Connect with us

বলিউড

মহারাজের বায়োপিকে রাজকুমার

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রাজকুমার রাও, সৌরভ গাঙ্গুলী (ছবি: এক্স)

ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে কে অভিনয় করবেন তা নিয়ে দুই বছর ধরে কত গুঞ্জন বাতাসে ভেসেছে। এ তালিকায় রণবীর কাপুর ও আয়ুষ্মান খুরানার নাম শোনা গেছে জোরেশোরে। অবশেষে সাবেক বাঁহাতি ব্যাটার দাদা নিজেই জানালেন, সিনেমাটির জন্য চূড়ান্ত করা হয়েছে রাজকুমার রাওকে। আগামী জুলাই মাসে এর শুটিং শুরু হতে পারে।

বলিউড তারকা রাজকুমার রাওয়ের সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন নির্মাতারা। বড় পর্দার ‘মহারাজ’ হওয়ার জন্য ঘাম ঝরানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।ইতোমধ্যে চিত্রনাট্য ঘষামাজার কাজ সম্পন্ন হয়েছে। সিনেমাটি প্রযোজনা করবেন লাভ রঞ্জন।

তৃপ্তি দিমরি (ছবি: ইনস্টাগ্রাম)

নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন বিক্রম মোতওয়ানে। সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনার ভূমিকায় তৃপ্তি দিমরি অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। এর কারণ তৃপ্তিকে নিয়ে সৌরভ-ডোনার মেয়ে সানার আগ্রহ।

রাজকুমার রাও-তৃপ্তি দিমরি গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। ২০২৪ সালের মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমায় ব্যর্থ ক্রিকেটার আর সফল কোচ ও স্বামীর চরিত্রে দেখা গেছে রাজকুমার রাওকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ