ছবিঘর
বিয়ের ৮ ছবিতে তাহসানকে পাওয়ার অনুভূতি জানালেন রোজা
নতুনভাবে জীবন শুরু করলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়েবন্ধনে বাঁধা পড়েছেন তিনি। জীবনসঙ্গীকে নিয়ে নিজের অনুভূতি লিখে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই তারকা। এবার নববধূ নিজের মনের কথা জানালেন।

আজ (৫ জানুয়ারি) দুপুর ২টার সময় সোশ্যাল মিডিয়ায় রোজা আহমেদ লিখেছেন, ‘আমি এমন একজনকে পেয়েছি যিনি মায়াময়। তিনি চিরকালের জন্য বিশ্বাস, মর্যাদা ও বন্ধুত্ব চেয়েছিলেন। আমি তাকে অনন্তকালের জন্য এগুলো ও একটি নিবাস দেওয়ার প্রতিজ্ঞা করেছি। সবকিছুর জন্য শুকরিয়া।’

বিয়ের সাজে তাহসানের সঙ্গে তোলা আটটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রোজা। এগুলোতে দেখা যাচ্ছে, সাদার ওপর গোলাপি আর গেরুয়া সুতোর সূক্ষ্ম কাজ করা পোশাকে নিজেদের সাজিয়েছেন নবদম্পতি।

কনে সেজেছেন হালকা গোলাপি শাড়িতে। বর পরেছেন শেরোয়ানি।

দীর্ঘদিন ধরে তাহসানের ব্যক্তিজীবন নিয়ে জল্পনা চলছিলো। তিনি কাকে বিয়ে করেন সেই কৌতূহলের কমতি ছিলো না বিনোদন অঙ্গনে। অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তারকা।

গায়ে হলুদ ও বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই তাহসান ও রোজা আহমেদকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় সিক্ত করেছেন অনেকে।

বিয়ের সাজে রোজা আহমেদের সঙ্গে তোলা একটি ছবি গতকাল (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাহসান লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

তাহসান ও রোজার চার হাতের বাঁধন চিরকাল সুখের সংসারে অটুট থাকুক, এই প্রত্যাশা ভক্তদের।

রোজা আহমেদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্নাতক সম্পন্ন করেছেন। এরপর নিউইয়র্কের কুইন্সে রোজা’স ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন তিনি। ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আন্তর্জাতিক মানের মেকআপ আর্টিস্ট এই তরুণী। তাই তাকে একজন সফল উদ্যোক্তা বলাই যায়। তিনি অনেক নারীকে মেকআপ আর্টিস্ট হওয়ার প্রশিক্ষণ দিয়েছেন ও অনেককে উদ্যোক্তা হতে সহযোগিতা করেছেন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
