Connect with us

বলিউড

জন্মদিনে ঝড়ের মাঝে শান্ত জানভি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেত্রী জানভি কাপুরের ২৬তম জন্মদিন আজ। ভক্তরা তাকে সোশ্যাল মিডিয়ায় দিনভর শুভেচ্ছায় ভাসিয়েছে। বিশেষ দিনেই জানা গেলো, দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। ক্যারিয়ারের প্রথম তেলুগু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এর নাম এখনো চূড়ান্ত হয়নি।

সিনেমাটিতে জানভির বিপরীতে থাকছেন জুনিয়র এনটিআর। এটি হতে যাচ্ছে দক্ষিণী এই তারকার ৩০তম সিনেমা। তাই এর প্রাথমিক নাম ‘এনটিআর থার্টি’।

ক্যারিয়ারের প্রথম দক্ষিণী সিনেমার ফার্স্ট লুকে জানভি কাপুর (ছবি: টুইটার)

সোশ্যাল মিডিয়ায় এনটিআর আর্টস সিনেমায় জানভি কাপুরের ফার্স্ট লুক শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘এনটিআর থার্টির প্রতিকূল বিশ্বে ঝড়ের মাঝে শান্ত তিনি। শুভ জন্মদিন এবং স্বাগতম।’

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ৫ এপ্রিল। এটি পরিচালনা করবেন করাতলা শিবা। তার ঝুলিতে আছে ‘শ্রীমানতুডু’ (২০১৫), ‘জনতা গ্যারেজ’ (২০১৬), ‘ভারত আনে নেনু’ (২০১৮), ‘আচারিয়া’ (২০২২) সিনেমাগুলো।

জানভি কাপুরের হাতে আরো আছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ (রাজকুমার রাও) এবং ‘বাওয়াল’ (বরুণ ধাওয়ান) সিনেমা দুটি। এরমধ্যে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র জন্য ক্রিকেট অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তিনি।

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৮ সালে করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক’ দিয়ে বলিউডে পা রাখেন জানভি কাপুর। এরপর ‘মিলি’ এবং ‘রুহি’ সিনেমা হলে এসেছে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ (নেটফ্লিক্স), ‘গোস্ট স্টোরিস’ (নেটফ্লিক্স) এবং ‘গুড লাক জেরি’ (ডিজনি প্লাস হটস্টার)।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ