেননি। একদিন মহড়ায় ভিকি ও কিয়ারা এসে নাচতে শুরু করেন।

ভূমি পেডনেকর, ভিকি কৌশল ও কিয়ারা আদভানি

‘গোবিন্দ নাম মেরা’র পোস্টারে ভূমি পেডনেকর, ভিকি কৌশল ও কিয়ারা আদভানি (ছবি: ধর্মা প্রোডাকশন্স)

করণ জোহর প্রযোজিত কমেডি-সাসপেন্স ধর্মী সিনেমা ‘গোবিন্দ নাম মেরা’য় ভিকি কৌশলকে পোড় খাওয়া নৃত্য পরিচালকের ভূমিকায় দেখা যাবে। কিয়ারা আদভানি তার নৃত্যসঙ্গী ও প্রেমিকা। এতে আরও অভিনয় করেছেন ভূমি পেডনেকর। তিনি আছেন গোবিন্দর স্ত্রীর চরিত্রে, যার অন্য একজনের সঙ্গে সম্পর্ক আছে। ডিজনি প্লাস হটস্টারে আগামী ১৬ ডিসেম্বর এটি মুক্তি পাবে।

কিয়ারা আদভানি, ভিকি কৌশল ও ভূমি পেডনেকর

‘গোবিন্দ নাম মেরা’র পোস্টারে কিয়ারা আদভানি, ভিকি কৌশল ও ভূমি পেডনেকর (ছবি: ধর্মা প্রোডাকশন্স)

এর আগে ‘লাস্ট স্টোরিস’ (২০১৮) সিনেমায় ৩০ বছর বয়সী কিয়ারা এবং ‘ভূত- পার্ট ওয়ান: দ্য হান্টেড শিপ’-এ (২০২০) ৩৩ বছর বয়সী ভূমির সঙ্গে অভিনয় করেছেন ৩৪ বছর বয়সী ভিকি। দুটোই প্রযোজনা করেছেন করণ জোহর।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ