Connect with us

সিনেমা হল

দুনিয়া মাতানো নতুন ক্যাপ্টেন আমেরিকা বাংলাদেশে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার পোস্টার (ছবি: ডিজনি)

দুনিয়া মাতানো মারভেল কমিকসের সুপারহিরো ক্যাপ্টেন আমেরিকার বাংলাদেশি ভক্তরা নড়েচড়ে বসতে পারেন! তাকে নিয়ে নির্মিত বহুল কাঙ্ক্ষিত নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ দেখা যাবে বড় পর্দায়। আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে এটি।

ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় গত ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। সিনেমাটি এখন বিভিন্ন দেশের বক্স অফিস মাতাচ্ছে। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর শেষে স্টিভ রজার্স অবসর নেওয়ার পর ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব পেয়েছে স্যাম উইলসন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও নতুন জেগে ওঠা ‘তিয়ামুত’ দ্বীপের আধিপত্য নিয়ে বিশ্বরাজনীতির চাপে কীভাবে ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন স্যাম? সেই প্রশ্নের উত্তর রয়েছে সিনেমাটিতে।

‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার পোস্টার (ছবি: ডিজনি)

‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ হলো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৫তম সিনেমা। ক্যাপ্টেন আমেরিকা সিনেমা সিরিজের চতুর্থ কিস্তি এটি। এতে প্রথমবারের মতো দর্শকদের সামনে এসেছে সুপারহিরো রেড হাল্ক। তার মানবরূপ থাডিয়াস রস চরিত্রে অভিনয় করেছেন ‘ইন্ডিয়ানা জোন্স’ তারকা হ্যারিসন ফোর্ড। প্রেসিডেন্ট থাডিয়াস রস চরিত্রে এর আগে দেখা গেছে আমেরিকান অভিনেতা উইলিয়াম হার্টকে। ২০২২ সালের মার্চে তিনি মারা গেছেন।

‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার দৃশ্য (ছবি: ডিজনি)

নাইজেরিয়ান-আমেরিকান নির্মাতা জুলিয়াস অনা পরিচালিত এই সিনেমার গল্পের সূত্রপাত হয় ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ (২০২১) টিভি সিরিজ যেখানে শেষ হয়েছে। এতে স্টিভ রজার্সের দেওয়া ঢাল গ্রহণ করে স্যাম উইলসন। নতুন ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় আছেন অ্যান্থনি ম্যাকি। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ড্যানি রামিরেজ, শিরা হাস, কার্ল লাম্বলি, জোশা রকমোর, জিয়ানকার্লো এসপোসিতো।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত এমসিইউ’র দ্বিতীয় সিনেমা ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’-এর দুই তারকা লিভ টেলর ও টিম ব্লেক নেলসন ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এ ফিরেছেন। ১৮ কোটি ডলার বাজেটে নির্মিত ১ ঘণ্টা ৫৮ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির টিকিট বিক্রি থেকে চলে এসেছে ২১ কোটি ৮৪ লাখ ডলার।

মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট
এদিকে আগামীকাল আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। এটি হলো আলোচিত জাপানি অ্যানিমেটেড সিনেমা ‘মাই হিরো অ্যাকাডেমিয়া: ইউ আর নেক্সট’। জনপ্রিয় মাই হিরো অ্যাকাডেমিয়া সিরিজের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা এটি। এর গল্পে দেখা যাবে, ছাত্র-ছাত্রীদের একটি গ্রুপকে নতুন দ্বীপে প্রশিক্ষণ ও সেবার জন্য পাঠানো হয়। তাদের কাজ হলো দ্বীপবাসীদের দৈনন্দিন সমস্যাগুলোর সমাধান করা। তবে শান্তিপূর্ণ এই দ্বীপে হঠাৎ নিজের বাহিনী নিয়ে আক্রমণ চালায় শক্তিশালী ভিলেন নাইন। তাদের লক্ষ্য একটি বিশেষ কোয়ার্ক দখল করা, যা তাদের অপ্রতিরোধ্য শক্তি দেবে। ইজুকু মিডোরিয়া (ডেকু) ও কাতসুকি বাকুগো নিজেদের ক্ষমতা ও টিমওয়ার্ক দিয়ে ভিলেনদের মোকাবিলা করে। হিরো ও ভিলেনের লড়াইয়ের পাশাপাশি গভীর আবেগ ও বন্ধুত্বের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটির অন্যতম বড় শক্তি হলো চরিত্রগুলোর মানবিক দিক। বিশেষ করে মিডোরিয়া ও বাকুগোর মধ্যকার বন্ধুত্বের মুহূর্তগুলো দর্শকদের হৃদয়ে প্রভাব ফেলে। ‘মাই হিরো অ্যাকাডেমিয়া: ইউ আর নেক্সট’ কোহেই হোরিকোশির তৈরি মাঙ্গা সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত। অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন টেনসাই ওকামুরা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ