Connect with us

বলিউড

‘টাইগার থ্রি’: সালমানের সঙ্গে শাহরুখের পাশাপাশি চমক হৃতিক!

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

(বাঁ থেকে) ‘ওয়ার’ সিনেমায় হৃতিক রোশন, ‘টাইগার থ্রি’তে সালমান খান এবং ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)

বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফের নতুন সিনেমা ‘টাইগার থ্রি’ মুক্তি পেতে চলেছে দীপাবলিতে (১২ নভেম্বর)। ছয় বছর পর অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার ও জোয়া হুমায়নি জুটির পুনর্মিলনই শুধু নয়, এতে পাঠান চরিত্রে বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্বল্প উপস্থিতি থাকছে বলে ভক্তরা আলাদাভাবে রোমাঞ্চিত। এবার সামনে এলো আরেকটি চমকপ্রদ খবর।

‘টাইগার থ্রি’তে পাঠান ছাড়াও হাজির হবেন হৃতিক রোশন! ‘ওয়ার’ সিনেমার কবির চরিত্রে তাকে ক্ষণিকের জন্য দেখা যাবে। কঠিন পরিস্থিতিতে টাইগারকে সহযোগিতা করতে এগিয়ে আসবে পাঠান ও কবির। ফলে তিন জনপ্রিয় গোয়েন্দাকে একফ্রেমে দেখতে সিনেমাহলের টিকিট কাউন্টারে সোরগোল পড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

‘ওয়ার’ সিনেমায় হৃতিক রোশন (ছবি: যশরাজ ফিল্মস)

যদিও হৃতিকের কাজ করার কথা এখনো গোপন রাখা হয়েছে। তাছাড়া শাহরুখ, সালমান ও হৃতিক একফ্রেমে থাকবেন কিনা সেই নিশ্চয়তা পাওয়া যায়নি। হিন্দির পাশাপাশি সিনেমাটি তামিল ও তেলুগু ভাষায় ডাবিং করে মুক্তি পাবে।

‘পাঠান’ সিনেমায় সালমান খান ও শাহরুখ খান (ছবি: টুইটার)

গত জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত শাহরুখের ‘পাঠান’ সিনেমায় টাইগারের ভূমিকায় অতিথি হিসেবে ছিলেন সালমান। দুই খানকে বড় পর্দায় একফ্রেমে ফিরে পেয়ে আনন্দিত হয় দর্শকেরা। এবার তাদের পাশাপাশি বাড়তি পাওনা হিসেবে থাকছেন হৃতিক। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজের আগের দুই পর্বে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন সাজ্জাদ দেলাফরুজ ও গাভি চাহাল। ‘টাইগার থ্রি’র ভিলেন ইমরান হাশমি।

‘টাইগার থ্রি’তে সালমান খান ও ক্যাটরিনা কাইফ (ছবি: যশরাজ ফিল্মস)

মনীষ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ যশরাজ ফিল্মসের গোয়েন্দা ইউনিভার্সের পঞ্চম সিনেমা। আগেরগুলো হলো ‘এক থা টাইগার’ (২০১২), ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭), ‘ওয়ার’ এবং ‘পাঠান’। এসব সিনেমার তিন জনপ্রিয় গোয়েন্দা টাইগার, পাঠান ও কবিরকে ‘টাইগার থ্রি’তে একত্র করা হয়েছে গল্পের প্রয়োজনে। ভারতের তিন সুপারস্টারকে একই সিনেমায় দেখতে মুখিয়ে আছে দর্শকেরা।

‘টাইগার থ্রি’র পোস্টারে সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি (ছবি: যশরাজ ফিল্মস)

এদিকে হৃতিক ইতোমধ্যে অয়ন মুখার্জির পরিচালনায় ‘ওয়ার টু’র অনেকাংশের শুটিং করে ফেলেছেন। এতে তার বিপরীতে থাকছেন কিয়ারা আদভানি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’-এ খলচরিত্রে ছিলেন টাইগার শ্রফ। এবারের কিস্তিতে নেতিবাচক ভূমিকায় আসবেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। ‘ওয়ার’ পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ।

‘ওয়ার’ পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এখন যশরাজ ফিল্মসের গোয়েন্দা ইউনিভার্সের আরেক সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’ পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন। সিদ্ধার্থ আনন্দ এখন ‘ফাইটার’ নিয়ে ব্যস্ত। এতে অভিনয় করেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ