Connect with us

নাটক

নাট্যনির্মাতা রিংকু শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার, আদালত পাঠালো কারাগারে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রাফাত মজুমদার রিংকু (ছবি: ফেসবুক)

শুটিং সেট ও কলাকুশলীদের নিয়ে ব্যস্ত থাকা নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। গতকাল (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার গুলশানে তাকে গ্রেফতার করা হয়।

আজ (২৪ সেপ্টেম্বর) রাফাত মজুমদার রিংকুকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ। রিংকুর পক্ষে আইনজীবী জামিন আবেদন করেছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেছে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহর আদালত রিংকুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।একইসঙ্গে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আগামী ২৬ সেপ্টেম্বর জামিন শুনানির জন্য রেখেছেন আদালত।

রাফাত মজুমদার রিংকু (ছবি: ফেসবুক)

ছোট পর্দার নির্মাতাদের অনেকে আদালতে গিয়েছিলেন। তারা আইনজীবীর সঙ্গে কথা বলে রিংকু ও মামলার খোঁজখবর নেন। রিংকুর গ্রেফতারের ঘটনায় ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা, শিল্পী, কুশলীরা।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে গুলিতে নিহত হন শিক্ষার্থী নাইমুর রহমান। এ ঘটনায় নাইমুর রহমানের বাবা খলিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন। রিংকু তাদেরই একজন।

রাফাত মজুমদার রিংকু (ছবি: ফেসবুক)

পারিবারিক সূত্রে জানা যায়, রিংকু একসময় রাজনীতি করতেন। টিভি নাটক নির্মাণে আসার আগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন এই তরুণ। স্বজনদের অভিযোগ, শত্রুতা করে কেউ রিংকুকে ধরিয়ে দিয়েছে।

কারাগার থেকে রিংকু বলেছেন, ‘আমি তো দেশের কিংবা ব্যক্তিগতভাবে কারও কোনও ক্ষতি করি নাই। এমনকি ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি কথাও বলি নাই। তাহলে আমি এখানে কেন?’

রাফাত মজুমদার রিংকু (ছবি: ফেসবুক)

রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকের সংখ্যা শতাধিক। এরমধ্যে উল্লেখযোগ্য ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘ভ্লগার মিতু’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘নোঙর’। টক নির্মাণে মুন্সিয়ানা দেখিয়ে দীপ্ত টিভি অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ