বলিউড
এক গানের জন্য ২০ দিন মহড়া

‘গোবিন্দ নাম মেরা’য় কিয়ারা আদভানি ও ভিকি কৌশল (ছবি: ধর্মা প্রোডাকশন্স)
বলিউড অভিনেতা ভিকি কৌশল এবার ‘গোবিন্দ নাম মেরা’য় মসলাদার বাণিজ্যিক সিনেমার নায়ক হিসেবে বড় পর্দায় আসছেন। গত সপ্তাহে এর ট্রেলার প্রকাশিত হয়েছে। এবার এলো ‘বিজলি’ শিরোনামের আকর্ষণীয় একটি গান। এতে কিয়ারা আদভানিকে মহারাষ্ট্রীয় সাজে এবং ভিকিকে রংবাজের বেশভূষায় দেখা গেছে। জানেন কি, গানটিতে কাজ করার সময় কতটা উচ্ছ্বসিত ছিলেন এই দুই তারকা?

‘গোবিন্দ নাম মেরা’র প্রচারণায় কিয়ারা আদভানি, ভিকি কৌশল ও ভূমি পেডনেকর (ছবি: ইনস্টাগ্রাম)
‘বিজলি’র নৃত্য পরিচালনা করেছেন গনেশ আচার্য। পরিচালক শশাঙ্ক খৈতানের কাছে এই তথ্য জেনে ভিকি ও কিয়ারা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তারা এতে পারফর্ম করার জন্য এতোটাই মুখিয়ে ছিলেন যে, ২০ দিন ধরে নাচের মহড়া করেছেন। এমনকি ছুটির দিনেও বাদ দেননি।

‘গোবিন্দ নাম মেরা’র প্রচারণায় কিয়ারা আদভানি, ভিকি কৌশল ও ভূমি পেডনেকর (ছবি: ইনস্টাগ্রাম)
শুটিংয়ের পর শশাঙ্ককে ডেকে গনেশ আচার্য বলেন, কোনো তারকাকে এতো উৎসাহী কখনও দেখেননি। একদিন মহড়ায় ভিকি ও কিয়ারা এসে নাচতে শুরু করেন।

‘গোবিন্দ নাম মেরা’র পোস্টারে ভূমি পেডনেকর, ভিকি কৌশল ও কিয়ারা আদভানি (ছবি: ধর্মা প্রোডাকশন্স)
করণ জোহর প্রযোজিত কমেডি-সাসপেন্স ধর্মী সিনেমা ‘গোবিন্দ নাম মেরা’য় ভিকি কৌশলকে পোড় খাওয়া নৃত্য পরিচালকের ভূমিকায় দেখা যাবে। কিয়ারা আদভানি তার নৃত্যসঙ্গী ও প্রেমিকা। এতে আরও অভিনয় করেছেন ভূমি পেডনেকর। তিনি আছেন গোবিন্দর স্ত্রীর চরিত্রে, যার অন্য একজনের সঙ্গে সম্পর্ক আছে। ডিজনি প্লাস হটস্টারে আগামী ১৬ ডিসেম্বর এটি মুক্তি পাবে।

‘গোবিন্দ নাম মেরা’র পোস্টারে কিয়ারা আদভানি, ভিকি কৌশল ও ভূমি পেডনেকর (ছবি: ধর্মা প্রোডাকশন্স)
এর আগে ‘লাস্ট স্টোরিস’ (২০১৮) সিনেমায় ৩০ বছর বয়সী কিয়ারা এবং ‘ভূত- পার্ট ওয়ান: দ্য হান্টেড শিপ’-এ (২০২০) ৩৩ বছর বয়সী ভূমির সঙ্গে অভিনয় করেছেন ৩৪ বছর বয়সী ভিকি। দুটোই প্রযোজনা করেছেন করণ জোহর।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস