বলিউড
দুই দিনেই ১০০ কোটি, ‘স্ত্রী টু’র নতুন যত রেকর্ড
প্রত্যাশাকে ছাপিয়ে গেছে ‘স্ত্রী টু’! দুই দিনেই ১০০ কোটি ১০ লাখ রুপি সংগ্রহ করে বক্স অফিসে ঝড় তুলেছে অমর কৌশিক পরিচালিত এই ভৌতিক-কমেডি সিনেমা। দ্রুততম সময়ে রুপির সেঞ্চুরি হাঁকানো হিন্দি সিনেমার তালিকায় ছয় নম্বরে স্থান করে নিয়েছে এটি।
প্রথম দিন টিকিট বিক্রি থেকে ৫৫ কোটি ৪০ লাখ রুপি পেয়েছে ‘স্ত্রী টু’। এর মাধ্যমে ‘পাঠান’, অ্যানিম্যাল’ ও ‘কেজিএফ টু’কে টপকে গেছে এটি। ‘স্ত্রী টু’তে অভিনয় করেছেন রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর। দুই তারকার ক্যারিয়ারে কোনো সিনেমার মুক্তির প্রথম দিনে টিকিট বিক্রির সর্বোচ্চ রেকর্ড এটাই। আর ১০০ কোটি রুপির ঘর স্পর্শ করা ‘স্ত্রী টু’ শ্রদ্ধার সপ্তম, পরিচালক অমর কৌশিকের তৃতীয় (স্ত্রী, বালা, স্ত্রী টু) এবং রাজকুমারের দ্বিতীয় সিনেমা।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’কে নিয়ে খুব বেশি প্রত্যাশা না থাকলেও চমকপ্রদ ব্যবসায়িক সাফল্য পায়। ভৌতিক-কমেডি ধাঁচের ওই সিনেমার পরের পর্ব দেখতে উদগ্রীব ছিলেন দর্শকরা। গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে এটি। ভারতের বিভিন্ন স্থানে সকাল থেকে শুরু করে রাত ২টায় এর শো চালানো হচ্ছে। দ্বিতীয় দিন এসেছে ৩৫ মকোটি ৩০ লাখ রুপি।
ভারতের স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত সিনেমা, ভৌতিক-কমেডি ধাঁচের সিনেমা ও ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা হিসেবে প্রথম দিনে টিকিট বিক্রি থেকে সর্বকালের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এখন ‘স্ত্রী টু’র দখলে। ভারতীয় সিনেমার ইতিহাসে মুক্তির প্রথম দিনে সর্বকালের সর্বোচ্চ টিকিট বিক্রির তালিকায় চতুর্থ এবং একদিনে সর্বকালের সর্বোচ্চ টিকিট বিক্রির তালিকায় ১২তম স্থান পেয়েছে ‘স্ত্রী টু’।
দ্রুততম সময়ে ১০০ কোটির ক্লাবে শীর্ষ ১০
১. জওয়ান (৬৪৩ কোটি ৮৭ লাখ রুপি, ২ দিন)। ২. অ্যানিম্যাল (৫৫৬ কোটি ৩৬ লাখ রুপি, ২ দিন)। ৩. পাঠান (৫৪৩ কোটি ৫ লাখ রুপি, ২ দিন)। ৪. কে.জি.এফ-চ্যাপ্টার টু (৪৩৪ কোটি ৭০ লাখ রুপি, ২ দিন)। ৫. টাইগার থ্রি (২৮৫ কোটি ৫২ লাখ রুপি, ২ দিন)। ৬. স্ত্রী টু (১০০ কোটি ১০ লাখ রুপি, ২ দিন)। ৭. গাদার টু (৫২৫ কোটি ৪৫ লাখ রুপি, ৩ দিন)। ৮. বাহুবলী টু-দ্য কনক্লুশন (৫১০ কোটি ৯৯ লাখ রুপি, ৩ দিন)। ৯. দঙ্গল (৩৮৭ কোটি ৩৮ লাখ রুপি, ৩ দিন)। ১০. সঞ্জু (৩৪২ কোটি ৫৩ লাখ রুপি, ৩ দিন)
একনজরে মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ টিকিট বিক্রি
১. জওয়ান (৭৫ কোটি রুপি)। ২. অ্যানিম্যাল (৬৩ কোটি ৮০ লাখ রুপি)। ৩. পাঠান (৫৭ কোটি রুপি)। ৪. স্ত্রী টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি)। ৫. কে.জি.এফ: চ্যাপ্টার টু (৫৩ কোটি ৯৫ লাখ রুপি)। ৬. ওয়ার (৫৩ কোটি ৩৫ লাখ রুপি)। ৭. থাগস অব হিন্দোস্তান (৫২ কোটি ২৫ লাখ রুপি)। ৮. হ্যাপি নিউ ইয়ার (৪৪ কোটি ৯৭ লাখ রুপি)। ৯. টাইগার থ্রি (৪৪ কোটি ৫০ লাখ রুপি)। ১০. ভারত (৪২ কোটি ৩০ লাখ রুপি)
ভারতের স্বাধীনতা দিবসে টিকিট বিক্রিতে শীর্ষ ১০
১. গাদার টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি)। ২. স্ত্রী টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি)। ৩. এক থা টাইগার (৩২ কোটি ৯৩ লাখ রুপি)। ৪. সিংঘাম রিটার্নস (৩২ কোটি ৯ লাখ রুপি)। ৫. মিশন মঙ্গল (২৯ কোটি ১৬ লাখ রুপি)। ৬. গোল্ড (২৫ কোটি ২৫ লাখ রুপি)। ৭. ব্রাদার্স (২১ কোটি ৪৩ লাখ রুপি)। ৮. টয়লেট-এক প্রেম কথা (২০ কোটি রুপি)। ৯. চেন্নাই এক্সপ্রেস (১৯ কোটি ৬ লাখ রুপি)। ১০. সত্যমেভ জয়তে (১৯ কোটি ৫ লাখ রুপি)
রাজকুমার রাওয়ের ক্যারিয়ারসেরা প্রথম দিন
১. স্ত্রী টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি)। ২. মিস্টার অ্যান্ড মিসেস মাহি (৬ কোটি ৮৫ লাখ রুপি)। ৩. স্ত্রী (৬ কোটি ৮২ লাখ রুপি)। ৪. জাজমেন্টাল হ্যায় কেয়া (৪ কোটি ৫০ লাখ রুপি)। ৫. রুহি (৩ কোটি ৬ লাখ রুপি)। ৬. এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা (২ কোটি ৯০ লাখ রুপি)। ৭. ডলি কি ডোলি (২ কোটি ৫৫ লাখ রুপি)। ৮. বেরেলি কি বরফি (২ কোটি ৪২ লাখ রুপি)। ৯. শ্রীকান্ত (২ কোটি ৪১ লাখ রুপি)। ১০. ফান্নে খান (২ কোটি ১৫ লাখ রুপি)
শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারসেরা প্রথম দিন
১. স্ত্রী টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি)। ২. সাহো (২৪ কোটি ৪০ লাখ রুপি)। ৩. বাঘি থ্রি (১৭ কোটি রুপি)। ৪. এক ভিলেন (১৬ কোটি ৭২ লাখ রুপি)। ৫. তু ঝুঠি ম্যায় মাক্কার (১৫ কোটি ৭৩ লাখ রুপি)। ৬. এবিসিডি-অ্যানিবডি ক্যান ড্যান্স টু (১৪ কোটি ৩০ লাখ রুপি)। ৭. বাঘি (১১ কোটি ৯৪ লাখ রুপি)
বলিউডে একদিনে টিকিট বিক্রিতে শীর্ষ ১৫
১. জওয়ান (৮০ কোটি ১০ লাখ রুপি, চতুর্থ দিন)। ২. জওয়ান (৭৭ কোটি ৮৩ লাখ রুপি, তৃতীয় দিন)। ৩. জওয়ান (৭৫ কোটি রুপি, প্রথম দিন)। ৪. অ্যানিম্যাল (৭০ কোটি ৬৯ লাখ রুপি, তৃতীয় দিন)। ৫. পাঠান (৭০ কোটি ৫০ লাখ রুপি, দ্বিতীয় দিন)। ৬. অ্যানিম্যাল (৬৭ কোটি ২৭ লাখ রুপি, দ্বিতীয় দিন)। ৭. অ্যানিম্যাল (৬৩ কোটি ৮০ লাখ রুপি, প্রথম দিন)। ৮. পাঠান (৬০ কোটি ৭৫ লাখ রুপি, পঞ্চম দিন)। ৯. টাইগার থ্রি (৫৯ কোটি ২৫ লাখ রুপি, দ্বিতীয় দিন)। ১০. পাঠান (৫৭ কোটি রুপি, প্রথম দিন)। ১১. গাদার টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি, পঞ্চম দিন)। ১২. স্ত্রী টু (৫৫ কোটি ৪০ লাখ রুপি, প্রথম দিন)। ১৩. কে.জি.এফ-চ্যাপ্টার টু (৫৩ কোটি ৯৫ লাখ রুপি, প্রথম দিন)। ১৪. ওয়ার (৫৩ কোটি ৩৫ লাখ রুপি, প্রথম দিন)। ১৫. পাঠান (৫৩ কোটি ২৫ লাখ রুপি, প্রথম দিন)
প্রথম দিনে শুধু ভারতের বক্স অফিসেই রেকর্ড ভাঙেনি, বিদেশেও দাপট দেখাচ্ছে ‘স্ত্রী টু’। অস্ট্রেলিয়ায় ৫০ লাখ ২৭ হাজার রুপি (৭৬টি প্রেক্ষাগৃহ), নিউজিল্যান্ডে ১১ লাখ ৯২ হাজার (২৫টি প্রেক্ষাগৃহ), যুক্তরাজ্যে ৫৫ লাখ ২৮ হাজার (৯৭টি প্রেক্ষাগৃহ), যুক্তরাষ্ট্রে ২ কোটি ২৫ লাখ (৪৮৮টি প্রেক্ষাগৃহ) ও কানাডায় ৯৮ লাখ ৯৩ হাজার রুপি (৪৯টি প্রেক্ষাগৃহ) টিকিট বিক্রি থেকে পেয়েছে এই সিনেমা।
‘স্ত্রী টু’র চিত্রনাট্য লিখেছেন নিরেন ভাট। এতে আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অপরশক্তি খুরানা ও অভিষেক ব্যানার্জি। অতিথি চরিত্রে আছেন অক্ষয় কুমার ও বরুণ ধাওয়ান। একটি গানে নেচেছেন তামান্না ভাটিয়া।
ম্যাডক ফিল্মস প্রযোজিত ভৌতিক-কমেডি ইউনিভার্সের অংশ ‘স্ত্রী’ ও ‘স্ত্রী টু’। একই ইউনিভার্সের অন্য দুই সিনেমা ‘ভেড়িয়া’ (২০২২) ও ‘মুনজিয়া’ (২০২৪)।
বলিউড
দীপিকা-রণবীরের কোলে এলো কন্যাসন্তান
মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আজ (৮ সেপ্টেম্বর) ভূমিষ্ঠ হয়েছে তার ও বলিউড অভিনেতা রণবীর সিংয়ের প্রথম সন্তান। তাদের কোলে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।
বলিউড ভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যম সুখবরটি প্রকাশ করেছে। যদিও সোশ্যাল মিডিয়ায় এখনো সন্তানের জন্মের খবর নিজেরা জানাননি এই তারকা দম্পতি।
গত ৬ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করেন দীপিকা-রণবীর। গতকাল দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন নায়িকা।
শোনা যাচ্ছিলো, আগামী ২৮ সেপ্টেম্বর দীপিকা-রণবীরের প্রথম সন্তান জন্ম নিতে পারে। কিন্তু ২০ দিন আগেই পৃথিবীর আলো দেখেছে তাদের মেয়ে।
সম্প্রতি বেবি বাম্পে বিশেষ ফটোশুটে অংশ নেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রণবীর। সাদাকালো সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দু’জনে।
দীপিকা সত্যিই মা হতে চলেছেন নাকি সারোগেসির সহায়তা নিচ্ছেন, সেসব নিয়ে গত কয়েক মাস অনেক জল্পনা হয়েছে। বিশেষ ফটোশুটের ছবি প্রকাশের মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটান তিনি।
২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রাম-লীলা’র শুটিংয়ে শুরু হয় দীপিকা-রণবীরের প্রেম। এরপর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘৮৩’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয়ভাবে বিয়ে করেন দুই তারকা।
দীপিকা সর্বশেষ ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় এসেছেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন এর শুটিং করেছিলেন তিনি। সিনেমার গল্পে অন্তঃসত্ত্বার চরিত্রেই দেখা গেছে তাকে। নাগ অশ্বিনের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়সহ অনেকে।
আগামী দীপাবলিতে দীপিকার নতুন সিনেমা ‘সিংঘাম অ্যাগেইন’ মুক্তি পাবে। রোহিত শেঠির পরিচালনায় এতে লেডি সিংঘাম চরিত্রে দেখা যাবে তাকে। তার সহশিল্পী হিসেবে থাকছেন অজয় দেবগণ, কারিনা কাপুর খান, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফসহ অনেকে।
চলতি বছরের শুরুতে মুক্তি পায় দীপিকার ‘ফাইটার’। এতে হৃতিক রোশনের সঙ্গে তার রসায়ন দর্শক মাতিয়েছে।
দীপিকা বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন। ২০২৫ সালের মার্চ থেকে আবার শুটিংয়ে ফিরতে পারেন তিনি।
বলিউড
রণবীরের সঙ্গে বেবি বাম্পে দীপিকার ১৪টি ছবি
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে তার ও অভিনেতা রণবীর সিংয়ের কোলে আসবে প্রথম সন্তান। মাতৃত্বকালীন বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রণবীর। সাদাকালো সেসব ছবি আজ (২ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দু’জনে। এরমধ্যে কোনোটিতে তাদের হাসিমুখ, কয়েকটিতে দীপিকা একা, আবার কয়েকটিতে তাকে আগলে রেখেছেন রণবীর।
বলিউড
যেখানে মোদিকে পেছনে ফেলেছেন শ্রদ্ধা
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী টু’ সিনেমার সাফল্যে উড়ছেন! বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা। এর সুবাদে জনপ্রিয়তা আরও বেড়েছে তার। ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রামে ৩৭ বছর বয়সী এই তারকার ফলোয়ার সংখ্যা ৯ কোটি ১৪ লাখ। এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাড়িয়ে গেছেন তিনি! ইনস্টাগ্রামে মোদির ফলোয়ার এখন ৯ কোটি ১৩ লাখ। তবে শ্রদ্ধার ওপরে আছেন আরো দুই জন।
ভারতীয়দের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ কোটি ১০ লাখ ফলোয়ার ক্রিকেটার বিরাট কোহলির। ৯ কোটি ১৮ লাখ ফলোয়ার নিয়ে তালিকার দুই নম্বরে আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
শ্রদ্ধা ও নরেন্দ্র মোদির পরে ৮ কোটি ৫১ লাখ ফলোয়ার আছে অভিনেত্রী আলিয়া ভাটের। তারপরে ৭ কোটি ৯৮ লাখ ফলোয়ার আছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের।
গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে ‘স্ত্রী টু’। ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে অমর কৌশিক পরিচালিত এই সিনেমার টিকিট বিক্রি থেকে এসেছে ৪০১ কোটি রুপি। এরমধ্যে ভারতে ৩৪২ কোটি রুপি ঘরে তুলেছে এটি। এখান থেকে আয় হয়েছে ২৮৯ কোটি ৬০ লাখ রুপি।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’র সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘স্ত্রী টু’। দুটিতেই শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস