ওটিটি
কী থেকে কী হয়ে গেলো ক্লাসের ফার্স্ট গার্ল ‘তনয়া’র
স্কুল, ক্লাস ও হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকা তনয়ার জীবন স্বাভাবিক গতিতেই চলছিল। তারপর একদিন স্কুল ছুটির পর বাসার পরিবর্তে সে নিজেকে আবিষ্কার করে হোটেল রুমে! সেখান থেকে থানা হয়ে নিজের বাড়িতে ফিরতে পারে মেয়েটি। কিন্তু বাড়িতে ফিরলেও সেই মা-বাবার কাছে আর ফেরা হয়নি, যারা এতদিন আদর-ভালোবাসায় আগলে রেখেছিল তাকে। এরপর তার গন্তব্য পাল্টাতে থাকে। সমাজ-বাস্তবতার ভয়ংকর প্রভাবের সঙ্গে মেয়েটির যুদ্ধ করে যাওয়ার গল্প নিয়ে সাজানো হয়েছে ওয়েব সিরিজ ‘তনয়া’। বাস্তব ঘটনা অবলম্বনে এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
ওয়েব সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মাখনুন সুলতানা মাহিমা। এবারই প্রথম চরকিতে দেখা যাবে তাকে। ‘তনয়া’ প্রসঙ্গে নিজের অনুভূতিতে তিনি বলেন, ‘প্রথমে গল্পটা শুনে হতবাক হয়েছি এজন্য যে, এটি একটি সত্যি ঘটনা। একটি মেয়ের জীবনে এমন অঘটন ঘটেছে। তনয়া এখন পর্যন্ত আমার সবচেয়ে কঠিন চরিত্র। অভিনয়ের সময় আমার কেমন যেন লাগছিল! তাহলে যিনি এই পরিস্থিতির স্বীকার হয়েছেন তার কেমন লেগেছিল ভাবা যায়! বর্তমানে কোনো ঘটনা ঘটলে আমরা খুব সহজে বিচার করে ফেলি। কিন্তু সেই ঘটনার সত্যটা আমরা কেউ যাচাই করতে যাই না।’
পরিচালক ইমরাউল রাফাত বলেন, ‘গল্পটি একটি আড্ডায় পরিচিত একজনের কাছ থেকে শোনা। হঠাৎ পুরো গল্পটা শুনতে আগ্রহী হই। আমরা সাধারণত একটা গল্প লিখে রেখে কোথাও প্রস্তাবনা হিসেবে জমা দেই। তবে এই গল্পটা মাথাতেই ছিল। ঘটনাচক্রে চরকির সঙ্গে গল্পটা নিয়ে আলোচনা হয়। সত্যি ঘটনা নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার বেলায় সবসময় ভালো। কারণ জীবনঘনিষ্ঠ অনেক কিছু পাওয়া যায়।’
তনয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া আছেন এস এস জায়ান,শামীমা নাজনীনসহ অনেকে।
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৮টায় মুক্তি পাবে ‘তনয়া’।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস