Connect with us

সিনেমা রিভিউ

কী কারণে যেন আমরা আমাদের গল্প বলাটা কমিয়ে দিয়েছি: চঞ্চল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

চঞ্চল চৌধুরী (ছবি: ফেসবুক)

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘জানি না কী কারণে যেন আমরা আমাদের গল্প বলাটা কমিয়ে দিয়েছি! ধার করা বিদেশি গল্প দিয়ে, নানান চমক দেখিয়ে সিনেমা হিট করাতেই আমরা এখন বেশি ব‍্যতিব‍্যস্ত!’ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ও মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে এসব মন্তব্য করেন চঞ্চল। এর মাধ্যমে প্রায় একমাস পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। 

গতকাল দিবাগত রাত ১২টা ২১ মিনিটের সময় চঞ্চল নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘প্রিয় মালতী’ নিয়ে কিছু কথা লিখেছেন। এটি শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রথম সিনেমা। তার প্রসঙ্গে চঞ্চল উল্লেখ করেন, “শঙ্খর সঙ্গে আমার ব‍্যক্তিগত সম্পর্ক এতোই গভীর যে, ওর কাজ নিয়ে নিরপেক্ষভাবে কিছু বলা আমার জন‍্য অনেকটাই কঠিন। শঙ্খর সঙ্গে আমার বছর পাঁচেকের সম্পর্ক। ‘বলী’ ওয়েব সিরিজের মাধ‍্যমে ওর পরিচালনায় অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে আমার। তারপর ওর নির্মিত ওয়েব ফিল্ম ‘গুটি’ দেখেছি। সবসময়ই মনে হয়েছে পরিচ্ছন্ন নির্মাণে ওর আলাদা একটা বৈশিষ্ট্য আছে। প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’র মাধ্যসে সেটি আবার প্রমাণ করেছে সে।”

(বাঁ থেকে) শঙ্খ দাশগুপ্ত, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব ও রেদওয়ান রনি (ছবি: চরকি)

চঞ্চল মনে করেন, এই সময়ে এরকম গল্পের একটি সিনেমা খুব দরকার ছিলো। এক্ষেত্রেও শঙ্খ দাশগুপ্তের প্রশংসায় পঞ্চমুখ তিনি। তার কথায়, ‘খুব সহজেই বোঝা যায়, যে গল্প নিয়ে প্রথম সিনেমা বানানোর তাগিদ অনুভব করেছে, কোনো অগ্রিম লম্ফঝম্প না করে সেটাই বানিয়েছে সে। ইদানীং এরকম জীবনঘনিষ্ঠ মানবিক গল্প নিয়ে খুব বেশি সিনেমা নির্মাণ হয় না, যেটা শঙ্খ সুনিপুণভাবে নির্মাণের চেষ্টা করেছে। মানবিক যে বোধের জায়গায় শঙ্খ পৌঁছাতে চেয়েছে,আমার মনে হয় সে খুব ভালোমতোই সফল হয়েছে। আমাদের সমাজে এই মানবিক বোধটুকুরই খুব আকাল চলছে। সততার সঙ্গে এই কাজ করার জন‍্য শঙ্খকে ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ওর আগের সব কাজ ছাপিয়ে গেছে ‘প্রিয় মালতী’। কোনোরকম অতিরঞ্জন ছাড়া, মানবিক সত‍্যটুকু ধরা দিয়েছে সহজ-সরল আবেগী ঢঙে। অনেক বেশি পরিণত মনে হয়েছে শঙ্খকে। শঙ্খকে আবারো একটা ধন‍্যবাদ দেবো আমাদের গল্প বলার জন‍্য, আমাদের মাটির গল্প বলার জন‍্য।”

‘প্রিয় মালতী’র দৃশ্যে মেহজাবীন চৌধুরী (ছবি: ফ্রেম পার সেকেন্ড)

চঞ্চল যোগ করেছেন, ‘জানি না কী কারণে যেন আমরা আমাদের গল্প বলাটা কমিয়ে দিয়েছি! ধার করা বিদেশি গল্প দিয়ে, নানান চমক দেখিয়ে সিনেমা হিট করাতেই আমরা এখন বেশি ব‍্যতিব‍্যস্ত! শঙ্খ অন্তত সেই চেষ্টা করে নাই। আধুনিক নির্মানশৈলীতে সে নিজেদের গল্পটা বলেছে। ওর সিনেমায় সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মানবতার জয় হয়েছে। আমরা সবসময় সেটাই দেখতে চেয়েছি।’

‘প্রিয় মালতী’র দৃশ্যে মেহজাবীন চৌধুরী (ছবি: ফ্রেম পার সেকেন্ড)

‘প্রিয় মালতী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীনের। তার প্রশংসা করতে গিয়ে চঞ্চল লিখেছেন, ‘সিনেমাটির প্রতিটি চরিত্র বিশ্বাসযোগ‍্য মনে হয়েছে, বিশেষ করে প্রধান চরিত্রে মেহজাবীনের অভিনয়। তার ক‍্যারিয়ারে অনন‍্য এক মাত্রায় পৌঁছে দিয়েছে। সাব্বাস মেহজাবীন!’

‘প্রিয় মালতী’র দৃশ্যে রিজভী রিজু ও মেহজাবীন চৌধুরী (ছবি: ফ্রেম পার সেকেন্ড)

অন্যদের অভিনয় প্রসঙ্গে চঞ্চলের পর্যালোচনা এমন, “পর্দায় পাভেল ভাইয়ের প্রতিটি উপস্থিতি ছিলো মন্ত্রমুগ্ধের মতো। রিজভী রিজু কিংবা শাহজাহান সম্রাট, অথবা যার কথাই বলি না কেনো, প্রত‍্যেকের উপস্থিতি অন‍্যরকম মাত্রা যোগ করেছে ‘প্রিয় মালতী’তে। আমি সিনেমা বোদ্ধা নই, গল্প আর অভিনয় ব‍্যতিত কারিগরি বিষয়ে আমার অতো জ্ঞান নেই। তবে ক্ষুদ্র জ্ঞানে বলতে পারি ক‍্যামেরার কাজ, আবহসংগীত কিংবা অন‍্যান‍্য বিষয় ছিলো যথাযথ।”

চঞ্চল চৌধুরী (ছবি: ফেসবুক)

‘প্রিয় মালতী’র সঙ্গে চরকিসহ যারা সম্পৃক্ত ছিলেন, তাদের ধন‍্যবাদ দিয়েছেন চঞ্চল। চরকিতে যেকোনো সময় ‘প্রিয় মালতী’ দেখার আহ্বান জানিয়েছেন তিনি। তার মন্তব্য, ‘দর্শক সিনেমা না দেখলে আমাদের সিনেমার উত্তরণ নেই। বাংলা সিনেমার জয় হোক।’

‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী (ছবি: ফ্রেন্ডস কমিউনিকেশন)

চঞ্চলকে সর্বশেষ রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার মাধ্যমে দেশের বড় পর্দায় দেখা গেছে। এরপর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত ও সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’। এতে খ্যাতিমান নির্মাতা মৃণাল সেনের ভূমিকায় দেখা গেছে তাকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ