Connect with us

হলিউড

জুলিয়া রবার্টসের জন্মের পর হাসপাতালের বিল শোধ করেন এক নোবেল শান্তি পুরস্কার জয়ী

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

জুলিয়া রবার্টস

জুলিয়া রবার্টস (ছবি: ইনস্টাগ্রাম)

হলিউডের ‘প্রিটি ওম্যান’ তারকা জুলিয়া রবার্টস চমকপ্রদ একটি সত্যি ঘটনা প্রকাশ করেছেন। তার জন্মের পর হাসপাতালের বিল পরিশোধ করেন প্রয়াত মার্টিন লুথার কিং জুনিয়র ও তাঁর স্ত্রী কোরেট্টা স্কট কিং। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন মার্টিন লুথার কিং জুনিয়র। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ।

গত সেপ্টেম্বরে আমেরিকান সাংবাদিক গেইল কিংয়ের সঞ্চালনায় একটি আলাপচারিতার অনুষ্ঠানে অংশ নেন অস্কারজয়ী এই অভিনেত্রী। তিনি উল্লেখ করেন, তার জন্মের পর হাসপাতালের বকেয়া টাকা দিয়েছেন কিং পরিবার। তার কথায়, ‘খারাপ সময় থেকে বের হয়ে আসতে তারা আমাদের পরিবারকে সাহায্য করেছেন।’

জুলিয়া রবার্টস

জুলিয়া রবার্টস (ছবি: ইনস্টাগ্রাম)

অনুষ্ঠানটির একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক কৌশলগত উপদেষ্টা জারা রহিম। এরপরই ঘটনাটি ভাইরাল হয়ে গেছে।

জুলিয়া রবার্টস

জুলিয়া রবার্টস (ছবি: ইনস্টাগ্রাম)

জুলিয়া রবার্টস বলেন, ‘আমার বাবা-মা ওয়াল্টার ও বেটি লু ছিলেন কিং ও তাঁর স্ত্রীর বন্ধু। তখন বাবা-মা আটলান্টায় একটি থিয়েটার স্কুল চালাতেন। তখন কিংয়ের সন্তানকে হাতেগোনা যে কয়েকটি স্কুল সাদরে গ্রহণ করেছিলো মা-বাবার ‘অ্যাক্টরস অ্যান্ড রাইটার্স ওয়ার্কশপ’ অন্যতম। একদিন করেট্টা স্কট কিং তার সন্তানদের ভর্তি নিতে আমার মাকে ফোনে অনুরোধ করেন। সন্তানদের জন্য স্কুল খুঁজে পেতে হিমশিম খাচ্ছিলেন তারা। কারণ শ্বেতাঙ্গ শিশু-কিশোরদের সঙ্গে কৃষ্ণাঙ্গদের কেউই নিতে চাইতো না। কিন্তু তাঁকে আমার মা বললেন, নিশ্চয়ই নিয়ে আসুন। কিং দম্পতির সন্তান থিয়েটার স্কুলে যোগ দেওয়ার পর আমার মা-বাবার সঙ্গে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে।’

জুলিয়া রবার্টস

জুলিয়া রবার্টস (ছবি: ইনস্টাগ্রাম)

গত ২৮ অক্টোবর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি শেয়ার করেছেন জুলিয়া রবার্টস। এতে গোলাপি ও সোনালি বেলুনের সামনে কফির মগে চুমুক দিতে দেখা গেছে তাকে। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ৫৫তম জন্মদিনের মায়া আর আকর্ষণ অনুভব করছি।’

জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি

‘টিকিট টু প্যারাডাইস’ সিনেমায় জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি (ছবি: ইনস্টাগ্রাম)

গত সপ্তাহে (২১ অক্টোবর) মুক্তি পেয়েছে জুলিয়া রবার্টসের নতুন সিনেমা ‘টিকিট টু প্যারাডাইস’। অলিভার পার্কারের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন জর্জ ক্লুনি। এতে ক্লুনি ও জুলিয়াকে দেখা গেছে বিয়েবিচ্ছেদ হওয়া প্রাক্তনের ভূমিকায়। মেয়ের বিয়ে ভেস্তে দেওয়ার পরিকল্পনা করেন তারা।

এ নিয়ে পঞ্চমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস। এর আগে ‘ওশানস ইলেভেন’ (২০০১), ‘কনফেশন্স অব অ্যা ডেঞ্জারাস মাইন্ড’ (২০০২), ‘ওশানস টুয়েলভ’ (২০০৪) এবং ‘মানি মনস্টার’ (২০১৬) সিনেমায় তাদের একফ্রেমে দেখা গেছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ