বলিউড
জন্মদিনে ঝড়ের মাঝে শান্ত জানভি

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড অভিনেত্রী জানভি কাপুরের ২৬তম জন্মদিন আজ। ভক্তরা তাকে সোশ্যাল মিডিয়ায় দিনভর শুভেচ্ছায় ভাসিয়েছে। বিশেষ দিনেই জানা গেলো, দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। ক্যারিয়ারের প্রথম তেলুগু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে এর নাম এখনো চূড়ান্ত হয়নি।
সিনেমাটিতে জানভির বিপরীতে থাকছেন জুনিয়র এনটিআর। এটি হতে যাচ্ছে দক্ষিণী এই তারকার ৩০তম সিনেমা। তাই এর প্রাথমিক নাম ‘এনটিআর থার্টি’।

ক্যারিয়ারের প্রথম দক্ষিণী সিনেমার ফার্স্ট লুকে জানভি কাপুর (ছবি: টুইটার)
সোশ্যাল মিডিয়ায় এনটিআর আর্টস সিনেমায় জানভি কাপুরের ফার্স্ট লুক শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘এনটিআর থার্টির প্রতিকূল বিশ্বে ঝড়ের মাঝে শান্ত তিনি। শুভ জন্মদিন এবং স্বাগতম।’

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ৫ এপ্রিল। এটি পরিচালনা করবেন করাতলা শিবা। তার ঝুলিতে আছে ‘শ্রীমানতুডু’ (২০১৫), ‘জনতা গ্যারেজ’ (২০১৬), ‘ভারত আনে নেনু’ (২০১৮), ‘আচারিয়া’ (২০২২) সিনেমাগুলো।
জানভি কাপুরের হাতে আরো আছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ (রাজকুমার রাও) এবং ‘বাওয়াল’ (বরুণ ধাওয়ান) সিনেমা দুটি। এরমধ্যে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র জন্য ক্রিকেট অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তিনি।

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)
২০১৮ সালে করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক’ দিয়ে বলিউডে পা রাখেন জানভি কাপুর। এরপর ‘মিলি’ এবং ‘রুহি’ সিনেমা হলে এসেছে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ (নেটফ্লিক্স), ‘গোস্ট স্টোরিস’ (নেটফ্লিক্স) এবং ‘গুড লাক জেরি’ (ডিজনি প্লাস হটস্টার)।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস