Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

এবারের স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস জিতলেন যারা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘কনক্লেভ’ সিনেমার অভিনয়শিল্পীরা (বাঁ থেকে) সার্জিও কাস্তেলিত্তো, জন লিথগো, ইসাবেলা রসেল্লিনি ও র‌্যালফ ফাইনস (ছবি: এসএজি)

হলিউডের ৩১তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ স্বীকৃতি (সেরা অভিনয়শিল্পীর সমাহার) জিতলো ‘কনক্লেভ’। ফলে অস্কারের সেরা চলচ্চিত্র ‍পুরস্কার জয়ের মোমেন্টাম পেয়ে গেলো সিনেমাটি। এসএজি’র সাফল্যকে বরাবরই অস্কারের সূচক হিসেবে ভাবা হয়। কারণ এসএজি’র ১ লাখ ২২ হাজারের বেশি সদস্যের অধিকাংশই অস্কারের আয়োজক সংস্থা অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ভোটার। তাই অস্কারে কার কার জয় হতে পারে সেই ইঙ্গিত পাওয়া যায় এসএজি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকায়।

এসএজি অ্যাওয়ার্ডসের এবারের আসরে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ও টেলিভিশনে সেরা অভিনয়ের স্বীকৃতি দেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় ২৪ ফেব্রুয়ারি সকাল ৭টা) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়ামে জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আমেরিকান অভিনেত্রী ক্রিস্টেন বেল এই আয়োজন সঞ্চালনা করেছেন।

১৯৯৫ সাল থেকে দেওয়া হচ্ছে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস। ২০১২ সাল থেকে এসএজি-এফটিআরএ (স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস) যৌথভাবে এই পুরস্কার দিচ্ছে।

ডেমি মুর (ছবি: এসএজি)

৩১তম এসএজি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
পূর্ণদৈর্ঘ্য সিনেমার সেরা অভিনয়শিল্পীর সমাহার
কনক্লেভ

সেরা অভিনেতা
টিমোতি শ্যালামে (অ্যা কমপ্লিট আননোন)

টিমোতি শ্যালামে (ছবি: এসএজি)

সেরা অভিনেত্রী
ডেমি মুর (দ্য সাবস্ট্যৗান্স)

সেরা পার্শ্ব অভিনেতা
কিয়েরেন কালকিন (অ্যা রিয়েল পেইন)

কিয়েরেন কালকিন (ছবি: এসএজি)

সেরা পার্শ্ব অভিনেত্রী
জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)

পূর্ণদৈর্ঘ্য সিনেমার সেরা স্টান্টদের সমাহার
দ্য ফল গাই

জোয়ি সালদানিয়া (ছবি: এসএজি)

টেলিভিশন শাখা
ড্রামা সিরিজে সেরা অভিনয়শিল্পীর সমাহার (ড্রামা সিরিজ)
শোগান

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
হিরোয়ুকি সানাদা (শোগান)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
অ্যানা সোয়াই (শোগান)

কমেডি সিরিজে সেরা অভিনয়শিল্পীর সমাহার (কমেডি সিরিজ)
অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং

সেরা অভিনেতা (কমেডি সিরিজ)
মার্টিন শর্ট (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ)
জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা (টেলিভিশন মুভি অথবা লিমিটেড সিরিজ)
কলিন ফারেল (দ্য পেঙ্গুইন)

সেরা অভিনেত্রী (টেলিভিশন মুভি অথবা লিমিটেড সিরিজ)
জেসিকা গানিং (বেবি রেইন্ডিয়ার)

সেরা স্টান্টদের সমাহার (টেলিভিশন সিরিজ)
শোগান

আজীবন সম্মাননা (কর্মজীবনের সাফল্য ও মানবিক সহায়তায় অবদান)
জেন ফন্ডা

সিনেমাওয়ালা প্রচ্ছদ