Connect with us

বিশ্বসংগীত

গ্র্যামি মনোনয়নে বিয়ন্সে ও অ্যাডেলের আধিপত্য

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় আমেরিকান গায়িকা বিয়ন্সে ও ব্রিটিশ তারকা অ্যাডেলের আধিপত্য দেখা গেলো। আগামী বছরের ফেব্রুয়ারিতে ৯১টি শাখায় পুরস্কার বিতরণ করা হবে। এরমধ্যে থাকছে পাঁচটি নতুন পুরস্কার। এগুলো হলো সংরাইটার অব দ্য ইয়ার, বেস্ট অল্টারনেটিভ পারফরম্যান্স, বেস্ট আমেরিকানা পারফরম্যান্স, বেস্ট ভিডিও গেম স্কোর এবং বেস্ট স্পোকেন-ওয়ার্ড পয়েট্রি অ্যালবাম। গ্র্যামির সামনের সারির শাখায় মনোনীতদের তালিকা দেখে নিন একনজরে।

হ্যারি স্টাইলস

হ্যারি স্টাইলস (ছবি: টুইটার)

অ্যালবাম অব দ্য ইয়ার
থার্টি (অ্যাডেল)
রেনেসাঁন্স (বিয়ন্সে)
হ্যারি’স হাউস (হ্যারি স্টাইলস)
মিউজিক অব দ্য স্ফিয়ারস (কোল্ডপ্লে)
মিস্টার মোরাল অ্যান্ড দ্য বিগ স্টেপারস (কেন্ড্রিক ল্যামার)
ভয়েজ (অ্যাবা)
গুড মর্নিং গর্জিয়াস (মেরি জে ব্লাইজ)
স্পেশাল (লিজো)
উন ভেরানো সিন তি (ব্যাড বানি)
ইন দিস সাইলেন্ট ডেজ (ব্র্যান্ডি কার্লাইল)

অ্যাডেল

অ্যাডেল (ছবি: টুইটার)

রেকর্ড অব দ্য ইয়ার
ইজি অন মি (অ্যাডেল)
ব্রেক মাই সোল (বিয়ন্সে)
অ্যাজ ইট ওয়াজ (হ্যারি স্টাইলস)
দ্য হার্ট পার্ট ফাইভ (কেন্ড্রিক ল্যামার)
ওম্যান (ডোজা ক্যাট)
অ্যাবাউট ড্যাম টাইম (লিজো)
গুড মর্নিং (মেরি জে ব্লাইজ)
ডোন্ট শাট মি ডাউন (অ্যাবা)
ইউ অ্যান্ড মি অন দ্য রক (ব্র্যান্ডি কার্লাইল ফিচারিং লুসিয়াস)
ব্যাড হ্যাবিট (স্টিভ লেসি)

টেলর সুইফট

টেলর সুইফট (ছবি: টুইটার)

সং অব দ্য ইয়ার
ইজি অন মি (অ্যাডেল)
অল টু ওয়েল (টেন মিনিট ভার্সন)-টেলর সুইফট
ব্রেক মাই সোল (বিয়ন্সে)
অ্যাজ ইট ওয়াজ (হ্যারি স্টাইলস)
অ্যাবাউট ড্যাম টাইম (লিজো)
দ্য হার্ট পার্ট ফাইভ (কেন্ড্রিক ল্যামার)
গড ডিড (ডিজে খালেদ)
ব্যাড হ্যাবিট (স্টিভ লেসি)
এবিসিডিইএফইউ (গেইল)
জাস্ট লাইক দ্যাট (বনি রেইট)

ওয়েট লেগ

ওয়েট লেগ ব্যান্ডের দুই সদস্য (ছবি: টুইটার)

বেস্ট নিউ আর্টিস্ট
আনিতা (ব্রাজিল), ল্যাটো, ওমর অ্যাপোলো, মুনি লং, সামারা জয়, মলি টাটল, র্যাপার টোবি এনউইগওয়ে (যুক্তরাষ্ট্র), ডমি অ্যান্ড জেডি বেক (ফ্রান্স/আমেরিকা), রক ব্যান্ড মানেস্কিন (ইতালি), রক ব্যান্ড ওয়েট লেগ (যুক্তরাজ্য)

বেস্ট পপ সলো পারফরম্যান্স
ইজি অন মি (অ্যাডেল)
অ্যাজ ইট ওয়াজ (হ্যারি স্টাইলস)
ওম্যান (ডোজা ক্যাট)
অ্যাবাউট ড্যাম টাইম (লিজো)
মস্কো মিউল (ব্যাড বানি)
ব্যাড হ্যাবিট (স্টিভ লেসি)

বেস্ট পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স
মাই ইউনিভার্স (কোল্ডপ্লে ও বিটিএস)
বাম বাম (কামিলা কাবেলো ও এড শিরান)
আই লাইক ইউ (অ্যা হ্যাপিয়ার সং)-পোস্ট মেলোন ও ডোজা ক্যাট
আনহোলি (স্যাম স্মিথ ও কিম পেট্রাস)
ডোন্ট শাট মি ডাউন (অ্যাবা)

বেস্ট পপ ভোকাল অ্যালবাম
থার্টি (অ্যাডেল)
হ্যারি’স হাউস (হ্যারি স্টাইলস)
মিউজিক অব দ্য স্ফিয়ারস (কোল্ডপ্লে)
স্পেশাল (লিজো)
ভয়েজ (অ্যাবা)

বেস্ট আরঅ্যান্ডবি সং
কাফ ইট (বিয়ন্সে)
গুড মর্নিং গর্জিয়াস (মেরি জে ব্লাইজ)
হার্ট মি সো গুড (জ্যাজমিন সালিভ্যান)
আওয়ার্স অ্যান্ড আওয়ার্স (মুনি লং)
প্লিজ ডোন্ট ওয়াক অ্যাওয়ে (পিজে মর্টন)

বেস্ট আরঅ্যান্ডবি পারফরম্যান্স
ভার্জিল’স গ্রুভ (বিয়ন্সে)
হিয়ার উইথ মি (মেরি জে ব্লাইজ ফিচারিং অ্যান্ডারসন পাক)
হার্ট মি সো গুড (জ্যাজমিন সালিভ্যান)
আওয়ার্স অ্যান্ড আওয়ার্স (মুনি লং)
ওভার (লাকি ডে)

বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম
গুড মর্নিং গর্জিয়াস (মেরি জে ব্লাইজ)
ব্রিজি (ক্রিস ব্রাউন)
ব্ল্যাক রেডিও থ্রি (রবার্ট গ্ল্যাসপার)
ক্যান্ডিড্রিপ (লাকি ডে)
ওয়াচ দ্য সান (পিজে মর্টন)

কেন্ড্রিক ল্যামার

কেন্ড্রিক ল্যামার (ছবি: টুইটার)

বেস্ট র্যাপ সং
গড ডিড (ডিজে খালেদ ফিচারিং রিক রস, লিল ওয়েন, জে-জি, জন লিজেন্ড ও ফ্রাইডে)
দ্য হার্ট পার্ট ফাইভ (কেন্ড্রিক ল্যামার)
পুশিন পি (গানা অ্যান্ড ফিউচার ফিচারিং ইয়াং থাগ)
ওয়েট ফর ইউ (ফিউচার ফিচারিং ড্রেক ও টেমস)
চার্চিল ডাউনস (জ্যাক হার্লো ফিচারিং ড্রেক)

বেস্ট র্যাপ পারফরম্যান্স
দ্য হার্ট পার্ট ফাইভ (কেন্ড্রিক ল্যামার)
ভেগাস (ডোজা ক্যাট)
গড ডিড (ডিজে খালেদ ফিচারিং রিক রস, লিল ওয়েন, জে-জি, জন লিজেন্ড ও ফ্রাইডে)
পুশিন পি (গানা অ্যান্ড ফিউচার ফিচারিং ইয়াং থাগ)
এফএনএফ (লেট’স গো)-হিটকিড অ্যান্ড গ্লোরিলা

বেস্ট মেলোডিক র্যাপ পারফরম্যান্স
ডাই হার্ট (কেন্ড্রিক ল্যামার ফিচারিং ব্ল্যাক্স ও আমান্ডা রেইফার)
বিউটিফুল (ডিজে খালেদ ফিচারিং ফিউচার ও সিজা)
ওয়েট ফর ইউ (ফিউচার ফিচারিং ড্রেক ও টেমস)
ফার্স্ট ক্লাস (জ্যাক হার্লো)
বিগ এনার্জি (লাইভ)-ল্যাটো

বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক রেকর্ডিং
ব্রেক মাই সোল (বিয়ন্সে)
আই’ম গুড (ব্লু)-ডেভিড গেট্টা ও বেবি রেক্সা
বোজউড (বোনোবো)
ডোন্ট ফরগেট মাই লাভ (ডিপ্লো ও মিগুয়েল)
ইন্টিমিডেটেড (কেট্রানাডা ফিচারিং হার)
অন মাই নিস (রুফাস ডু সল)

বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম
রেনেসাঁন্স (বিয়ন্সে)
ফ্র্যাগমেন্টস (বোনোবো)
ডিপ্লো (ডিপ্লো)
দ্য লাস্ট গুডবাই (ওডেজা)
সারেন্ডার (রুফাস ডু সল)

বেস্ট রক পারফরম্যান্স
সো হ্যাপি ইট হার্টস (ব্রায়ান অ্যাডামস)
প্যাশেন্ট নম্বর নাইন (ওজি ওসবোর্ন ফিচারিং জেফ বেক)
ওয়াইল্ড চাইল্ড (ব্ল্যাক কিস)
ব্রোকেন হর্সেস (ব্র্যান্ডি কার্লাইল)
ওল্ড ম্যান (বেক)
ক্রল! (আইডেলস)
হলিডে (টার্নস্টাইল)

বেস্ট রক অ্যালবাম
প্যাশেন্ট নম্বর নাইন (ওজি ওসবোর্ন)
মেইনস্ট্রিম সেলআউট (মেশিন গান কেলি)
ড্রপআউট বুগি (দ্য ব্ল্যাক কিস)
দ্য বয় নেমড ইফ (এলভিস কস্তেলো অ্যান্ড দ্য ইম্পোস্টারস
ক্রলার (আইডেলস)
লুসিফার অন দ্য সোফা (স্পুন)

বেস্ট অল্টারনেটিভ অ্যালবাম
উই (আরকেড ফায়ার)
ড্রাগন নিউ ওয়ার্ম মাউন্টেন আই বিলিভ ইন ইউ (বিগ থিফ)
ফসোরা (বিয়র্ক)
ওয়েট লেগ (ওয়েট লেগ)
কুল ইট ডাউন (ইয়া ইয়া ইয়েস)

বেস্ট অল্টারনেটিভ পারফরম্যান্স
দেয়ার’ড বেটার বি অ্যা মিররবল (আর্কটিক মাংকিজ)
কিং (ফ্লোরেন্স প্লাস দ্য মেশিন)
সার্টেনটি (বিগ থিফ)
শেইজ লাউঞ্জ (ওয়েট লেগ)
স্পিটিং অফ দ্য এজ অব দ্য ওয়ার্ল্ড (ইয়া ইয়া ইয়েস)

বেস্ট কান্ট্রি অ্যালবাম
পালোমিনো (মিরান্ডা ল্যাম্বার্ট)
অ্যা বিউটিফুল টাইম (উইলি নেলসন)
গ্রোইন আপ (লুক কম্বস)
অ্যাশলি ম্যাকব্রাইড প্রেজেন্টস: লিন্ডেভিল (অ্যাশলি ম্যাকব্রাইড)
হাম্বল কোয়েস্ট (মারেন মরিস)

বেস্ট কান্ট্রি সলো পারফরম্যান্স
হার্টফার্স্ট (কেলসি ব্যালেরিনি)
সামথিং ইন দ্য অরেঞ্জ (জ্যাক ব্রায়ান)
ইন হিজ আর্মস (মিরান্ডা ল্যাম্বার্ট)
সার্কেলস অ্যারাউন্ড দিস টাউন (মারেন মরিস)
লিভ ফরেভার (উইলি নেলসন)

ব্যাড বানি

ব্যাড বানি (ছবি: টুইটার)

বেস্ট কান্ট্রি সং
সার্কেলস অ্যারাউন্ড দিস টাউন (মারেন মরিস)
ডুইন দিস (লুক কম্বস)
আই বেট ইউ থিংক অ্যাবাউট মি (ফ্রম দ্য ভল্ট)-টেলর সুইফট
ইফ আই ওয়াজ অ্যা কাউবয় (মিরান্ডা ল্যাম্বার্ট)
আই’ল লাভ ইউ টিল দ্য ডে আই ডাই (উইলি নেলসন)
টিল ইউ কান্ট (কোডি জনসন)

বেস্ট কান্ট্রি দ্বৈত/দলীয় পারফরম্যান্স
উইশফুল ড্রিংকিং (ইনগ্রিড আন্ড্রেস ও স্যাম হান্ট)
মিডনাইট রাইডার’স প্রেয়ার (ব্রাদার্স ওসবোর্ন)
আউটরানিন ইউর মেমোরি (লুক কম্বস ও মিরান্ডা ল্যাম্বার্ট)
ডাজ হি লাভ ইউ (রিভিজিটেড)-রিবা ম্যাকএন্টায়ার ও ডলি পার্টন
নেভার ওয়ান্টেড টু বি দ্যাট গার্ল (কার্লি পিয়ার্স ও অ্যাশলি ম্যাকব্রাইড)
গোইং হোয়্যার দ্য লোনলি গো (রবার্ট প্ল্যান্ট ও অ্যালিসন ক্রাউস)

বেস্ট মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম
ক্যারোলাইন, অর চেঞ্জ
ইন্টু দ্য উডস
এমজে দ্য মিউজিক্যাল
মিস্টার স্যাটারডে নাইট
সিক্স: লাইভ অন ওপেনিং নাইট
অ্যা স্ট্রেঞ্জ লুপ

প্রডিউসার অব দ্য ইয়ার, নন-ক্লাসিক্যাল
জ্যাক অ্যান্টোনফ (টেলর সুইফট, ফ্লোরেন্স প্লাস দ্য মেশিন, দ্য নাইনটিন সেভেন্টি ফাইভ, ডায়ানা রস)
ড্যান আওয়ারবাক (দ্য ব্ল্যাক কিস, হেরমানোস গুতিয়েরেজ, হ্যাঙ্ক উইলিয়ামস জুনিয়র)
বয়-ওয়ান্ডা (বিয়ন্সে, কেন্ড্রিক ল্যামার, জ্যাক হার্লো)
ডাহি (স্টিভ লেসি, কেন্ড্রিক ল্যামার, ভিঞ্চ স্টেপলস)
ডার্নস্ট ডিমাইল এমিল টু (সিল্ক সনিক, মেরি জে ব্লাইজ, জ্যাজমিন সালিভ্যান)

সংরাইটার অব দ্য ইয়ার, নন-ক্লাসিক্যাল
অ্যামি অ্যালেন (লিজো, হ্যারি স্টাইলস, চার্লি এক্সসিএক্স)
নিজা চার্লস (বিয়ন্সে, আনিতা, মেগান দি স্ট্যালিয়ন)
টোবিয়াস জেসো জুনিয়র (হ্যারি স্টাইলস, অ্যাডেল, এফকেএ টুইগস)
দ্য-ড্রিম (বিয়ন্সে, পুশা টি)
লরা ভেল্টজ (মারেন মরিস, ডেমি লোভেটো)

বেস্ট মিউজিক ভিডিও
ইজি অন মি (অ্যাডেল)
অ্যাজ ইট ওয়াজ (হ্যারি স্টাইলস)
অল টু ওয়েল (টেলর সুইফট)
ইয়েট টু কাম (দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট)-বিটিএস
দ্য হার্ট পার্ট ফাইভ (কেন্ড্রিক ল্যামার)
ওম্যান (ডোজা ক্যাট)

বিশ্বসংগীত

ঢাকায় ১৪ বছর পর আসছে পাকিস্তানের জাল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টের পোস্টারে গহর মুমতাজ (ছবি: অ্যাসেন)

দীর্ঘ ১৪ বছর পর আবার ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। এর সদস্যরা ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ শীর্ষক কনসার্টে সংগীত পরিবেশন করবেন।

আগামী ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অবস্থিত ঢাকা এরেনায় থাকছে কনসার্ট। এটি আয়োজন করছে অ্যাসেন, জির্কোনিয়াম এবং রুটওভার এক্সপেরিয়েন্স। ইতোমধ্যে গেট সেট রক ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ৩ হজার ৫০ টাকা।

টিকিট সংগ্রহের ফেসবুক লিংক সোশ্যাল মিডিয়ায় গত ২২ আগস্ট পোস্ট করে ঢাকায় কনসার্টে গাওয়ার ঘোষণা দিয়েছেন জাল ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য গহর মুমতাজ। তিনি লিখেছেন, ‘সবার সঙ্গে দেখা হবে বাংলাদেশে।’

অ্যাসেনের প্রতিষ্ঠাতা ও সিইও আনন্দ চৌধুরী জানান, টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘উপমহাদেশের ব্যান্ড হিসেবে জাল-এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। দীর্ঘ একযুগ পর বাংলাদেশে ব্যান্ডটিকে আনার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। আশা করি, দর্শক-শ্রোতারা চমৎকার একটি কনসার্ট উপভোগ করবেন।’

সর্বশেষ ২০১০ সালে ঢাকায় সংগীত পরিবেশন করে জাল ব্যান্ড। এর বর্তমান লাইন-আপে আছেন গহর‌ মুমতাজ, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।

২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে জাল আত্মপ্রকাশ করে। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গওহর মুমতাজ। পরে লাইন-আপে যোগ দেন জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। এছাড়া এই ব্যান্ডে পারফর্ম করেছেন ফারহান সায়িদ ও শাহজি’র মতো গুণী শিল্পীরা।

২০০৪ সালে প্রকাশিত হয় জাল ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’। এর ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়” গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। শুধু পাকিস্তানেই নয়, জাল ব্যান্ডের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ে উপমহাদেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী। বাংলাদেশে ব্যান্ডটি তুমুল জনপ্রিয়। তাদের জনপ্রিয় গানের তালিকায় আরো আছে ‘সজনী’, ‘দিল হারে’, ‘এক দিন আয়েগা’ ইত্যাদি।

সম্প্রতি কোক স্টুডিও (পাকিস্তান) ও পেপসি ব্যাটল অব দ্য ব্যান্ডসে সংগীত পরিবেশন করে নতুনভাবে দর্শক-শ্রোতাদের প্রশংসা পায় জাল ব্যান্ড।

পড়া চালিয়ে যান

বিশ্বসংগীত

দর্শকদের ভোটে ‘বার্বি’র ছক্কা, টেলর সুইফটের বাউন্ডারি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বিলি আইলিশ (ছবি: পিপল’স চয়েস)

পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসের ৪৯তম আসরে দর্শকদের ভোটে সর্বাধিক ছয়টি পুরস্কার জিতেছে ‘বার্বি’। চারটি শাখায় সেরার স্বীকৃতি পেয়েছেন আমেরিকান পপতারকা টেলর সুইফট। 

গত ১৮ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় সোমবার) যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় ৪৫টি শাখার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে হাজির হয়ে চমকে দিয়েছেন ‘দ্য হকআই’ তারকা জেরেমি রেনার। একবছরেরও বেশি সময় আগে ভয়াবহ স্কি দুর্ঘটনায় ৩০টি হাড় ভেঙে গিয়েছিলো তার। তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান ‘লকি’ তারকা টম হিডলস্টন। মঞ্চে বিলি আইলিশের হাতে বর্ষসেরা টিভি পারফরম্যান্স পুরস্কার তুলে দেন জেরেমি রেনার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চীনা-কানাডিয়ান তারকা সিমু লিউ (সাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস)।

কাইলি মিনোগ (ছবি: পিপল’স চয়েস)

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অস্ট্রেলিয়ান পপতারকা কাইলি মিনোগ। বিশেষ সংগীত আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন লেনি ক্র্যাভিৎজ। তিনি ও আমেরিকান কান্ট্রি গায়িকা লেইনি উইলসন গান গেয়ে শুনিয়েছেন। কমেডিতে বিশেষ অবদানের জন্য পিপল’স আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাডাম স্যান্ডলার।

র‍্যাচেল জেগলার (ছবি: পিপল’স চয়েস)

পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

সিনেমা শাখা
বর্ষসেরা সিনেমা: বার্বি
বর্ষসেরা অ্যাকশন সিনেমা: দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস
বর্ষসেরা কমেডি সিনেমা: বার্বি
বর্ষসেরা ড্রামা সিনেমা: ওপেনহাইমার
বর্ষসেরা অভিনেতা: রায়ান গসলিং (বার্বি)
বর্ষসেরা অভিনেত্রী: মার্গো রবি (বার্বি)
বর্ষসেরা অ্যাকশন তারকা: র‍্যাচেল জেগলার (দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস)
বর্ষসেরা কমেডি তারকা: জেনিফার লরেন্স (নো হার্ড ফিলিংস)
বর্ষসেরা ড্রামা তারকা: জেনা ওর্তেগা (স্ক্রিম সিক্স)
বর্ষসেরা সিনেমা পারফরম্যান্স: আমেরিকা ফেরেরা (বার্বি)

আমেরিকা ফেরেরা (ছবি: পিপল’স চয়েস)

টেলিভিশন শাখা
বর্ষসেরা টিভি সিরিজ: গ্রে’জ অ্যানাটমি (এবিসি)
বর্ষসেরা কমেডি সিরিজ: অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং (হুলু)
বর্ষসেরা ড্রামা সিরিজ: দ্য লাস্ট অব আস (এইচবিও)

টম হিডলস্টন (ছবি: পিপল’স চয়েস)

বর্ষসেরা সাই-ফাই/ফ্যান্টাসি সিরিজ: লকি (ডিজনি প্লাস)
বর্ষসেরা রিয়েলিটি শো: দ্য কার্ডাশিয়ানস (হুলু)
বর্ষসেরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান: দ্য ভয়েস (এনবিসি)
বর্ষসেরা বিঞ্জওয়ার্দি অনুষ্ঠান: দ্য সামার আই টার্নড প্রিটি (অ্যামাজন প্রাইম ভিডিও)
বর্ষসেরা টিভি অভিনেতা: পেদ্রো পাসকাল (দ্য লাস্ট অব আস)
বর্ষসেরা টিভি অভিনেত্রী: সেলেনা গোমেজ (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)
বর্ষসেরা কমেডি টিভি তারকা: জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
বর্ষসেরা ড্রামা টিভি তারকা: জেনিফার অ্যানিস্টন (দ্য মর্নিং শো)

বিলি আইলিশ (ছবি: পিপল’স চয়েস)

বর্ষসেরা টিভি পারফরম্যান্স: বিলি আইলিশ (সোয়ার্ম)
বর্ষসেরা রিয়েলিটি টিভি তারকা: ক্লোয়ি কার্ডাশিয়ান (দ্য কার্ডাশিয়ানস)
বর্ষসেরা রিয়েলিটি শো প্রতিযোগী: আরিয়ানা ম্যাডিক্স (ড্যান্সিং উইথ দ্য স্টারস)
বর্ষসেরা ডেটাইম টক শো: দ্য কেলি ক্লার্কসন শো
বর্ষসেরা নাইট টাইম টক শো: দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন (এনবিসি)
বর্ষসেরা সঞ্চালক: জিমি ফ্যালন (দ্যাট’স মাই জ্যাম)

আইস স্পাইস (ছবি: পিপল’স চয়েস)

সংগীত শাখা
বর্ষসেরা গায়ক: জাং কুক
বর্ষসেরা গায়িকা: টেলর সুইফট
বর্ষসেরা কান্ট্রি গায়ক: জেলি রোল

লেইনি উইলসন (ছবি: পিপল’স চয়েস)

বর্ষসেরা কান্ট্রি গায়িকা: লেইনি উইলসন
বর্ষসেরা লাতিন গায়ক: ব্যাড বানি
বর্ষসেরা লাতিন গায়িকা: শাকিরা
বর্ষসেরা পপ কণ্ঠশিল্পী: টেলর সুইফট
বর্ষসেরা হিপ-হপ কণ্ঠশিল্পী: নিকি মিনাজ
বর্ষসেরা আরঅ্যান্ডবি কণ্ঠশিল্পী: বিয়ন্সে
বর্ষসেরা নতুন কণ্ঠশিল্পী: আইস স্পাইস
বর্ষসেরা ব্যান্ড/জুটি: স্ট্রে কিডস
বর্ষসেরা গান: ভ্যাম্পায়ার (অলিভিয়া রড্রিগো)
বর্ষসেরা অ্যালবাম: গাটস (অলিভিয়া রড্রিগো)
বর্ষসেরা সম্মিলিত গান: বার্বি ওয়ার্ল্ড (নিকি মিনাজ, আইস স্পাইস ও অ্যাকুয়া)
বর্ষসেরা কনসার্ট ট্যুর: টেলর সুইফট: দ্য এরাস ট্যুর

সিডনি সুইনি (ছবি: পিপল’স চয়েস)

পপ সংস্কৃতি শাখা
বর্ষসেরা সোশ্যাল মিডিয়া তারকা: টেলর সুইফট
বর্ষসেরা কমেডি পারফরম্যান্স: ক্রিস রক (সিলেক্টিভ আউটরেজ)
বর্ষসেরা অ্যাথলেট: ট্রাভিস কেলস

পড়া চালিয়ে যান

ছবি ও কথা

গ্র্যামির লালগালিচা: ১৪ হাজার স্বর্ণের সেফটিপিনে গায়িকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৬তম আসরের লালগালিচায় দামি পোশাক ও বেশভূষায় নজর কেড়েছেন গায়িকারা। তাদের জমকালো ফ্যাশন বেশ আলোচিত হচ্ছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় মনোনীতদের পা মাড়ানোর জন্য তাঁবুর নিচে লালগালিচা রেখেছেন গ্র্যামি আয়োজকেরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ৪ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৫ ফেব্রুয়ারি সকাল) পুরস্কার বিতরণের আগে লালগালিচায় ক্যামেরাবন্দি হয়েছেন অনেক গায়িকা।

আমেরিকান পপতারকা মাইলি সাইরাস পরেছেন ১৪ হাজার স্বর্ণের সেফটিপিন দিয়ে বানানো ঝলমলে গাউন। ফরাসি ফ্যাশন হাউস মেজোঁ মারজিলার মেটালিক নেটের মতো দেখতে এই পোশাক তৈরিতে লেগেছে ৬৭৫ ঘণ্টা।

মাইলি সাইরাসের সোনালি চুল ফোলাফাঁপা ঢঙে সাজানো।

 

মাইলি সাইরাস (ছবি: গ্র্যামি)

রুপালি ঝিকিমিকি গাউনে ব্রিটিশ-আলবেনিয়ান গায়িকা দুয়া লিপা। নিচু গলার পোশাকটি ডিজাইন করেছে ফরাসি ফ্যাশন হাউস কুরেজ। তার গলার নেকলেসটি আমেরিকান ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোম্পানির।

দুয়া লিপার গলায় দেখা গেছে আমেরিকান ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোম্পানির সুদৃশ্য নেকলেস।

দুয়া লিপা (ছবি: গ্র্যামি)

সাদা কাঁধখোলা গাউন ও কালো অপেরা হাতমোজায় আমেরিকান সুপারস্টার টেলর সুইফট। পা-চেরা পোশাকটির পেছনের অংশ বেশ লম্বা।

টেলর সুইফটের পোশাকটি ডিজাইন করেছেন ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার এলসা স্কিয়াপারেল্লি।

টেলর সুইফট (ছবি: গ্র্যামি)

মসৃণ ক্রিম রঙের সিকুইন গাউন ও গাঢ় লাল লিপস্টিকে আমেরিকান গায়িকা অলিভিয়া রড্রিগো।

অলিভিয়া রড্রিগোর পোশাকটি ডিজাইন করেছে ইতালিয়ান ফ্যাশন হাউস ভেরসাচি।

অলিভিয়া রড্রিগো (ছবি: গ্র্যামি)

ব্রিটিশ গায়িকা এলি গোল্ডিং কালো লেসের ফ্রকে আলো কেড়েছেন।

এলি গোল্ডিংয়ের পোশাকটি ডিজাইন করেছেন লেবানিজ ডিজাইনার জুহের মুরাদ।

আমেরিকান গায়িকা ডোজা ক্যাটের কপালে পোশাকটি তার্কিন-ব্রিটিশ ডিজাইনার দিলারা ফিন্দিকোলুর নাম লেখা। অসংখ্য উল্কি আঁকা এই গায়িকার পায়ে লাল রঙের হিল, চোখে চশমা ও মাথায় উল্টো করে পরা টুপি।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ